২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – মহিলাদের ৪০০ মিটার
(২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী – মহিলাদের ৪০০ মিটার থেকে পুনর্নির্দেশিত)
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ৪০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৬ থেকে ১৯ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১]
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ৪০০মিটার | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
তারিখ | ১৬ই আগস্ট ১৭ই আগস্ট ১৯শে আগস্ট (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ৪০টি দেশের ৫০ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৫১.৫৫সেকেন্ড (A মান) এবং ৫২.৩৫সেকেন্ড (B মান)।[২]
যুক্তরাজ্যের ক্রিস্টিন ওহুরুগু ৪৯.৬২সেকেন্ডে প্রতিযোগিতাটি জেতেন।
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | মারিটা কোচ (পূর্ব জার্মানি) | ৪৭.৬০সেকেন্ড | ক্যানবেরা, অস্ট্রেলিয়া | ৬ই অক্টোবর ১৯৮৫ |
অলিম্পিক রেকর্ড | মারি-হোসে পেরেক (FRA) | ৪৮.২৫সেকেন্ড | আটলান্টা, যুক্তরাষ্ট্র | ২৯শে জুলাই ১৯৯৬ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল
সম্পাদনারাউন্ড ১
সম্পাদনাপ্রত্যেক হিটের প্রথম তিনজন (Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা তিনজনকে (q) নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল
সম্পাদনাপ্রত্যেক হিটের প্রথম দুইজন প্রতিযোগী (Q) ও সেইসঙ্গে সবমিলিয়ে পরবর্তী দ্রুততম দুইজন প্রতিযোগী (q) ফাইনালের যোগ্যতাঅর্জন করে।
ফাইনাল
সম্পাদনাক্রম | লেন | নাম | রাষ্ট্র | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৪ | ক্রিস্টিন ওহুরুগু | গ্রেট ব্রিটেন | ৪৯.৬২ | SB | |
৬ | শেরিকা উইলিয়ামস | জ্যামাইকা | ৪৯.৬৯ | PB | |
৭ | সানিয়া রিচার্ডস | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪৯.৯৩ | ||
৪ | ৫ | য়ুলিয়া গুশ্চিনা | রাশিয়া | ৫০.০১ | PB |
৫ | ৯ | আনাস্তাসিয়া কাপাচিনস্কায়া | রাশিয়া | ৫০.০৩ | PB |
৬ | ৩ | তাতিয়ানা ফিরোভা | রাশিয়া | ৫০.১১ | SB |
৭ | ২ | রোজমেরি হোয়াইট | জ্যামাইকা | ৫০.৬৮ | |
৮ | ৮ | আমান্টেল মন্টশো | বতসোয়ানা | ৫১.১৮ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪।