১৯৬০ ইউরোপিয়ান নেশন্স কাপ বাছাইপর্ব

১৯৬০ ইউরোপিয়ান নেশন্স কাপ বাছাইপর্ব হল সর্বপ্রথম উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বাছাইপর্ব। এই প্রতিযোগিতার আয়োজক নির্দিষ্ট ছিল না এবং মোট ১৭টি দল নকআউট পর্বে সরাসরি অংশগ্রহণ করেছিল। কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত রাউন্ডগুলি বাছাইপর্বের অন্তর্ভুক্ত।[১]

১৯৬০ ইউরোপিয়ান নেশন্স কাপ বাছাইপর্ব
বিবরণ
তারিখ২৮ সেপ্টেম্বর ১৯৫৮ – ২৯ মে ১৯৬০
দল১৭
পরিসংখ্যান
ম্যাচ২৪
গোল সংখ্যা৯১ (ম্যাচ প্রতি ৩.৭৯টি)
শীর্ষ গোলদাতাচেকোস্লোভাকিয়া টিটাস বুবারনিক
ফ্রান্স জাঁ ফতেঁ
(৫টি গোল)
  মূল পর্বে উত্তীর্ণ দল
  অনুত্তীর্ণ
  অংশগ্রহণ করেনি
  উয়েফা সদস্য নয়

ফরম্যাট

সম্পাদনা

বাছাইপর্ব ছিল একটি নকআউট টুর্নামেন্ট যেখানে দলগুলি হোম-এন্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের টাই খেলেছিল। টাই শেষে সমষ্টিগত স্কোর সমান হলে, বিজয়ী নির্ধারণের জন্য একটি নিরপেক্ষ ভেন্যুতে তৃতীয় লেগ খেলা হয়েছিল। এটি একটি প্রাক বাছাইপর্ব রাউন্ড, একটি ১৬ দলের পর্ব এবং একটি কোয়ার্টার-ফাইনাল রাউন্ড নিয়ে গঠিত। চারটি কোয়ার্টার ফাইনালের বিজয়ী সঠিকভাবে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিল; তারপর এই চারটি দেশের মধ্যে একটিকে আয়োজক করার জন্য বেছে নেওয়া হয়েছিল।

১৭ টি দল প্রতিযোগিতায় প্রবেশ করেছিল; উল্লেখযোগ্য অনুপস্থিতির মধ্যে রয়েছে পশ্চিম জার্মানি, ইতালি এবং ইংল্যান্ড। প্রবেশকারীদের মধ্যে দুজন, চেকোস্লোভাকিয়া এবং প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড, প্রাথমিক রাউন্ড খেলার জন্য নির্বাচিত হয়েছিল। এই ম্যাচের বিজয়ী ১৬ দলের পর্বের বাকি ১৫ টি দলের সাথে যোগ দান করেছিল।

প্রকৃতপক্ষে, ১৬ দলের পর্বের কয়েকটি ম্যাচ প্রাথমিক রাউন্ডের ম্যাচের আগেই অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ইউরোপীয় নেশন্স কাপ বাছাইপর্বের ম্যাচটি ২৮ সেপ্টেম্বর ১৯৫৮ সালে সোভিয়েত ইউনিয়ন এবং হাঙ্গেরির মধ্যে খেলা হয়েছিল। খেলার চার মিনিটের মাথায় প্রথম গোলটি করেন সোভিয়েত ইউনিয়নের আনাতোলি ইলিন। ১৯৫৮ সালের ৩ ডিসেম্বর, গ্রিস ফ্রান্সের কাছে সামগ্রিকভাবে ৮–২ ফলাফলে হেরে ইউরোপীয় নেশন্স কাপ থেকে বাদ পড়া প্রথম দল হয়ে ওঠে।

বন্ধনী

সম্পাদনা
  প্রাক বাছাইপর্ব
   প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড
   চেকোস্লোভাকিয়া

 
শেষ ১৬ পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
 
 
 
  চেকোস্লোভাকিয়া
 
 
 
  ডেনমার্ক
 
  চেকোস্লোভাকিয়া
 
 
 
  রোমানিয়া
 
  রোমানিয়া
 
 
 
  তুরস্ক
 
  চেকোস্লোভাকিয়া
 
 
 
  সোভিয়েত ইউনিয়ন
 
  হাঙ্গেরি
 
 
 
  সোভিয়েত ইউনিয়ন
 
  সোভিয়েত ইউনিয়নও.ও.
 
 
 
  স্পেন
 
  স্পেন
 
 
 
  পোল্যান্ড
 
  সোভিয়েত ইউনিয়ন (অ.স.প.)
 
