রেজিনগর বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র
রেজিনগর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২০১১ সালে এই কেন্দ্রটি অস্তিত্ব লাভ করেছিল।
রেজিনগর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫০′৫৩″ উত্তর ৮৮°১৫′৩৫″ পূর্ব / ২৩.৮৪৮০৬° উত্তর ৮৮.২৫৯৭২° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মুর্শিদাবাদ |
কেন্দ্র নং. | ৭০ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ১০. বহরমপুর |
নির্বাচনী বছর | ১৮৯,১০০ (২০১১) |
এলাকাসম্পাদনা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৭০ নং রেজিনগর বিধানসভা কেন্দ্রটি বেলডাঙা-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং বেগুনবাড়ি, কাপাসডাঙ্গা এবং মির্জাপুর-১ গ্রাম পঞ্চায়েত বেলডাঙা-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
রেজিনগর বিধানসভা কেন্দ্রটি ১০ নং বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়কসম্পাদনা
নির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | রেজিনগর | হুমায়ুন কবীর | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
২০১৩ উপনির্বাচন | রবিউল আলম চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] |
নির্বাচনী ফলাফলসম্পাদনা
২০১৩ উপনির্বাচনসম্পাদনা
২০১৩ সালের বিধানসভা উপনির্বাচনে, কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীরকে তৃণমূল কংগ্রেসে আসতে বাধ্য করান।[৩]
পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, ২০১৩: রেজিনগর কেন্দ্র[৪][৫] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | রবিউল আলম চৌধুরী | ৬৬,৮৭৬ | ৩৯.০৮ | -১০.৬৬ | |
আরএসপি | সিরাজুল ইসলাম মণ্ডল | ৫৫,১৫৪ | ৩২.২৩ | -১১.৮৯ | |
তৃণমূল | হুমায়ুন কবীর | ৪০,৯১১ | ২৩.৯ | +২৩.৯ | |
বিজেপি | সালাউদ্দিন শেখ | ৩,৭২০ | ২.১৭ | -২.১৫ | |
নির্দল | এস | ১,২৯৫ | ০.৭৫ | ||
নির্দল | শেখ নুর মহম্মদ | ১,১৮২ | |||
নির্দল | সিরাজুল ইসলাম মণ্ডল | ৬০২ | |||
আইইউএমএল | জিয়াউর রহমান | ৫৩৩ | |||
নির্দল | কাজী নজরুল ইসলাম | ৪৪৭ | |||
নির্দল | সিরাজুল শেখ | ৩৯০ | |||
ভোটার উপস্থিতি | ১,৭১,১১০ | ||||
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
২০১১সম্পাদনা
২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের হুমায়ুন কবীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি এর সিরাজুল ইসলাম মণ্ডলকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: রেজিনগর কেন্দ্র[২][৬] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | হুমায়ুন কবীর | ৭৭,৫৪২ | ৪৯.৭৪ | ||
আরএসপি | সিরাজুল ইসলাম মণ্ডল | ৬৮,৭৮১ | ৪৪.১২ | ||
বিজেপি | অরবিন্দু বিশ্বাস | ৬,৭৩৩ | ৪.৩২ | ||
জেডিইউ | ফুলচাঁদ শেখ | ২,৮৩১ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৫,৮৮৭ | ৮২.৪৪ | |||
কংগ্রেস জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ ক খ "Congress retains Rejinagar seat, loses Nalhati"। PTI, 28 February 2013 (ইংরেজি ভাষায়)। moneycontrol.com। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "Form 21E Return of Elections" (পিডিএফ)। 70 Rejinagar Assembly Constituency (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৩।
- ↑ "West Bengal Assembly Election 2013 (Bye election)"। Rejinagar (70) (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৩।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Rejinagar (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১।