ডেনীয় সুপারলিগা
ডেনীয় সুপারলিগা (ডেনীয়: Superligaen, উচ্চারণ [ˈsuˀpɐliːˌkɛˀn̩], ইংরেজি: Danish Superliga) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি ডেনীয় পেশাদার লিগ। এই লিগটি ডেনীয় ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা।[২] ডেনীয় ফুটবল ইউনিয়ন দ্বারা পরিচালিত ডেনীয় প্রিমিয়ার লিগে সর্বমোট ১২টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে চ্যাম্পিয়নশিপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং অবনমন পর্ব শেষে দুই গ্রুপের পয়েন্ট তালিকার চতুর্থ দল দুটি ডেনীয় ১ম বিভাগে অবনমিত হয়।
স্থাপিত | ১৯৯১[১] |
---|---|
প্রথম মৌসুম | ১৯৯১ |
দেশ | ডেনমার্ক |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ১২ |
লিগের স্তর | ১ |
অবনমিত | ডেনীয় ১ম বিভাগ |
ঘরোয়া কাপ | ডেনীয় কাপ |
আন্তর্জাতিক কাপ | |
বর্তমান চ্যাম্পিয়ন | কোপেনহেগেন (১৩তম শিরোপা) (২০১৮–১৯) |
সর্বাধিক শিরোপা | কোপেনহেগেন (১৩টি শিরোপা) |
সর্বাধিক ম্যাচ | রাসমুস উর্টজ (৪৫২) |
শীর্ষ গোলদাতা | মর্টেন রাসমুসেন (১৪৫) |
সম্প্রচারক | ভায়াসেট ডিসকভারি নেটওয়ার্ক অন্যান্য (দেখুন সম্প্রচারকের তালিকা) |
ওয়েবসাইট | Superliga.dk dbu.dk |
২০১৯–২০ ডেনীয় সুপারলিগা |
ডেনীয় সুপারলিগার প্রতিটি মৌসুমের নিয়মিত পর্বে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। নিয়মিত মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল চ্যাম্পিয়নস পর্বে প্রবেশ করে এবং নিচের দিকের ৮টি দল অবনমন পর্বে প্রবেশ করে। অবনমন পর্বের ৮টি দল গ্রুপ এ এবং গ্রুপ বি নামে দুটি ভাগে বিভক্ত হয়, যেখানে প্রতিটি ক্লাব নিজের পর্বের ক্লাবের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলে। অবনমন পর্ব শেষে, দুই গ্রুপের পয়েন্ট তালিকার চতুর্থ দল দুটি স্বয়ংক্রিয়ভাবে ডেনীয় ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। অন্যদিকে দুই গ্রুপের পয়েন্ট তালিকার তৃতীয় দল দুটি অবনমন প্লে-অফে অংশগ্রহণ করে। একই সাথে, ডেনীয় প্রথম লিগের চ্যাম্পিয়ন দল স্বয়ংক্রিয়ভাবে ডেনীয় প্রিমিয়ার লিগে উন্নীত হয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ডেনীয় সুপারলিগার প্রতিষ্ঠা"। সকারটাইমস। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- ↑ "ডেনীয় সুপারলিগা"। বিবিসি। ২২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ডেনীয়)
- ডেনীয় সুপারলিগার গাইড (ইংরেজি)
টেমপ্লেট:ডেনীয় সুপারলিগার মৌসুম টেমপ্লেট:ডেনমার্কে ফুটবল টেমপ্লেট:ডেনীয় সুপারলিগার স্টেডিয়াম