ডেনীয় ভাষা (ডেনীয়: dansk, উচ্চারণ [ˈtænˀsk] (এই শব্দ সম্পর্কেশুনুন) বা dansk sprog [ˈtænˀsk ˈspʁɔwˀ]; ইংরেজি: Danish)[১] হল ডেনমার্কের রাষ্ট্রভাষা। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের জার্মানীয় শাখার উত্তর (স্ক্যান্ডিনেভীয়) দলের অন্তর্গত। ডেনমার্কে প্রায় ৫০ লক্ষ লোক এতে কথা বলেন। এছাড়া কানাডা, জার্মানি, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রে এ ভাষায় লোকে কথা বলে। বিশ্বজুড়ে ডেনীয় ভাষাভাষীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ।

ডেনীয়
dansk
Codex Holmiensis CE 1350.jpg
১২৪১ খ্রিস্টাব্দের হল্মিনেসিস হস্তলিখিত পুঁথিতে জুটল্যান্ডীয় আইনের প্রথম পৃষ্ঠা, ১৩৫০ খ্রিস্টাব্দে অনুলিপ্ত
প্রথম বাক্য: "Mæth logh skal land byggas"
আধুনিক লিখনবিধি: "Med lov skal land bygges"
বঙ্গানুবাদ: “আইনের দ্বারা একটি দেশ তৈরি হবে।”
উচ্চারণ[ˈtænˀsk][১]
দেশোদ্ভব
অঞ্চলডেনমার্ক, শ্লেসভিখ-হলস্টাইন (জার্মানি), ফ্যারো দ্বীপপুঞ্জগ্রিনল্যান্ড
জাতিতত্ত্ব
মাতৃভাষী
৬.০ মিলিয়ন (২০১৯)[২]
পূর্বসূরীরা
উপভাষাসমূহ
  • বর্নহল্মীয় (পূর্ব ডেনীয়)
  • জুটল্যান্ডীয়
  • দক্ষিণ জুটল্যান্ডীয়
  • দ্বৈপ ডেনীয়
লাতিন বর্ণমালা:
ডেনীয়-নরওয়েজীয় বর্ণমালা
ডেনীয় লিখনবিধি
ডেনীয় ব্রেইল পদ্ধতি
সরকারি অবস্থা
সরকারি ভাষা
সংখ্যালঘু ভাষায় স্বীকৃত
নিয়ন্ত্রক সংস্থা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১da
আইএসও ৬৩৯-২dan
আইএসও ৬৩৯-৩দুইয়ের মধ্যে এক:
dan – দ্বৈপ ডেনীয়
jut – জুটল্যান্ডীয়
গ্লোটোলগdani1285  (ডেনীয়)[৪]
juti1236  (জুটীয়)[৫]
লিঙ্গুয়াস্ফেরা5 2-AAA-bf & -ca to -cj
Danish language map.svg
     অঞ্চল যেখানে ডেনীয় রাষ্ট্রভাষা (ডেনমার্ক)

     অঞ্চল যেখানে ডেনীয় একটি দাফতরিক ভাষা কিন্তু সংখ্যাগুরু স্থানীয় ভাষা নয় (ফ্যারো দ্বীপপুঞ্জ)

     অঞ্চল যেখানে ডেনীয় একটি স্বীকৃত সংখ্যালঘু ভাষা (গ্রিনল্যান্ড, জার্মানি)
এই নিবন্ধটিতে আইপিএ ফনেটিক চিহ্নসমূহ রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি প্রশ্ন বোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন ইউনিকোড অক্ষরের পরিবর্তে দেখতে পারেন।

ধারণা করা হয় ১৩শ শতকের দিকে ডেনীয় ভাষা প্রাচীন নর্স ভাষা থেকে উদ্ভূত হয়। ১৬শ শতকের লিখিত দলিল থেকে দেখা যায় অন্যান্য স্ক্যান্ডিনেভীয় ভাষা থেকে এটি তখনই আলাদা ছিল।

ডেনমার্ক ছাড়াও ডেনমার্কের প্রাক্তন উপনিবেশ গ্রিনল্যান্ডফ্যারো দ্বীপপুঞ্জে ডেনীয় একটি দাফতরিক ভাষা এবং ঐ অঞ্চলগুলির স্কুলে ডেনীয় ভাষাশিক্ষা বাধ্যতামূলক। এছাড়া ডেনমার্ক-জার্মানির সীমান্তে অবস্থিত জার্মানির শ্লেসভিগ-হোলস্টাইন অঞ্চলের উত্তর প্রান্তে প্রায় ৫০,০০০ লোক ডেনীয় ভাষায় কথা বলেন এবং সেখানে ডেনীয় একটি সংখ্যালঘু ভাষা হিসেবে সুরক্ষিত।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "dansk — Den Danske Ordbog"ordnet.dk 
  2. এথ্‌নোলগে দ্বৈপ ডেনীয় (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে জুটল্যান্ডীয় (১৮তম সংস্করণ, ২০১৫)
  3. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "ডেনীয় ভাষা"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  4. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "ডেনীয়"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  5. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "জুটীয়"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 

বহিঃসংযোগসম্পাদনা