২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের ২০ কিমি হাঁটা

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০ কিমি হাঁটা প্রতিযোগিতা আগস্টের ১৬ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[]

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ২০ কিমি হাঁটা
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৬ই আগস্ট
প্রতিযোগী৩০টি দেশের ৫১ জন প্রতিযোগী
পদকবিজয়ী
১ ভ্যালেরি বোরচিন  রাশিয়া
২ জেফার্সন পেরেজ  ইকুয়েডর
৩ জারেড টলেন্ট  অস্ট্রেলিয়া
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ১:২৩:০০ (A মান) এবং ১:২৪:৩০ (B মান)।[]

রেকর্ড

সম্পাদনা

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড   সের্গেই মরোজভ (RUS) ১:১৬:৪৩ সারানস্ক, রাশিয়া ৮ই জুন ২০০৮
অলিম্পিক রেকর্ড   রবার্ট কোর্জেনিওস্কি (POL) ১:১৮:৫৯ সিডনি, অস্ট্রেলিয়া ২২শে সেপ্টেম্বর ২০০০

এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।

  • সমস্ত সময় ঘণ্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।

নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

ক্রম প্রতিযোগী রাষ্ট্র সময় টিকা[]
  ভ্যালেরি বোরচিন   রাশিয়া ১:১৯:০১
  জেফার্সন পেরেজ   ইকুয়েডর ১:১৯:১৫ SB
  জারেড টলেন্ট   অস্ট্রেলিয়া ১:১৯:৪২
ওয়াং হাও   চীন ১:১৯:৪৭ PB
আইভানো ব্রুগনেত্তি   ইতালি ১:১৯:৫১ SB
লুক অ্যাডামস   অস্ট্রেলিয়া ১:১৯:৫৭
ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ   স্পেন ১:২০:৩২
রবার্ট হেফারনান   আয়ারল্যান্ড ১:২০:৩৬
লুই ফার্নান্দো লোপেজ   কলম্বিয়া ১:২০:৫৯ SB
১০ চু ইয়াফেই   চীন ১:২১:১৭
১১ য়ুকি ইয়ামাজাকি   জাপান ১:২১:১৮ SB
১২ হুয়ান ম্যানুয়েল মলিনা   স্পেন ১:২১:২৫
১৩ বেঞ্জামিন স্যাঞ্চেজ   স্পেন ১:২১:৩৮
১৪ হোসে আলেজান্দ্রো ব্যাজিও   ব্রাজিল ১:২১:৪৩ SB
১৫ এদের স্যাঞ্চেজ   মেক্সিকো ১:২১:৫৩
১৬ কোইচিরো মোরিওকা   জাপান ১:২১:৫৭
১৭ ইলিয়া মার্কভ   রাশিয়া ১:২২:০২
১৮ জিওর্জিও রুবিনো   ইতালি ১:২২:১১
১৯ ডেভিড কিমুতা   কেনিয়া ১:২২:২১ SB
২০ রোল্যান্ডো সাকুইপে   ইকুয়েডর ১:২২:৩২
২১ এরিক টিস   নরওয়ে ১:২২:৪৩
২২ আইভান ট্রটস্কি   বেলারুশ ১:২২:৫৫
২৩ কিম হিউন-সাব   দক্ষিণ কোরিয়া ১:২২:৫৭
২৪ আন্দ্রেই কোভেঙ্কো   ইউক্রেন ১:২২:৫৯
২৫ আন্দ্রে হোন   জার্মানি ১:২৩:১৩
২৬ মাতেজ তথ   স্লোভাকিয়া ১:২৩:১৭
২৭ হাতিম ঘুলা   তিউনিসিয়া ১:২৩:৪৪
২৮ জিয়ানিস সিমানোভিচ   বেলারুশ ১:২৩:৫৩
২৯ রাফায়েল অগাস্টিন   পোল্যান্ড ১:২৪:২৫
৩০ ডং জিমিন   চীন ১:২৪:৩৪
৩১ জেমস রেন্ডন   কলম্বিয়া ১:২৪:৪১
৩২ জোয়াও ভিয়েরা   পর্তুগাল ১:২৫:০৫
৩৩ পার্ক চিল-সুং   দক্ষিণ কোরিয়া ১:২৫:০৭
৩৪ হাসানিন সিবেই   তিউনিসিয়া ১:২৫:২৩
৩৫ মরিস জিউকাস   লিথুয়ানিয়া ১:২৫:৩৬
৩৬ ডেভিড মেজিয়া   মেক্সিকো ১:২৬:৪৫
৩৭ জিন-জ্যাকুয়াস কোলুকিডি   ইতালি ১:২৬:৫৩
৩৮ আন্দ্রেজ চোচো   ইকুয়েডর ১:২৭:০৯
৩৯ অ্যালান সেগুরা   কোস্টা রিকা ১:২৭:১০
৪০ হুয়ান ম্যানুয়েল কানো   আর্জেন্টিনা ১:২৭:১৭
৪১ প্রেডর‌্যাগ ফিলিপোভিচ   সার্বিয়া ১:২৮:১৫
৪২ রুস্তম কুভাতভ   কাজাখস্তান ১:২৮:২৫
৪৩ কেভিন ইস্টলার   মার্কিন যুক্তরাষ্ট্র ১:২৮:৪৪
৪৪ সিয়ারহেই চার্নো   বেলারুশ ১:২৯:৩৮
৪৫ সের্জিও ভিয়েরা   পর্তুগাল ১:২৯:৫১
৪৬ জ্যাকব জেলোনেক   পোল্যান্ড ১:৩০:৩৭
৪৭ ফেডোসেই সিউম্যাসেঙ্কো   মলদোভা ১:৩১:৩৭
৪৮ মোহামেদ আমুর   আলজেরিয়া ১:৩২:২১
৪৯ রিক্যাপ সেলিক   তুরস্ক ১:৩২:৫৪
ক্রিস এরিকসন   অস্ট্রেলিয়া DQ
তাকায়ুকি তানি   জাপান DQ

