মুর্শিদাবাদ জেলা

পশ্চিমবঙ্গের একটি জেলা

মুর্শিদাবাদ জেলা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা। এই জেলার মধ্য দিয়ে ভাগীরথী নদী বয়ে গিয়ে জেলাকে দুভাগে ভাগ করেছে। নদীর পশ্চিমের অংশ রাঢ় অঞ্চল ও পূর্বের অংশ বাগড়ি অঞ্চল নামে পরিচিত।[] ৫.৩১৪ বর্গ কিলোমিটার (২,০৬২ বর্গ মাইল) আয়তনের এলাকা এবং ৭১.০২ লক্ষ জনসংখ্যা থাকায় এটি একটি জনবহুল জেলা। মুর্শিদাবাদ ভারতের নবমতম (ভারতের ৬৪১টি জেলার মধ্যে) জনবহুল জেলা।[] এই জেলার সদর দপ্তর বহরমপুর শহরে অবস্থিত।

মুর্শিদাবাদ
জেলা
মুর্শিদাবাদের অবস্থান
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
সরকার
 • লোকসভা কেন্দ্রজঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ
 • বিধানসভা কেন্দ্রফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বারোয়ান, কান্দি, ভরতপুর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গী, রেজিনগর, আজিমগঞ্জ
 • প্রশাসনিক বিভাগমালদা
 • সদর দপ্তরবহরমপুর
আয়তন
 • জেলা৫,৩২৪ বর্গকিমি (২,০৫৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • জেলা৭১,০৩,৮০৭
 • ক্রম৯ম (ভারত)
 • জনঘনত্ব১,৩৩৪/বর্গকিমি (৩,৪৬০/বর্গমাইল)
 • পৌর এলাকা১৪,০০,৬৯২
 • গ্রামীণ৫৭,০৩,১১৫
Demographics
 • Population Growth২১.০৯%
 • সক্ষরতা৬৬.৫৯%
 • লিঙ্গ অনুপাত৯৫৮/১০০০
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
ওয়েবসাইটOfficial Website
কাটরা মসজিদ, মুর্শিদাবাদ
লালবাগ ইমামবাড়া

নামকরণ

সম্পাদনা

বাংলার নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারে মুর্শিদাবাদ শহর এবং জেলার নামকরণ হয়েছে।[] এটি নবাবী আমলে বাংলার (বর্তমানে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ) প্রশাসনিক কেন্দ্র ছিলো।

ইতিহাস

সম্পাদনা

প্রাচীনযুগ

খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে গৌড় অঞ্চলের রাজা শশাঙ্কের রাজধানী মুর্শিদাবাদ জেলার কর্ণসূবর্ণ অঞ্চলে ছিল। বাংলার অন্যতম পাল রাজা মহিপালের রাজধানী শহরও সম্ভবত এই জেলায় ছিলো।

মধ্যযুগ

আঠারো শতকের গোড়ার দিকে এই জেলাটির বর্তমান নাম এবং আঠারো শতকের শেষার্ধে এর বর্তমান আকারটি পাওয়া যায়। মুর্শিদাবাদ শহর, যা এই জেলারও নাম, এর প্রতিষ্ঠাতা মুর্শিদকুলি খানের নামানুসারে হয়েছে। ১৭০১ খ্রিস্টাব্দে আওরঙ্গজেব কর্তৃক করতলব খান বাংলা সুবাহের দিওয়ান নিযুক্ত হন। ১৭০২ খ্রিস্টাব্দে তিনি তার রাজধানী ঢাকা থেকে মাকসুদাবাদে স্থানান্তরিত করেন। ১৭০৩ খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেব তাঁকে মুর্শিদকুলি খান উপাধিতে সম্মানিত করেছিলেন এবং তার নতুন শিরোনাম অধিগ্রহণের পরে ১৭০৪ সালে এই শহরটির নাম মুর্শিদাবাদ রাখার অনুমতি মঞ্জুর করেন। নবাব মুর্শিদকুলি খান মুর্শিদাবাদকে সুবে বাংলার (বর্তমান বাংলা, বিহার ও ওড়িশা) রাজধানী করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধের পরে বহু বছর ধরে এখান থেকে রাজত্ব করেছিলো।

