ফটিক চৌধুরী (ইংরেজি: Fatik Chowdhury) (১২৭৭ - ১৩৪৪ বঙ্গাব্দ) ছিলেন খ্যাতনামা কীর্তন-গায়ক। রাজশাহীতে ছাত্র বৃত্তি পর্যন্ত পড়ে সেখানেই ওস্তাদের কাছে গান শিখতে শুরু করেন। অবস্থাপন্ন ঘরের ছেলে হয়েও গান শেখার জন্য গুরুগৃহে রাখালের কাজও করেছেন। মুর্শিদাবাদের উচ্চাঙ্গের কথক জীবনকৃষ্ণ চট্টোপাধ্যায়ের শিষ্য ছিলেন। পরে ময়নাডালের চতুষ্পাঠীতে কীর্তন শেখেন। জীবিকার জন্য তিনি কীর্তনের দল করেন এবং তাতে প্রচুর সুনাম ও অর্থলাভ ঘটে।[১]

ফটিক চৌধুরী
জন্ম১২৭৭ বংগাব্দ
মৃত্যু১৩৪৪ বঙ্গাব্দ

জন্ম ও শৈশবসম্পাদনা

ফটিক চৌধুরীর জন্ম মুর্শিদাবাদের হাসানপুরে। তার পিতার নাম বিহারীলাল চৌধুরী। তার পিতৃদত্ত নাম ছিলো কৃষ্ণবন্ধু।[১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, সংশোধিত ও সংযোজিত পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৩৯, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