এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু

রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের হোম ভেন্যু

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু (স্পেনীয় উচ্চারণ: [esˈtaðjo sanˈtjaɣo βernaˈβeu̯]) রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের নিজেস্ব মাঠ বা হোম ভেন্যু। ফুটবল বিশ্বে এটি একটি অত্যন্ত পরিচিত মাঠ। আয়োতনে এই মাঠ ইউরপের বৃহত্তম মাঠগুলোর মধ্যে আন্যতম। বর্তমানে এই মাঠে একসাথে প্রায় নব্বই হাজার দর্শক খেলা উপভোগ করতে পারে; যদিও শুরুর দিকে এটি দর্শক ধারণ করতো প্রায় দেড় লক্ষ।

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু
The Santiago Bernabeu Stadium - U-g-g-B-o-y.jpg
মানচিত্র
পূর্ণ নামএস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু
প্রাক্তন নামNew Chamartín (১৯৪৭–১৯৫৫)
অবস্থানমাদ্রিদ, স্পেন
স্থানাঙ্ক৪০°২৭′১১″ উত্তর ৩°৪১′১৮″ পশ্চিম / ৪০.৪৫৩০৬° উত্তর ৩.৬৮৮৩৫° পশ্চিম / 40.45306; -3.68835 (Estadio Santiago Bernabéu)
মালিকরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব
পরিচালকরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব
নির্বাহী কর্মকর্তা২৪৫[১]
ধারণক্ষমতা৮১,০৪৪[৩]
আয়তন১০৫ মি × ৬৮ মি (৩৪৪ ফু × ২২৩ ফু)[১]
উপরিভাগMixto Hybrid Grass Technology
নির্মাণ
কপর্দকহীন মাঠ২৭ অক্টোবর ১৯৪৪
নির্মাণাধীন১৯৪৪–১৯৪৭ (৩ বছর)
উদ্বোধন১৪ ডিসেম্বর ১৯৪৭ (1947-12-14)
পুনঃসংস্কার১৯৮২, ২০০১
সম্প্রসারণ১৯৫৩, ১৯৯২, ১৯৯৪, ২০১১[১]
নির্মাণ ব্যয়২৮৮,৩৪২,৬৫৩ পেসেতা (€1,732,943)
স্থপতিম্যানুয়েল মুনোজ মনাস্তেরিও
লুইস আলেমানি সোলার
আন্তোনিও লামেলা (পরিবর্ধন)[২]
প্রকল্প ব্যবস্থাপকসান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে
ভাড়াটে
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব (১৯৪৭–বর্তমান)
স্পেন জাতীয় ফুটবল দল (১৯৪৭–বর্তমান)
ওয়েবসাইট
www.realmadrid.com

ইতিহাসসম্পাদনা

 
কাস্তেয়ানা স্ট্রিট থেকে স্টেডিয়ামের উত্তর-পশ্চিমের বহিঃদৃশ্য
 
কাস্তেয়ানা স্ট্রিট থেকে স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিমের বহিঃদৃশ্য
 
স্টেডিয়ামের প্যানরোমিক দৃশ্য
 
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে স্টেডিয়ামের দৃশ্য, মার্চ ২০১৬
 
২০০৬–০৭ লা লিগা, মাদ্রিদ ডার্বির সময় স্টেডিয়ামের দৃশ্য

পুরানো রামিন আমিনের সংলগ্ন জমি কেনার জন্য ১৯২৪ সালের ২২ শে জুন, ব্যাংকো মার্কেন্টিল ই ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে এবং রাফায়েল সালগাদোকে ঋণ প্রদান করে। ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর স্থপতি ম্যানুয়েল মুনোজ মোনাস্টেরিও এবং লুইস আলেমানি সোলেরকে নিয়োগ দেওয়া হয় এবং নতুন স্টেডিয়ামের কাঠামো দেয়। ১৯৪৪ সালের ২৭ অক্টোবর, স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়।

