২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – মহিলাদের ৮০০ মিটার

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ৮০০মিটার দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৫ থেকে ১৮ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[]

XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ৮০০মিটার
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৫ই আগস্ট -
১৮ই আগস্ট
প্রতিযোগী৩৩টি দেশের ৪০ জন প্রতিযোগী
বিজয়ীর সময়১:৫৪.৮৭
পদকবিজয়ী
১ পামেলা জেলিমো  কেনিয়া
২ জ্যানেথ জেপকোসগেই বুশিনেই  কেনিয়া
৩ হাসনা বেনহাসি  মরক্কো
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ

যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২:০০.০০সেকেন্ড (A মান) এবং ২:০১.৩০সেকেন্ড (B মান)।[]

ক্রোয়েশিয়ার ভাঞ্জা পেরিসিচ টুর্নামেন্ট চলাকালীন মাদক পরীক্ষায় বিফল হওয়ায় পরে অপসৃত হন।[]

রেকর্ড

সম্পাদনা

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড   জার্মিলা ক্রাতোচভিলোভা (TCH) ১:৫৩.২৮ মিউনিখ, জার্মানি ২৬শে জুলাই ১৯৮৩
অলিম্পিক রেকর্ড   নাদেজদা ওলিজারেঙ্কো (URS) ১:৫৩.৪৩ মস্কো, রাশিয়া ২৭শে জুলাই ১৯৮০

এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।

এখানে সময়ের একক সেকেন্ড। নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

রাউন্ড ১

সম্পাদনা

প্রত্যেক হিটের প্রথম তিনজন (Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা ছয়জনকে (q) নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

ক্রম হিট নাম রাষ্ট্র সময় টিকা
মারিয়া মুটোলা   মোজাম্বিক ১:৫৮.৯১ Q, SB
মেরিলিন ওকোরো   গ্রেট ব্রিটেন ১:৫৯.০১ Q
লুসিয়া ক্লোকোভা   স্লোভাকিয়া ১:৫৯.৪২ Q
ট্যামসিন লিউইস   অস্ট্রেলিয়া ১:৫৯.৬৭ q
জ্যানেথ জেপকোসগেই বুশিনেই   কেনিয়া ১:৫৯.৭২ Q
তাতিয়ানা পেতলিউকা   ইউক্রেন ২:০০.০০ Q
নিশা বার্নার্ড-থমাস   গ্রেনাডা ২:০০.০৯ q, NR
ব্রিজিটা ল্যাঙ্গারহোক   স্লোভেনিয়া ২:০০.১৩ Q
এজিল বালচিউনাইতে   লিথুয়ানিয়া ২:০০.১৫ q, PB
১০ য়ুলিয়া ক্রেভসান   ইউক্রেন ২:০০.২১ Q
১১ এলিসা কুসমা পিচ্চিওন   ইতালি ২:০০.২৪ q
১২ তাতিয়ানা আন্দ্রিয়ানোভা   রাশিয়া ২:০০.৩১ Q
১৩ জেনিফার মিডোজ   গ্রেট ব্রিটেন ২:০০.৩৩ Q
১৪ জুলিয়া কালাতায়ুদ   কিউবা ২:০০.৩৪ Q
১৫ শ্বেতলানা উসোভিচ   বেলারুশ ২:০০.৪২ q, SB
১৬ হাসনা বেনহাসি   মরক্কো ২:০০.৫১ Q
১৭ ইকাতেরিনা কোস্তেতস্কায়া   রাশিয়া ২:০০.৫৪ Q
১৮ ওলগা ক্রিস্টি   মলদোভা ২:০০.৫৯ q, PB
১৯ হ্যাজেল ক্লার্ক-রিলে   মার্কিন যুক্তরাষ্ট্র ২:০১.৫৯
২০ স্বেতলানা ক্লুকা   রাশিয়া ২:০১.৬৭ Q
২১ কার্মো তাভার্স   পর্তুগাল ২:০১.৯১
২২ রোসিবেল গার্সিয়া   কলম্বিয়া ২:০১.৯৮ Q
২৩ মেরিয়ান বার্নেট   গায়ানা ২:০২.০২
২৪ আনা রোস্টকোস্কা   পোল্যান্ড ২:০২.১১ Q
২৫ জেমা সিম্পসন   গ্রেট ব্রিটেন ২:০২.১৬
২৬ অ্যাগনেস সামারিয়া   নামিবিয়া ২:০২.১৮
২৭ অ্যালিস শ্মিট   মার্কিন যুক্তরাষ্ট্র ২:০২.৩৩
২৮ মিহেলা নিস্কু   রোমানিয়া ২:০৩.০৩
২৯ ম্যাডেলিন প্যাপি   অস্ট্রেলিয়া ২:০৩.০৯
৩০ পামেলা জেলিমো   কেনিয়া ২:০৩.১৮ Q
৩১ কেনিয়া সিনক্লেয়ার   জ্যামাইকা ২:০৩.৭৬ Q
৩২ এলোডি গুইগান   ফ্রান্স ২:০৩.৮৫ Q
৩৩ মার্ভ আইডিন   তুরস্ক ২:০৪.৭৫
৩৪ অ্যানাবেল লস্কর   মরিশাস ২:০৬.১১ PB
৩৫ মার্সেলা ব্রিটোস   উরুগুয়ে ২:০৮.৯৮
৩৬ বারা আওয়াদেল্লা   জর্ডান ২:১৮.৪১ SB
৩৭ হ্যালি নিকোল নেমরা   মার্শাল দ্বীপপুঞ্জ ২:১৮.৮৩
৩৮ এমিলিয়া মিকু ওন্ডো   বিষুবীয় গিনি ২:২০.৬৯
৩৯ আইশাথ রীশা   মালদ্বীপ ২:৩০.১৪ PB
নিকোল টিটার   মার্কিন যুক্তরাষ্ট্র DNF
মিরেইল ডেরেবোনা-গাইসেট   মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র DQ
ভাঞ্জা পেরিসিচ   ক্রোয়েশিয়া ২:০৬.৮২ DSQ