অন্তর্বর্তী পর্যায়

সম্পাদনা
পর্যায় প্রতিযোগী রাষ্ট্র সময়
৪ কিমি ১। রুস্তম কুভাতভ   কাজাখস্তান ১৬:২০
২। ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ   স্পেন +০:০৩
৩। আইভানো ব্রুগনেত্তি   ইতালি একই সময়
৪। লুক অ্যাডামস   অস্ট্রেলিয়া একই সময়
৫। লুই ফার্নান্দো লোপেজ   কলম্বিয়া একই সময়
৮ কিমি ১। আইভানো ব্রুগনেত্তি   ইতালি ৩২:৩৮
২। ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ   স্পেন +০:০১
৩। লুক অ্যাডামস   অস্ট্রেলিয়া একই সময়
৪। চু ইয়াফেই   গণচীন একই সময়
৫। এদের স্যাঞ্চেজ   মেক্সিকো একই সময়
১২ কিমি ১। আইভানো ব্রুগনেত্তি   ইতালি ৪৮:৩৬
২। ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ   স্পেন একই সময়
৩। লুই ফার্নান্দো লোপেজ   কলম্বিয়া +০:০১
৪। রবার্ট হেফারনান   আয়ারল্যান্ড একই সময়
৫। জেফার্সন পেরেজ   ইকুয়েডর একই সময়
১৬ কিমি ১। ভ্যালেরি বোরচিন   রাশিয়া ১:০৪:০৫
২। জেফার্সন পেরেজ   ইকুয়েডর একই সময়
৩। জারেড টলেন্ট   অস্ট্রেলিয়া +০:০২
৪। আইভানো ব্রুগনেত্তি   ইতালি +০:০৩
৫। ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ   স্পেন +০:০৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪ 
  2. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪ 
  3. http://www.iaaf.org/oly08/results/eventCode=3659/racedate=08-16-2008/sex=M/discCode=20KR/combCode=hash/roundCode=f/results.html#det ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ ডিসেম্বর ২০১০ তারিখে ২০০৮-০৮-১৬ তারিখে সংগৃহীত।