আধুনিক যুগ

ভারতীয় জাতীয় কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা কমিটি ১৯১২ সালে ব্রজভূষণ গুপ্তের সভাপতিত্বে গঠিত হয়েছিলো। স্বদেশী আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন এই জেলাতেও সক্রিয় ছিলো। ১৫ ই আগস্ট ১৯৪৭ সালে ভারতীয় স্বাধীনতা অধিনিয়ম ১৯৪৭ কার্যকর হয় এবং পরবর্তী দুই দিনের জন্য মুর্শিদাবাদ জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে পূর্ব পাকিস্তানের অংশ ছিলো। হুগলি নদীটি পুরোপুরি ভারতের অভ্যন্তরে নিশ্চিত করার জন্য ১৯৪৭ সালের ১৭ই আগস্ট র্যাডক্লিফ কমিশন চূড়ান্ত সীমানা নির্ধারণের সময় মুর্শিদাবাদকে ভারতীয় অধিসংঘে স্থানান্তরিত করে।

ভূ-প্রকৃতি

সম্পাদনা

মুর্শিদাবাদ জেলায় উষ্ণ আদ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। গ্রীষ্মকালে সর্বাধিক ও সর্বনিম্ন উষ্ণতা যথাক্রমে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ও ১৪ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে প্রবল কালবৈশাখীর প্রাদুর্ভাব ঘটে।

উল্লেখযোগ্য নদনদী

উল্লেখযোগ্য খালবিল

  • রওশননগর দহ
  • ভাণ্ডারদহ বিল
  • ডুমনী বিল
  • পাতবিল
  • তেলকর বিল
  • দাদপুর বাঁওড়
  • আহিরণ বিল
  • সুজাপুর দামোস
  • বসিয়া বিল
  • আয়েসঘাট বিল
  • চালতিয়া বিল
  • পাগলা দাঁড়া
  • খয়রামারী বিল

ভৌগোলিক সীমানা

সম্পাদনা

মুর্শিদাবাদ জেলা ২৩º৪৩' উঃ ও ২৪º৫২' উঃ অক্ষাংশ এবং ৮৭º৪৯' পূঃ ও ৮৮º৪৪' পূঃ দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।[]

পশ্চিমবঙ্গের মধ‍্যভাগে অবস্থিত এই জেলাটি অনেকটা ত্রিভূজের অনুরূপ আকৃতিবিশিষ্ট।

এই জেলার উত্তরে মালদহ জেলা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, উত্তর-পূর্বে বাংলাদেশের রাজশাহী জেলা, দক্ষিণে নদীয়া জেলা, দক্ষিণ-পশ্চিমে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিমে বীরভূম জেলা এবং উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ডের পাকুড় জেলা অবস্থিত ৷

প্রশাসনিক এলাকা

সম্পাদনা
 
মুর্শিদাবাদ জেলার মহকুমা

প্রশাসনিক মহকুমা ও ব্লক

সম্পাদনা

মুর্শিদাবাদ জেলা পাঁচটি মহকুমা নিয়ে গঠিত। পৌরসভা এলাকা বাদে প্রতিটি মহকুমায় একাধিক সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে যা আবার গ্রামীণ এলাকা এবং জনগণনা শহরে বিভক্ত। মুর্শিদাবাদ জেলায় মোট ৮টি পৌরসভা ও ২৬টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে।

পুলিশ প্রশাসনিক চক্র ও থানা

সম্পাদনা

মুর্শিদাবাদ জেলা পুলিশ পাঁচটি চক্রে বিভক্ত। প্রতিটি সার্কেল আবার কয়েকটি করে থানা নিয়ে গঠিত। মুর্শিদাবাদ জেলায় মোট ২৯টি থানা রয়েছে।

  • বহরমপুর সদর চক্রের থানাসমূহ
    • বহরমপুর, বেলডাঙা, রেজিনগর, হরিহরপাড়া, নওদা, দৌলতাবাদ ও শক্তিপুর থানা এবং বহরমপুর মহিলা থানা
  • লালবাগ চক্রের থানাসমূহ
    • মুর্শিদাবাদ, লালগোলা, জিয়াগঞ্জ, ভগবানগোলা, রানীতলা ও নবগ্রাম থানা
  • ডোমকল চক্রের থানাসমূহ
    • ডোমকল, জলঙ্গী, ইসলামপুর ও রাণীনগর থানা
  • কান্দী চক্রের থানাসমূহ
    • কান্দী, বড়ঞা, খড়গ্রাম, ভরতপুর ও সালার থানা
  • জঙ্গীপুর চক্রের থানাসমূহ
    • সাগরদীঘি, রঘুনাথগঞ্জ, সূতি, সামসেরগঞ্জ ও ফারাক্কা থানা এবং জঙ্গিপুর মহিলা থানা