 
 
  যুগোস্লাভিয়া
 
  যুগোস্লাভিয়া
 
 
 
  বুলগেরিয়া
 
  যুগোস্লাভিয়া
 
 
 
  পর্তুগাল
 
  পর্তুগাল
 
 
 
  পূর্ব জার্মানি
 
  যুগোস্লাভিয়া
 
 
 
  ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী
 
  অস্ট্রিয়া
 
  
 
  নরওয়ে
 
  অস্ট্রিয়া   চেকোস্লোভাকিয়া
 
 
 
  ফ্রান্স   ফ্রান্স
 
  ফ্রান্স
 
 
  গ্রিস
 

প্রাক বাছাইপর্ব

সম্পাদনা
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড   ২–৪   চেকোস্লোভাকিয়া ২–০ ০–৪

প্রথম লেগ
দ্বিতীয় লেগ

১৬ দলের পর্ব

সম্পাদনা
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
সোভিয়েত ইউনিয়ন   ৪–১   হাঙ্গেরি ৩–১ ১–০
ফ্রান্স   ৮–২   গ্রিস ৭–১ ১–১
রোমানিয়া   ৩–২   তুরস্ক ৩–০ ০–২
নরওয়ে   ২–৬   অস্ট্রিয়া ০–১ ২–৫
যুগোস্লাভিয়া   ৩–১   বুলগেরিয়া ২–০ ১–১
পূর্ব জার্মানি   ২–৫   পর্তুগাল ০–২ ২–৩
পোল্যান্ড   ২–৭   স্পেন ২–৪ ০–৩
ডেনমার্ক   ৩–৭   চেকোস্লোভাকিয়া ২–২ ১–৫

১ম ম্যাচ

সম্পাদনা
সোভিয়েত ইউনিয়ন  ৩–১  হাঙ্গেরি
ইলিন   ৪'
মেত্রেভেলি   ২০'
ইভানোভ   ৩২'
প্রতিবেদন গোরোক্স   ৮৪'
হাঙ্গেরি  ০–১  সোভিয়েত ইউনিয়ন
প্রতিবেদন ভয়োনোভ   ৫৮'
দর্শক সংখ্যা: ৭৮,৪৮১

২য় ম্যাচ

সম্পাদনা
ফ্রান্স  ৭–১  গ্রিস
কোপা   ২৩'
জাঁ ফতেঁ   ২৫'৮৫'
সিসোস্কি   ২৯'৬৮'
ভিনসেন্ট   ৬১'৮৭'
প্রতিবেদন ইফান্তিস   ৪৮'

৩য় ম্যাচ

সম্পাদনা

৪র্থ ম্যাচ

সম্পাদনা
নরওয়ে  ০–১  অস্ট্রিয়া
প্রতিবেদন হফ   ৩২'
অস্ট্রিয়া  ৫–২  নরওয়ে
হফ   ২'২৫' (পে.)
নেমেক   ২১'৭৩'
স্কারলান   ৬০'
প্রতিবেদন ওডেগার্ড   ১৯'৩৫'

৫ম ম্যাচ

সম্পাদনা

৬ষ্ঠ ম্যাচ

সম্পাদনা

৭ম ম্যাচ

সম্পাদনা

৮ম ম্যাচ

সম্পাদনা

কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
ফ্রান্স   ৯–৪   অস্ট্রিয়া ৫–২ ৪–২
পর্তুগাল   ৩–৬   যুগোস্লাভিয়া ২–১ ১–৫
রোমানিয়া   ০–৫   চেকোস্লোভাকিয়া ০–২ ০–৩
সোভিয়েত ইউনিয়ন   ও/ও[ক]   স্পেন বাতিল বাতিল

১ম কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা
ফ্রান্স  ৫–২  অস্ট্রিয়া
ফতেঁ   ৬'১৮'৭০'
ভিনসেন্ট   ৩৮'৮২'
প্রতিবেদন হোরাক   ৪০'
পিখলার   ৬৫'
অস্ট্রিয়া  ২–৪  ফ্রান্স
নেমেক   ২৬'
প্রোবস্ত   ৬৪'
প্রতিবেদন মার্সেল   ৪৬'
রাহিস   ৫৯'
হুট   ৭৭'
কোপা   ৮৩' (পে.)
দর্শক সংখ্যা: ৩৯,২২৯
রেফারি:   লিও হাল্জ

২য় কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা
যুগোস্লাভিয়া  ৫–১  পর্তুগাল
সেকুলারাচ   ৮'
সেবিনাচ   ৪৫'
কোস্টিচ   ৫০'৮৮'
গালিচ   ৭৯'
প্রতিবেদন কাভেম   ২৯'
দর্শক সংখ্যা: ৪৩,০০০

৩য় কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা
চেকোস্লোভাকিয়া  ৩–০  রোমানিয়া
বুবারনিক   ১'১৫'
বুবনিক   ১৮'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩১,০৫৭

৪র্থ কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা

কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কোবাদী শাসনের অধীনে থাকা স্পেন রাজনৈতিক কারণে সোভিয়েত ইউনিয়নে যেতে অস্বীকৃতি জানায়। নিরপেক্ষ ভেন্যুতে এক লেগ বিশিষ্ট খেলার প্রস্তাব সোভিয়েতরা প্রত্যাখ্যান করার পরে, খেলার ফলাফল সোভিয়েত ইউনিয়নের পক্ষে দিয়ে দেওয়া হয়। [২][৩]

  1. রাজনৈতিক কারণে স্পেন সোভিয়েত ইউনিয়নে খেলতে যেতে রাজি হয়নি, তাই ম্যাচের ফলাফল সোভিয়েত ইউনিয়নের পক্ষে যায়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Garin, Erik; Stokkermans, Karel; Tabeira, Martín (১০ জুন ২০১১)। "European Championship 1960"RSSSF.comRec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  2. Муртазин, Салават (১০ জুলাই ২০২০)। "Первая и последняя победа сборной СССР на Евро. Как это было"Championat.com (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ 
  3. Malone, Emmet (২১ এপ্রিল ২০১৬)। "Euro Moments: General Franco pulls Spain from 1960 tournament"The Irish Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা