২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের ২০ কিমি হাঁটা
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের ২০ কিমি হাঁটা থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০ কিমি হাঁটা প্রতিযোগিতা আগস্টের ১৬ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ২০ কিমি হাঁটা | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৬ই আগস্ট | ||||||||||||
প্রতিযোগী | ৩০টি দেশের ৫১ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ১:২৩:০০ (A মান) এবং ১:২৪:৩০ (B মান)।[২]
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | সের্গেই মরোজভ (RUS) | ১:১৬:৪৩ | সারানস্ক, রাশিয়া | ৮ই জুন ২০০৮ |
অলিম্পিক রেকর্ড | রবার্ট কোর্জেনিওস্কি (POL) | ১:১৮:৫৯ | সিডনি, অস্ট্রেলিয়া | ২২শে সেপ্টেম্বর ২০০০ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল
সম্পাদনা- সমস্ত সময় ঘণ্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।
নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
অন্তর্বর্তী পর্যায়
সম্পাদনাপর্যায় | প্রতিযোগী | রাষ্ট্র | সময় |
---|---|---|---|
৪ কিমি | ১। রুস্তম কুভাতভ | কাজাখস্তান | ১৬:২০ |
২। ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ | স্পেন | +০:০৩ | |
৩। আইভানো ব্রুগনেত্তি | ইতালি | একই সময় | |
৪। লুক অ্যাডামস | অস্ট্রেলিয়া | একই সময় | |
৫। লুই ফার্নান্দো লোপেজ | কলম্বিয়া | একই সময় | |
৮ কিমি | ১। আইভানো ব্রুগনেত্তি | ইতালি | ৩২:৩৮ |
২। ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ | স্পেন | +০:০১ | |
৩। লুক অ্যাডামস | অস্ট্রেলিয়া | একই সময় | |
৪। চু ইয়াফেই | গণচীন | একই সময় | |
৫। এদের স্যাঞ্চেজ | মেক্সিকো | একই সময় | |
১২ কিমি | ১। আইভানো ব্রুগনেত্তি | ইতালি | ৪৮:৩৬ |
২। ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ | স্পেন | একই সময় | |
৩। লুই ফার্নান্দো লোপেজ | কলম্বিয়া | +০:০১ | |
৪। রবার্ট হেফারনান | আয়ারল্যান্ড | একই সময় | |
৫। জেফার্সন পেরেজ | ইকুয়েডর | একই সময় | |
১৬ কিমি | ১। ভ্যালেরি বোরচিন | রাশিয়া | ১:০৪:০৫ |
২। জেফার্সন পেরেজ | ইকুয়েডর | একই সময় | |
৩। জারেড টলেন্ট | অস্ট্রেলিয়া | +০:০২ | |
৪। আইভানো ব্রুগনেত্তি | ইতালি | +০:০৩ | |
৫। ফ্রান্সিস্কো জেভিয়ার ফার্নান্ডেজ | স্পেন | +০:০৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ http://www.iaaf.org/oly08/results/eventCode=3659/racedate=08-16-2008/sex=M/discCode=20KR/combCode=hash/roundCode=f/results.html#det ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ ডিসেম্বর ২০১০ তারিখে ২০০৮-০৮-১৬ তারিখে সংগৃহীত।