ডেনীয় ফুটবল ইউনিয়ন
ডেনীয় ফুটবল ইউনিয়ন (ডেনীয়: Dansk Boldspil-Union;, ইংরেজি: Danish Football Union; এছাড়াও সংক্ষেপে ডিএফইউ নামে পরিচিত) হচ্ছে ডেনমার্কের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৮৯ সালের ১৮ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৬৫ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ডেনমার্কের প্রয়েনপিতে অবস্থিত।
উয়েফা | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৮ মে ১৮৮৯[১] |
ফিফা অধিভুক্তি | ১৯০৪[১] |
উয়েফা অধিভুক্তি | ১৯৫৪ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি ডেনমার্কের পুরুষ, নারী এবং যুব জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ডেনীয় সুপারলিগা এবং এলিটেডিভিসিওনেনের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ডেনীয় ফুটবল ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন জেসপার মোলার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইয়াকব ইয়েনসেন।
সূচনাসম্পাদনা
ডেনীয় ফুটবল ইউনিয়ন ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের পরে প্রথম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ছিল।[২] তবে এটি ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের পূর্বে অনুষ্ঠিত ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেনি, যার অর্থ ১৯০৬ সালের আন্তঃখচিত অলিম্পিক টুর্নামেন্টের জয়টি ডিবিইউ কর্তৃক আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়নি।
ডিবিইউ প্রতিযোগিতাসম্পাদনা
পুরুষসম্পাদনা
- লীগ
- সুপারলিগা
- প্রথম বিভাগ (১. বিভাগ)
- দ্বিতীয় বিভাগ (২. বিভাগ)
- ডেনমার্ক সিরিজ (ডানমার্কসেরিন) (৩ গ্রুপ)
- কাপ
নারীসম্পাদনা
- এলিট বিভাগ (এলিট ডিভিসনেন)
- প্রথম বিভাগ (১. বিভাগ)
- ডেনীয় সিরিজ (ডানমার্কসেরিন) (৩ গ্রুপ)
- কাপ (ল্যান্ডসপোকালটারনারিঙ্গেন)
বিলুপ্তসম্পাদনা
- ল্যান্ডসফডবোল্ডটারনারিঙ্গেন (১৯১৩–১৯২৭)
- প্রোভিন্সমেস্টারসকাবসটারনারিঙ্গেন (১৯১৩–১৯৩১)
- সাইলো-টুর্নামেন্ট (১৯১৮–১৯২৬)
কর্মকর্তাসম্পাদনা
- ৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ইয়েস্পার মোলার |
সহ-সভাপতি | টমাস খ্রিস্টেনসেন |
বেন্ট ক্লাউসেন | |
সাধারণ সম্পাদক | ইয়াকব ইয়েনসেন |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ইয়াকব হোয়ের |
প্রযুক্তিগত পরিচালক | পিটার মোলার |
ফুটসাল সমন্বয়কারী | অ্যান্ডার্স ফ্রিস |
জাতীয় দলের কোচ (পুরুষ) | কাস্পার হিউমান্ড |
জাতীয় দলের কোচ (নারী) | লার্স সোন্ডারগার্ড |
রেফারি সমন্বয়কারী | টিন প্লিড্রুপ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ uefa.com। "Denmark - Member associations - Inside UEFA – UEFA.com"। UEFA.com। ১৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ডেনীয়)
- ফিফা-এ ডেনীয় ফুটবল ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুলাই ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ ডেনীয় ফুটবল ইউনিয়ন (ইংরেজি)