ভাষা ও সংস্কৃতি

সম্পাদনা

মুরশিদাবাদ জেলাার ভাষাসমূহ ২০১১ [].[]

  বাংলা (৯৮.৪৯%)
  হিন্দি (০.৩৬%)
  সাঁওতালি (০.৭১%)
  অন্যান্য (০.৪৪%)

জেলার বেশিরভাগ জনগোষ্ঠী বাংলা ভাষায় কথা বলে। কথ্য উপভাষাটি (রাঢ়ী উপভাষা) কম-বেশি দক্ষিণবঙ্গের মতো, তবে কিছুটা আঞ্চলিক প্রভাব লক্ষ্য করা যায় । বাংলা ভাষার একটি আঞ্চলিক উপভাষা, শেরশাবাদিয়া (জঙ্গীপুরী, মালদাইয়া নামেও পরিচিত) জেলার জঙ্গিপুর মহকুমার জনসাধারণের মধ্যে বহুল প্রচলিত। এছাড়াও বাংলা ভাষার দ্বারা প্রভাবিত হিন্দি-উর্দু ভাষার একটি কথ‍্যভাষা, খোট্টা ভাষা জেলার উত্তরাংশের কিছু এলাকায় (বিশেষত ফারাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গীপুর এলাকায়) ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

এই জেলা পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা।

অর্থনীতি

সম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থান

সম্পাদনা
 
হাজার দুয়ারী রাজপ্রাসাদ

ঐতিহ্য ও সংস্কৃতি

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
প্রাথমিক বিদ্যালয়
  • গুড়া পাশলা এস কে শিক্ষানিকেতন
মাধ্যমিক বিদ্যালয়
  • হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠ (উঃ,মা), হাসানপুর, মুর্শিদাবাদ।
  • রানীতলা উচ্চ বিদ্যালয় (উঃ,মা), রানীতলা, মুর্শিদাবাদ।
  • পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (উঃ,মা), ইসলামপুর, মুর্শিদাবাদ।
  • জোতকামাল উচ্চ বিদ্যালয় (উ. মা), জোতকমল, জঙ্গিপুর।
  • জঙ্গিপুর উচ্চ বিদ্যালয় (উ.মা), সাহেব বাজার, জঙ্গিপুর।
  • রাণীনগর উচ্চ বিদ্যালয়, রাণীনগর মুর্শিদাবাদ।
  • হুদা হেরামপুর উচ্চ বিদ্যালয়, ইসলামপুর।
  • কৃষ্ণনাথ কলেজ স্কুল, বহরমপুর
  • মাঝেরপাড়া কুমারীশচন্দ্র উচ্চ বিদ্যালয়, বহরমপুর, মুর্শিদাবাদ।
  • নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যানিকেতন,নিমতিতা
  • আমতলা উচ্চ বিদ্যালয়, (উ.মা), আমতলা, ফরাক্কা,(ভায়া-ধুলিয়ান), মুর্শিদাবাদ।
  • অর্জুনপুর উচ্চ বিদ্যালয় (উ.মা), অর্জুনপুর, ফরাক্কা, মুর্শিদাবাদ।
  • জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির (হাইস্কুল পাড়া, পোঃ জিয়াগঞ্জ, জিঃ মুর্শিদাবাদ)।
  • গোয়ালজান রিফিউজি হাই স্কুল (এইচ, এস), পোঃ গোয়ালজান, জিঃ মুর্শিদাবাদ।
  • নতুনগ্রাম উচ্চ বিদ্যালয় (লালবাগ, নূতন গ্রাম)।
  • মহলন্দী জি. সি. উচ্চ বিদ্যালয়।
  • নবপল্লী জে.সি.এস হাই স্কুল (উঃ মাঃ), গাঁতলা, কান্দি, মুর্শিদাবাদ।
  • দেবপুর হাইস্কুল (উঃ মাঃ), দেবপুর, বেলডাঙা, মুর্শিদাবাদ।
  • বেলডাঙ্গা সি আর জি এস উচ্চ বিদ্যালয়, বেলডাঙ্গা।
  • বেলডাঙ্গা হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়, বেলডাঙ্গা।
  • বেলডাঙ্গা শ্রীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, বেলডাঙ্গা।
  • বিশুরপুকুর উচ্চ বিদ্যালয়, বেলডাঙ্গা।
  • বানিপীঠ গার্লস উচ্চ বিদ্যালয়, বেলডাঙ্গা।
  • বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়, বেলডাঙ্গা
  • মির্জাপুর হাজি সোলেমান চৌধুরী উচ্চ বিদ্যালয়, বেলডাঙ্গা।
  • কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, (উ:মা:), বেলডাঙ্গা-১।
  • রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়, বেলডাঙ্গা
  • ফরিদপুর হাই স্কুল (উচ্চ বিদ্যালয়), জলঙ্গী
  • কাতলামারী উচ্চ বিদ্যালয় , থানা : রানীনগর
  • সাগরপাড়া উচ্চ বিদ্যালয়, সাগরপাড়া
  • সাগরপাড়া বালিকা বিদ্যালয়, সাগরপাড়া
  • জলঙ্গী উচ্চ বিদ্যালয়, জলঙ্গী
  • জলঙ্গী বালিকা বিদ্যালয়, জলঙ্গী
  • ডোমকল ভবতারণ হাই স্কুল (উচ্চ বিদ্যালয়), ডোমকল
  • টিকরবাড়িয়া কাজী নজরুল হাই স্কুল, জলঙ্গী
  • ভগীরথপুর হাইস্কুল (উচ্চ বিদ্যালয়), ডোমকল।
  • লোচনপুর নৃত্যকালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, লোচনপুর, ইসলামপুর।
  • ভগবানগোলা উচ্চ বিদ্যালয়, ভগবানগোলা।
  • ভগবানগোলা বালিকা বিদ্যালয়, ভগবানগোলা।
  • মোরগ্রাম হাইস্কুল, (উঃমাঃ), মোরগ্রাম, সাগরদিঘী।
  • ঝাউবনা উচ্চ বিদ্যালয় (উঃমাঃ), ঝাউবনা, নওদা
  • আমতলা উচ্চ বিদ্যালয় (উঃমাঃ), আমতলা, নওদা
  • পাটিকাবাড়ী উচ্চ বিদ্যালয় (উঃমাঃ), পাটিকাবাড়ী, নওদা
  • লালবাগ সিংঘী হাই স্কুল লালবাগ
  • মানিকনগর উচ্চ বিদ্যালয়, (উঃমাঃ), মানিকনগর, বেলডাঙ্গা
  • খড়গ্রাম উচ্চ বিদ্যালয়, (উঃমাঃ), খড়গ্রাম, মুর্শিদাবাদ
  • খড়গ্রাম দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, খড়গ্রাম, মুর্শিদাবাদ
  • সোমপাড়া ননীবালা চন্দ্র হাই স্কুল, সোমপাড়া, শক্তিপুর
  • সোমপাড়া গার্লস হাই স্কুল, সোমপাড়া, শক্তিপুর
মাদ্রাসা
  • জঙ্গিপুর মুনীরিয়া হাই মাদ্রাসা, (উ.মা), বরজ, জঙ্গিপুর।
  • রামনগর হাই মাদ্রাসা (উ.মা), রামনগর ডি.কে, মুর্শিদাবাদ।
  • বেলডাঙ্গা দারুল হাদিস হাই মাদ্রাসা, বেলডাঙ্গা।
  • দেবকুন্ডু হাই মাদ্রাসা, বেলডাঙ্গা।
  • দেবকুন্ডু শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা, বেলডাঙ্গা।
  • ভাবতাম আজিজিয়া হাই মাদ্রাসা, বেলডাঙ্গা।
  • আমিরাবাদ হাই মাদ্রাসা, মরিচা, রানীনগর।
  • ত্রিমোহিনী হাই মাদ্রাসা (উঃমাঃ), ত্রিমোহনী, নওদা
  • কাজিসাহা হাই মাদ্রাসা, (উঃমাঃ), কাজিসাহা, বেলডাঙ্গা
ইনস্টিটিউশন
  • নবাব বাহাদুর'স ইনস্টিটিউশন, লালবাগ, মুর্শিদাবাদ।
  • হরেকনগর এ এম ইনস্টিটিউশন, বেলডাঙ্গা।
  • নৌপুকুরিয়া জে জে ইনস্টিটিউশন, বেলডাঙ্গা।
মহাবিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Murshidabad District : Census 2011 data"। Census Organization of India। ২০১১। জানুয়ারি ১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০১৩ 
  2. "About Us"www.murshidabad.gov.in (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৯ 
  3. "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census"www.census2011.co.in। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৯ 
  4. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  5. "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