২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া - মহিলাদের বর্শা নিক্ষেপ
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের বর্শা ছোঁড়া প্রতিযোগিতা আগস্টের ১৯ থেকে ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে। [১]
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের বর্শা ছোঁড়া | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৯শে আগস্ট ২০০৮ (যোগ্যতানির্ণায়কপর্ব) ২১শে আগস্ট ২০০৮ (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ৪০টি দেশের ৫৪ জন প্রতিযোগী | ||||||||||||
জয়ের দূরত্ব | ৭১.৪২ | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৬০.৫০ মিটার (১৯৮.৫ ফু)(A মান) এবং ৫৬.০০ মিটার (১৮৩.৭৩ ফু) (B মান)। [২]
প্রথম ছোঁড়ায় মারিয়া আবাকুমোভা এগিয়ে ছিলেন। তার ছোঁড়া দূরত্বের ৩ মিটারের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বারবোরা স্পটাকোভা। আবাকুমোভা তার চতুর্থ নিক্ষেপে আরও দূরে (৭০.৭৮ মিটার) ছোঁড়েন। কিন্তু স্পটাকোভা তার শেষ ছোঁড়ায় যাবতীয় প্রতিযোগিতা শেষ করে দেন ৭১.৪২ মিটার ছুঁড়ে।
সময়তালিকা
সম্পাদনাসমস্ত সময় চীন প্রমাণ সময় (UTC+8)
তারিখ | সময় | রাউন্ড |
---|---|---|
মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০০৮ | ০৯:০০ | যোগ্যতানির্ণায়ক পর্ব [৩] |
বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০০৮ | ১৯:২০ | ফাইনাল [৪] |
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ওসলেইডিস মেনিন্ডেজ (CUB) | ৭১.৭০ মিটার | হেলসিঙ্কি, ফিনল্যান্ড | ১৪ই আগস্ট ২০০৫ |
অলিম্পিক রেকর্ড | ওসলেইডিস মেনিন্ডেজ (CUB) | ৭১.৫৩ মিটার | অ্যাথেন্স, গ্রীস | ২৭শে আগস্ট ২০০৪ |
এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | প্রতিযোগী | সময় | টিকা |
---|---|---|---|---|
২৩শে আগস্ট | ফাইনাল | আন্দ্রিয়াস থরকিল্ডসেন (NOR) | ৯০.৫৭ | ওআর |
ফলাফল
সম্পাদনাযোগ্যতানির্ণায়ক পর্ব
সম্পাদনান্যূনতম যোগ্যতার মাপকাঠি: ন্যূনতম ৬১.৫০ মিটার (Q) বা সেরা ১২জন (q) ফাইনালে যাবে।
ক্রম | গ্রুপ | প্রতিযোগী | রাষ্ট্র | #১ | #২ | #৩ | ফলাফল | টিকা[৫] |
---|---|---|---|---|---|---|---|---|
১ | A | বারবোরা স্পটাকোভা | চেক প্রজাতন্ত্র | ৬৭.৬৯ | ৬৭.৬৯ | Q | ||