সেমিফাইনাল

সম্পাদনা

প্রত্যেক হিটের প্রথম দু'জন (Q) ও সবমিলিয়ে পরবর্তী সেরা (q) একজনকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়।

ক্রম হিট নাম রাষ্ট্র সময় টিকা
জ্যানেথ জেপকোসগেই বুশিনেই   কেনিয়া ১:৫৭.২৮ Q, SB
পামেলা জেলিমো   কেনিয়া ১:৫৭.৩১ Q
য়ুলিয়া ক্রেভসান   ইউক্রেন ১:৫৭.৩২ Q, PB
হাসনা বেনহাসি   মরক্কো ১:৫৮.০৩ Q, SB
তাতিয়ানা আন্দ্রিয়ানোভা   রাশিয়া ১:৫৮.১৬ q
কেনিয়া সিনক্লেয়ার   জ্যামাইকা ১:৫৮.২৮ q, SB
স্বেতলানা ক্লুকা   রাশিয়া ১:৫৮.৩১ Q
ইকাতেরিনা কোস্তেতস্কায়া   রাশিয়া ১:৫৮.৩৩
মারিয়া মুটোলা   মোজাম্বিক ১:৫৮.৬১ Q, SB
১০ জুলিয়া কালাতায়ুদ   কিউবা ১:৫৮.৭৮ SB
১১ লুসিয়া ক্লোকোভা   স্লোভাকিয়া ১:৫৮.৮০
১২ আনা রোস্টকোস্কা   পোল্যান্ড ১:৫৮.৮৪
১৩ তাতিয়ানা পেতলিউকা   ইউক্রেন ১:৫৯.২৭
১৪ রোসিবেল গার্সিয়া   কলম্বিয়া ১:৫৯.৩৮ NR
১৫ জেনিফার মিডোজ   গ্রেট ব্রিটেন ১:৫৯.৪৩
১৬ এলিসা কুসমা পিচ্চিওন   ইতালি ১:৫৯.৫২
১৭ মেরিলিন ওকোরো   গ্রেট ব্রিটেন ১:৫৯.৫৩
১৮ ব্রিজিটা ল্যাঙ্গারহোক   স্লোভেনিয়া ২:০০.০০
১৯ ওলগা ক্রিস্টি   মলদোভা ২:০০.১২ PB
২০ ট্যামসিন লিউইস   অস্ট্রেলিয়া ২:০১.৪১
২১ নিশা বার্নার্ড-থমাস   গ্রেনাডা ২:০১.৮৪
২২ এজিল বালচিউনাইতে   লিথুয়ানিয়া ২:০২.৫৯
২৩ শ্বেতলানা উসোভিচ   বেলারুশ ২:০২.৭৯
এলোডি গুইগান   ফ্রান্স DNF

ফাইনাল

সম্পাদনা
ক্রম লেন নাম ফলাফল টিকা
    পামেলা জেলিমো (KEN) ১:৫৪.৮২ WJR, AR
    জ্যানেথ জেপকোসগেই বুশিনেই (KEN) ১:৫৬.০২ PB
    হাসনা বেনহাসি (MAR) ১:৫৬.৬৮ SB
  স্বেতলানা ক্লুকা (RUS) ১:৫৬.৮৯ PB
  মারিয়া মুটোলা (MOZ) ১:৫৭.২৭ SB
  কেনিয়া সিনক্লেয়ার (JAM) ১:৫৮.১৯ SB
  য়ুলিয়া ক্রেভসান (UKR) ১:৫৮.৭৩
  তাতিয়ানা আন্দ্রিয়ানোভা (RUS) ২:০২.৬৩

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Olympic Athletics Competition Schedule"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪ 
  2. "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৪ 
  3. IAAF Newsletter Edition 112 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১২ তারিখে. IAAF (2010-04-27). Retrieved on ২০১০-০৪-২৭।