২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – পুরুষদের ডিসকাস থ্রো
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – পুরুষদের ডিসকাস থ্রো থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ডিসকাস থ্রো প্রতিযোগিতা আগস্টের ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ডিসকাস থ্রো | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৬ই আগস্ট ২০০৮ (যোগ্যতানির্ণায়কপর্ব) ১৯শে আগস্ট ২০০৮ (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ২৯টি দেশের ৩৭ জন প্রতিযোগী | ||||||||||||
জয়ের দূরত্ব | ৬৮.৮২ | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৬৪.৫০ মিটার (২১১.৬ ফু)(A মান) এবং ৬২.৫০ মিটার (২০৫.১ ফু) (B মান)।[২]
সময়তালিকা
সম্পাদনাসমস্ত সময় চীন প্রমাণ সময় (UTC+8)
তারিখ | সময় | রাউন্ড |
---|---|---|
শনিবার, ১৬ আগস্ট ২০০৮ | ১০:৪০ | যোগ্যতানির্ণায়ক পর্ব |
মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০০৮ | ২১:০০ | ফাইনাল |
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | জুর্গেন শুল্ট (GDR) | ৭৪.০৮ মিটার | ন্যুব্র্যান্ডেনবার্গ, পূর্ব জার্মানি | ৬ই জুন ১৯৮৬ |
অলিম্পিক রেকর্ড | ভার্জিলিয়াস আলেকনা (LTU) | ৬৯.৮৯ মিটার | অ্যাথেন্স, গ্রীস | ২৩শে আগস্ট ২০০৪ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল
সম্পাদনাযোগ্যতানির্ণায়ক পর্ব
সম্পাদনান্যূনতম যোগ্যতার মাপকাঠি: ন্যূনতম ৬৪.৫০ মিটার (Q) বা সেরা ১২জন (q) ফাইনালে যাবে।
ক্রম | গ্রুপ | প্রতিযোগী | রাষ্ট্র | #১ | #২ | #৩ | ফলাফল | টিকা |
---|---|---|---|---|---|---|---|---|
১ | A | পিওতর মালাচৌস্কি | পোল্যান্ড | ৬৫.৯৪ | ৬৫.৯৪ | Q | ||
২ | A | ভার্জিলিয়াস আলেকনা | লিথুয়ানিয়া | ৬৫.৮৪ | ৬৫.৮৪ | Q | ||
৩ | B | রুটগার স্মিথ | নেদারল্যান্ডস | ৬৪.০৯ | ৬৫.৬৫ | ৬৫.৬৫ | Q | |
৪ | B | ফ্র্যাঙ্ক কাসানাস | স্পেন | x | x | ৬৪.৯৯ | ৬৪.৯৯ | Q |
৫ | B | গার্ড ক্যান্টার | এস্তোনিয়া | ৫৯.৬৫ | ৬৪.৬৬ | ৬৪.৬৬ | Q | |
৬ | A | বোগদান পিশ্চালনিকভ | রাশিয়া | ৬২.৬৮ | ৬৩.৯৩ | ৬৪.৬০ | ৬৪.৬০ | Q |
৭ | A | মারিও পেস্টানো | স্পেন | ৬৪.৪২ | ৬১.১৬ | x | ৬৪.৪২ | q |
৮ | A | রবার্ট হার্টিং | জার্মানি | ৬৪.১৯ | x | x | ৬৪.১৯ | q |
৯ | B | রশিদ শাফি আল-দোসরি | কাতার | ৬৩.৮৩ | ৬৩.৭২ | ৬১.৬০ | ৬৩.৮৩ | q |
১০ | A | আলেক্সান্ডার ট্যামার্ট | এস্তোনিয়া | ৫৭.৭৯ | ৬১.৫৭ | ৬৩.১০ | ৬৩.১০ | q |
১১ | A | রবার্ট ফাজাকাস | হাঙ্গেরি | x | ৬১.৬১ | ৬২.৬৪ | ৬২.৬৪ | q |
১২ | B | ফ্র্যাঞ্জ ক্রুগার | ফিনল্যান্ড | x | ৫৮.৬০ | ৬২.৪৮ | ৬২.৪৮ | q |
১৩ | A | গ্যাবর মাটি | হাঙ্গেরি | x | ৫৫.১৫ | ৬২.৪৪ | ৬২.৪৪ | |
১৪ | B | মার্ট ইজরায়েল | এস্তোনিয়া | ৬১.৯৮ | ৫৯.৭৮ | ৬১.৬৩ | ৬১.৯৮ | |
১৫ | A | দিমিত্রি সিভাকৌ | বেলারুশ | ৫৯.৬৪ | x | ৬১.৭৫ | ৬১.৭৫ | |
১৬ | A | মাইকেল রবার্টসন | মার্কিন যুক্তরাষ্ট্র | ৬০.৯৭ | ৬১.৬৪ | x | ৬১.৬৪ | |
১৭ | B | এহসান হাড্ডাডি | ইরান | ৬১.০৮ | x | ৬১.৩৪ | ৬১.৩৪ | |
১৮ | B | গেরহার্ড মেয়ার | অস্ট্রিয়া | ৬১.৩২ | x | ৫৮.১৩ | ৬১.৩২ | |
১৯ | A | কেসি ম্যালোন | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৯.৪৮ | x | ৬১.২৬ | ৬১.২৬ | |
২০ | B | এর্কুমেন্ট ওল্গুনডেনিজ | তুরস্ক | ৫৮.৯৯ | ৬০.৮৩ | x | ৬০.৮৩ | |
২১ | B | জোল্টান কোভাগো | হাঙ্গেরি | ৬০.৭৯ | ৫৯.৪৬ | ৬০.৪৪ | ৬০.৭৯ | |
২২ | B | বিকাশ গৌড়া | ভারত | ৫৯.৫৮ | x | ৬০.৬৯ | ৬০.৬৯ | |
২৩ | A | ওমর আহমেদ এল ঘাজালি | মিশর | ৫৯.৭১ | ৫৮.৯৫ | ৬০.২৪ | ৬০.২৪ | |
২৪ | A | ওলেক্সি সেমেনভ | ইউক্রেন | ৫৭.৮৪ | ৬০.১৮ | ৫৯.৪১ | ৬০.১৮ | |
২৫ | B | ইয়ান ওয়াল্টজ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৬০.০২ | x | x | ৬০.০২ | |
২৬ | A | আব্বাস সামিমি | ইরান | ৫৮.০১ | ৫৯.৯২ | ৫৮.৮৫ | ৫৯.৯২ | |
২৭ | A | জর্জ ফার্নান্ডেজ | কিউবা | x | ৫৯.৬০ | ৫৯.৫৮ | ৫৯.৬০ | |
২৮ | A | জ্যান মার্সেল | চেক প্রজাতন্ত্র | ৫৯.৫২ | x | ৫৬.৩১ | ৫৯.৫২ | |
২৯ | B | মার্টিন মারিচ | ক্রোয়েশিয়া | ৫৯.২৫ | x | ৫৯.০৯ | ৫৯.২৫ | |
৩০ | B | জর্জ ব্যালিয়েঙ্গো | আর্জেন্টিনা | ৫৮.৭১ | ৫৮.৮২ | x | ৫৮.৮২ | |
৩১ | A | বেন হ্যারাডিন | অস্ট্রেলিয়া | ৫৮.৫৫ | ৫৭.৫০ | ৫৭.৯১ | ৫৮.৫৫ | |
৩২ | B | নিকলাস আর্হেনিয়াস | সুইডেন | ৫৬.৬৪ | ৫৮.২২ | ৫৬.৭৭ | ৫৮.২২ | |
৩৩ | B | হ্যানেস কির্চলার | ইতালি | x | x | ৫৬.৪৪ | ৫৬.৪৪ | |
৩৪ | A | সুলতান মুবারক আল-দাউদি | সৌদি আরব | ৫৬.২৯ | ৫৫.৫৪ | ৫৬.২৪ | ৫৬.২৯ | |
৩৫ | A | ভাদিম হ্রানোভস্চি | মলদোভা | ৫৬.১৯ | x | ৫৫.৭৮ | ৫৬.১৯ | |
৩৬ | B | হায়দর নাসির শাহীদ | ইরাক | ৫৪.১৯ | x | x | ৫৪.১৯ | |
৩৭ | B | এরিক ম্যাথিয়াস | ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ | ৪৭.৮৭ | ৫০.৮৭ | ৫৩.১১ | ৫৩.১১ |
AR অঞ্চলভিত্তিক রেকর্ড | CR চ্যাম্পিয়নশিপ রেকর্ড | GR গেমস রেকর্ড | NR জাতীয় রেকর্ড | OR অলিম্পিক রেকর্ড | PB ব্যক্তিগত সেরা | SB মৌসুম সেরা | WL সেই মৌসুমে বিশ্বে অগ্রণী |
DNS = শুরু করতে পারেননি | DQ = অযোগ্য | NM = কোনো স্থান পাননি (অর্থাৎ কোনো স্বীকৃত ফলাফল নেই) | Q = হিটে নির্দিষ্ট স্থানের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী | q = হিটে সামগ্রিক ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী
|
ফাইনাল
সম্পাদনাক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ফলাফল | টিকা[৩] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
গার্ড ক্যান্টার | এস্তোনিয়া | ৬৩.৪৪ | ৬৬.৩৮ | ৬২.৭৫ | ৬৮.৮২ | x | ৬৫.৯৮ | ৬৮.৮২ | ||
পিওতর মালাচৌস্কি | পোল্যান্ড | ৬৬.৪৫ | ৬৭.৮২ | ৬৬.৯৮ | ৬৩.৯১ | ৬৫.৭৮ | x | ৬৭.৮২ | ||
ভার্জিলিয়াস আলেকনা | লিথুয়ানিয়া | x | ৬৫.৭৭ | ৬৪.৪২ | ৬৭.৭৯ | x | ৬৭.১৮ | ৬৭.৭৯ | ||
৪ | রবার্ট হার্টিং | জার্মানি | ৬৫.৫৮ | ৬৪.৮৪ | ৬৭.০৯ | x | ৬৬.৫১ | ৬৭.০৯ | ||
৫ | ফ্র্যাঙ্ক কাসানাস | স্পেন | ৫৯.৫৪ | ৬২.১৬ | ৬৪.৪৬ | ৬৪.১১ | ৬৪.৯৭ | ৬৬.৪৯ | ৬৬.৪৯ | |
৬ | বোগদান পিশ্চালনিকভ | রাশিয়া | ৬৪.০৯ | ৬৪.২৫ | ৬১.১৩ | ৬৫.৮৮ | x | x | ৬৫.৮৮ | PB |
৭ | রুটগার স্মিথ | নেদারল্যান্ডস | ৬৪.৬১ | ৬৫.৩১ | ৬৪.৩৬ | ৬৪.২৫ | x | ৬৫.৩৯ | ৬৫.৩৯ | |
৮ | রবার্ট ফাজাকাস | হাঙ্গেরি | ৬২.২৫ | ৬৩.৪৩ | ৬২.৪৯ | x | x | ৫৯.৩৪ | ৬৩.৪৩ | |
৯ | মারিও পেস্টানো | স্পেন | ৬০.৪৬ | ৬২.৮৪ | ৬৩.৪২ | ৬৩.৪২ | ||||
১০ | রশিদ শাফি আল-দোসরি | কাতার | ৫৯.৬২ | x | ৬২.৫৫ | ৬২.৫৫ | ||||
১১ | ফ্র্যাঞ্জ ক্রুগার | ফিনল্যান্ড | ৬১.৯৮ | ৬১.৮০ | ৬০.৭১ | ৬১.৯৮ | ||||
১২ | আলেক্সান্ডার ট্যামার্ট | এস্তোনিয়া | x | ৬১.৩২ | ৬১.৩৮ | ৬১.৩৮ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ২০০৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ২০০৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ http://www.iaaf.org/oly08/results/eventCode=3659/racedate=08-19-2008/sex=M/discCode=DT/combCode=hash/roundCode=f/results.html#det ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুলাই ২০১২ তারিখে সংগৃহীত ২০০৮-০৮-১৯।