ন্যুয়েভো এস্তাদিও চামার্তিনের উদ্বোধন করা হয় ১৪ ডিসেম্বর ১৯৪৭ তারিখে পর্তুগিজ ক্লাব ওএস বেলেনেন্সেস ও রিয়াল মাদ্রিদের মধ্যকার একটি ম্যাচ দ্বারা,যেখানে লস ব্লাঙ্কোসরা ৩-১ গোলে জয়ী হয়।[৪] স্টেডিয়ামের প্রথম গোলদাতা সাবিনো বারিনাগা। প্রাথমিক অবস্থায় দর্শকধারণ ক্ষমতা ছিলো ৭৫,১৪৫।

১৯৫০'র দশকসম্পাদনা

প্রথম বড় সংস্কার ঘটে ১৯৫৫ সালে। সেই বছরের ১৯ জুন স্টেডিয়ামটি ১২৫,০০০ দর্শক ধারণক্ষমতার জন্য বড় করা হয়। সুতরাং, এই স্টেডিয়ামটি সদ্য প্রতিষ্ঠিত ইউরোপীয় কাপের সমস্ত অংশগ্রহণকারীদের বৃহত্তম স্টেডিয়ামে পরিণত হয়।

১৯৫৫ সালের ৪ জানুয়ারীর এক সাধারণ পরিষদের পর, ক্লাবের সভাপতি সান্তিয়াগো বার্নাব্যুর সম্মানে বর্তমান নামটি গ্রহণ করা হয়।

১৯৫৭ সালের মে মাসে, রিয়াল মাদ্রিদ ব্রাজিলের স্পোর্ট রেসিফের বিপক্ষে একটি খেলায় বৈদ্যুতিক স্টেডিয়ামের আলো ব্যবহার করেছিল।

১৯৮০'র দশকসম্পাদনা

স্পেনে অনুষ্ঠিত ১৯৮২ ফিফা বিশ্বকাপের আগে আর কোনো বড় পরিবর্তন ঘটেনি।

আয়োজকসম্পাদনা

১৯৬৪ ইউরোপীয় নেশনস কাপসম্পাদনা

তৎকালীন ইউরোপীয় নেশনস কাপ-এর দ্বিতীয় সংস্করণ যা বর্তমানে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ-নামে পরিচিত তার অন্যতম আয়োজক মাঠ হিসেবে ব্যাবহৃত হয়। এই মাঠে ফাইনাল ও একটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রায় ৭৯,১১৯ জন দর্শকের উপস্থিতিতে সেই ফাইনাল ম্যাচ এখনো অব্দি কোনো ইউরো চ্যাম্পিয়নশিপ ম্যাচে হওয়া সর্বোচ্ছ দর্শকের উপস্থিতি।

১৯৮২ ফিফা বিশ্বকাপসম্পাদনা

পাওলো রসি , কার্ল-হাইন্ৎস রুমেনিগে-দের সাফল্যগাথা ১৯৮২ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক মাঠ হিসেবে ব্যাবহৃত হয়। এই মাঠে ফাইনাল ও দ্বিতীয় গ্রুপ স্টেজের গ্রুপ বি খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপে পশ্চিম জার্মানি , ইংল্যান্ড ও স্বাগতিক স্পেন অংশ নেয়। সে বছর থেকে বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৪ করা হয়।

বর্তমান রূপসম্পাদনা

Panorama of the stadium

তথ্যসূত্রসম্পাদনা

  1. http://www.realmadrid.com/en/santiago-bernabeu-stadium. Retrieved 26 February 2014
  2. "Antonio Lamela"। ১১ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫ 
  3. http://www.realmadrid.com/en/history/santiago-bernabeu-stadium
  4. "Real Madrid to play 1,500th official clash at the Santiago Bernabéu"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]. Real Madrid.com. Retrieved 22 November 2011