২ | B | ক্রিস্টিনা ওবের্গফল | জার্মানি | ৬৭.৫২ | ৬৭.৫২ | Q | ||
৩ | A | স্টেফি নেরিয়াস | জার্মানি | ৫৯.১৫ | ৫৯.৭৪ | ৬৩.৯৪ | ৬৩.৯৪ | Q |
৪ | A | মারিয়া আবাকুমোভা | রাশিয়া | ৬১.২৩ | ৬৩.৪৮ | ৬৩.৪৮ | Q | |
৫ | B | গোল্ডি সয়ার্স | গ্রেট ব্রিটেন | ৬০.৭৯ | ৬২.৯৯ | ৬২.৯৯ | Q | |
৬ | B | বারবারা মাজেজাইক | পোল্যান্ড | ৬২.৮১ | ৬২.৮১ | Q, SB | ||
৭ | A | মার্সিডিজ চিলিয়া | স্পেন | ৫৬.৯৮ | ৬১.৮১ | ৬১.৮১ | Q, SB | |
৮ | A | ঝ্যাং লি | চীন | ৫৮.৩০ | ৬১.৭৭ | ৬১.৭৭ | Q | |
৯ | B | ক্যাথরিনা মলিটর | জার্মানি | ৫৫.৬৫ | ৫৩.৫০ | ৬০.৯২ | ৬০.৯২ | q |
১০ | B | ফেলিসিয়া মলডোভান-টিলিয়া | রোমানিয়া | ৫৩.২৫ | ৫৫.৮৯ | ৬০.৮১ | ৬০.৮১ | q |
১১ | A | ওসলেইডিস মেনিন্ডেজ | কিউবা | ৬০.৫১ | x | ৬০.৪১ | ৬০.৫১ | q |
১২ | A | সিন্টা ওজোলিনা | লাতভিয়া | ৬০.১৩ | x | ৫২.৬২ | ৬০.১৩ | q, NR |
১৩ | B | জাস্টিন রবিসন | দক্ষিণ আফ্রিকা | ৫৬.৭৫ | ৫৪.২৬ | ৫৯.৬৩ | ৫৯.৬৩ | |
১৪ | A | উরশুলা পিউনিকা | পোল্যান্ড | ৫১.৩৩ | ৫২.৯৯ | ৫৯.২৮ | ৫৯.২৮ | |
১৫ | A | সাভা লিকা | গ্রিস | ৫৬.৪৪ | ৫৮.৫৯ | ৫৯.১১ | ৫৯.১১ | |
১৬ | A | ভিরা রেব্রিক | ইউক্রেন | ৫৫.৭৭ | ৫৭.১২ | ৫৯.০৫ | ৫৯.০৫ | |
১৭ | B | মিকায়েলা ইংবার্গ | ফিনল্যান্ড | ৫৫.৭১ | ৫৮.৮২ | ৫৮.৩৬ | ৫৮.৮২ | |
১৮ | A | চ্যাং চুনফেং | চীন | ৫৮.৪২ | x | x | ৫৮.৪২ | |
১৯ | B | জ্যানেট ক্রুজ | কিউবা | ৫৮.০৬ | ৫৭.১৫ | ৫৭.০৩ | ৫৮.০৬ | |
২০ | B | লাভার্ন ইভ | বাহামা দ্বীপপুঞ্জ | ৫৫.২২ | ৫৭.৩৬ | ৫৫.১৫ | ৫৭.৩৬ | |
২১ | B | জার্মিলা ক্লিমেসোভা | চেক প্রজাতন্ত্র | ৫২.১৮ | ৫৭.২৫ | x | ৫৭.২৫ | |
২২ | A | নিকোলেট জাবো | হাঙ্গেরি | ৫৬.৯৮ | ৫৭.১৫ | x | ৫৭.১৫ | |
২৩ | A | নাতালিয়া শিমচুক | বেলারুশ | ৫৫.৫৬ | ৫৭.১১ | x | ৫৭.১১ | |
২৪ | A | সিলভিয়া ক্রুজ | পর্তুগাল | ৫৪.৬৫ | ৫৭.০৬ | x | ৫৭.০৬ | |
২৫ | B | ওলহা ইভানকোভা | ইউক্রেন | ৫৫.৬৩ | ৫১.৯৮ | ৫৭.০৫ | ৫৭.০৫ | |
২৬ | B | মোনিকা আভা | এস্তোনিয়া | x | ৫৬.৯৪ | x | ৫৬.৯৪ | |
২৭ | A | আলেসান্দ্রা রেসেন্দে | ব্রাজিল | ৫৪.০৫ | ৫৬.৫৩ | ৫৪.৩২ | ৫৬.৫৩ | |
২৮ | B | বুবান পামাং | থাইল্যান্ড | ৫৩.৬৯ | x | ৫৬.৩৫ | ৫৬.৩৫ | SB |
২৯ | B | লিন্ডি লেভিউ-আগ্রিকোল | সেশেলস | ৫৬.৩২ | ৫৫.৯০ | ৫০.৭৪ | ৫৬.৩২ | SB |
৩০ | B | ইরমা-জেন ইভান্স | সেন্ট লুসিয়া | ৪৬.৭৯ | ৫৪.৬০ | ৫৬.২৭ | ৫৬.২৭ | |
৩১ | B | মারিনা নোভিক | বেলারুশ | ৫৬.১০ | x | ৫৩.৪৮ | ৫৬.১০ | |
৩২ | A | ইঙ্গা স্টাসিউলিওনাইট | লিথুয়ানিয়া | ৫৫.৬৬ | x | ৫৫.৩৪ | ৫৫.৬৬ | |
৩৩ | A | সুনেট ভিজোন | দক্ষিণ আফ্রিকা | ৫৩.১৪ | ৫৫.৫৮ | ৫৩.৮২ | ৫৫.৫৮ | |
৩৪ | B | অলিভিয়া ম্যাককয় | জ্যামাইকা | ৫৫.৫১ | x | ৫৩.৮৫ | ৫৫.৫১ | |
৩৫ | B | তাতিয়ানা ল্যাখোভিচ | ইউক্রেন | ৫৫.৫০ | x | ৫৩.৫৯ | ৫৫.৫০ | |
৩৬ | A | আনাস্তাসিয়া স্বেচনিকোভা | উজবেকিস্তান | ৫৫.৩১ | x | ৪৮.৭১ | ৫৫.৩১ | |
৩৭ | A | মার্টিনা রাটেজ | স্লোভেনিয়া | ৫৫.৩০ | ৫১.৫৬ | ৫৩.২৪ | ৫৫.৩০ | |
৩৮ | B | কিম ক্রেইনার | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৫.১৩ | ৫৩.৮১ | ৫৩.৪৮ | ৫৫.১৩ | |
৩৯ | A | জুলেইমা আরামেন্ডিজ | কলম্বিয়া | ৫১.৩০ | ৫৪.৭১ | x | ৫৪.৭১ | |
৪০ | A | মোনিকা স্টোয়ান | রোমানিয়া | x | ৫৪.৫৬ | x | ৫৪.৫৬ | |
৪১ | A | কারা প্যাটারসন | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৪.০০ | ৫০.৩৫ | ৫৪.৩৯ | ৫৪.৩৯ | |
৪২ | B | সং ডান | চীন | ৫৩.১১ | ৫৪.৩২ | x | ৫৪.৩২ | |
৪৩ | A | নাদীকা লাকমালি | শ্রীলঙ্কা | x | ৫৩.৪৪ | ৫৪.২৮ | ৫৪.২৮ | |
৪৪ | A | ক্রিস্টিনা শেরউইন | ডেনমার্ক | ৫৩.৯৫ | x | x | ৫৩.৯৫ | SB |
৪৫ | B | আলেক্সান্দ্রা নাস্তা-সিসিউ | সাইপ্রাস | ৫৩.২৪ | x | ৪৭.১৮ | ৫৩.২৪ | |
৪৬ | A | কিম কিয়ুং-আই | দক্ষিণ কোরিয়া | ৫১.৪৬ | ৪৮.০০ | ৫৩.১৩ | ৫৩.১৩ | |
৪৭ | B | মারিয়া য়াকোভেঙ্কো | রাশিয়া | ৪৭.৯০ | ৫১.৬৭ | ৫০.৪৯ | ৫১.৬৭ | |
৪৮ | A | মারিয়া গঞ্জালেজ | ভেনেজুয়েলা | ৪৮.৩৭ | ৫০.৫১ | ৪২.৩২ | ৫০.৫১ | |
৪৯ | B | সেরাফিনা আকেলি | সামোয়া | ৪৭.৮৩ | ৪২.৭৮ | ৪৯.২৬ | ৪৯.২৬ | |
৫০ | B | আসদিস জাল্মসদোতির | আইসল্যান্ড | x | x | ৪৮.৫৯ | ৪৮.৫৯ | |
৫১ | B | লেরিন ফ্র্যাঙ্কো | প্যারাগুয়ে | ৪৫.৩৪ | x | ৪৩.৭৭ | ৪৫.৩৪ | |
৫২ | B | রুমিয়ানা কারাপেত্রোভা | বুলগেরিয়া | ৪০.১৫ | - | - | ৪০.১৫ | |
A | জাহরা বানি | ইতালি | x | x | x | NM | ||
B | তাতিয়ানা জেলাকা | সার্বিয়া | x | x | x | NM |
AR অঞ্চলভিত্তিক রেকর্ড | CR চ্যাম্পিয়নশিপ রেকর্ড | GR গেমস রেকর্ড | NR জাতীয় রেকর্ড | OR অলিম্পিক রেকর্ড | PB ব্যক্তিগত সেরা | SB মৌসুম সেরা | WL সেই মৌসুমে বিশ্বে অগ্রণী |
DNS = শুরু করতে পারেননি | DQ = অযোগ্য | NM = কোনো স্থান পাননি (অর্থাৎ কোনো স্বীকৃত ফলাফল নেই) | Q = হিটে নির্দিষ্ট স্থানের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী | q = হিটে সামগ্রিক ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী
|
ফাইনাল
সম্পাদনাক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ফলাফল | টিকা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
বারবোরা স্পটাকোভা | চেক প্রজাতন্ত্র | ৬৯.২২ | ৬৭.০৪ | x | ৬৪.৯২ | x | ৭১.৪২ | ৭১.৪২ | AR | |
মারিয়া আবাকুমোভা | রাশিয়া | ৬৯.৩২ | ৬৯.০৮ | x | ৭০.৭৮ | x | ৬৭.৫২ | ৭০.৭৮ | NR | |
ক্রিস্টিনা ওবের্গফল | জার্মানি | ৬৬.১৩ | x | ৬৩.৩৪ | x | x | x | ৬৬.১৩ | ||
৪ | গোল্ডি সয়ার্স | গ্রেট ব্রিটেন | ৬৫.৭৫ | ৫৯.৪০ | ৬২.৯২ | ৫৯.৭২ | ৬৫.০৩ | ৫৬.৮৩ | ৬৫.৭৫ | NR |
৫ | স্টেফি নেরিয়াস | জার্মানি | ৬৪.০৫ | ৬২.২৫ | ৫৯.৯৭ | x | x | ৬৫.২৯ | ৬৫.২৯ | |
৬ | ওসলেইডিস মেনিন্ডেজ | কিউবা | ৬৩.৩৫ | x | x | x | x | x | ৬৩.৩৫ | |
৭ | বারবারা মাজেজাইক | পোল্যান্ড | ৫৮.৭৪ | ৫৯.১৬ | ৫৮.৬৭ | x | ৫৮.২১ | ৬২.০২ | ৬২.০২ | |
৮ | ক্যাথরিনা মলিটর | জার্মানি | ৫৩.১৯ | ৫৭.৩৭ | ৫৯.৬৪ | ৫৮.৮১ | ৫৬.৭২ | ৫৭.০০ | ৫৯.৬৪ | |
৯ | মার্সিডিজ চিলিয়া | স্পেন | x | ৫৭.৯৪ | ৫৮.১৩ | ৫৮.১৩ | ||||
১০ | ঝ্যাং লি | চীন | ৫৪.৬৯ | x | ৫৬.১৪ | ৫৬.১৪ | ||||
১১ | সিন্টা ওজোলিনা | লাতভিয়া | ৫০.৬৭ | ৫৩.৩৮ | ৫২.২৩ | ৫৩.৩৮ | ||||
১২ | ফেলিসিয়া মলডোভান-টিলিয়া | রোমানিয়া | ৫৩.০৪ | x | ৫২.৮০ | ৫৩.০৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards – The XXIX Olympic Games – Beijing, China – 8/24 August 2008"। IAAF। ২০০৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Women's Javelin Throw Qualifying Rounds"। NBC Olympics। ৩১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।
- ↑ "Women's Javelin Throw Final"। NBC Olympics। ৫ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।
- ↑ IAAF ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে. সংগৃহীত ২০০৮-০৮-১৮।