বিপ্লবী সমাজতন্ত্রী দল
ভারতীয় রাজনৈতিক দল
বিপ্লবী সমাজতন্ত্রী দল ভারতের একটি কমিউনিস্ট পার্টি। এই দলটি ১৯৪০ সালে অমূল্যচন্দ্র অধিকারীর উদ্যোগে দলের অধিকাংশ যুবকর্মী ও নেতাদের নিয়ে বিপ্লবী সমাজতন্ত্রী দল (R. S. P.) প্রতিষ্ঠিত হয়।[৩] দলটির সাধারণ সম্পাদক হলেন টি জে চন্দ্রচূড়ন। পশ্চিমবঙ্গ রাজ্যের বামফ্রন্ট পরিচালিত শাসনব্যবস্থায় বিপ্লবী সমাজতন্ত্রী দল শরিক হিসেবে দীর্ঘকাল অংশগ্রহণ করেছিল।
বিপ্লবী সমাজতন্ত্রী দল | |
---|---|
মহাসচিব | টি. জে. চন্দ্রচূড়ন[১] |
লোকসভায় নেতা | এন কে প্রেমচন্দ্রন[২] |
রাজ্যসভায় নেতা | [২] |
প্রতিষ্ঠা | ১৯৪০ |
সদর দপ্তর | ১৭, ফিরোজ শাহ রোড, নতুন দিল্লি - ১১০০০১ ২৮°৩৭′২০.৫″ উত্তর ৭৭°১৩′২৭.৯″ পূর্ব / ২৮.৬২২৩৬১° উত্তর ৭৭.২২৪৪১৭° পূর্ব |
মতাদর্শ | সাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদ |
স্বীকৃতি | রাজ্য দল |
জোট | বামফ্রন্ট |
ওয়েবসাইট | |
rsp.org.in | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল |
নেতৃবৃন্দসম্পাদনা
এই দলের প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে ছিলেন যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রিদিব চৌধুরী, তারাপদ লাহিড়ী, কেশব প্রসাদ শর্মা প্রমুখ।
শাখা সংগঠনসম্পাদনা
দলটির যুব সংগঠনের নাম হল Revolutionary Youth Front এবং ছাত্র সংগঠনটি হল, All India Progressive Students' Union (AIPSU)
২০০৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১,৭১৭,২২৮ ভোট পেয়েছিল (০.৪%, ৩টি আসন) ।
উইকিমিডিয়া কমন্সে বিপ্লবী সমাজতন্ত্রী দল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ The Hindu : Kerala / Thiruvananthapuram News : Chandrachoodan third Keralite to lead RSP
- ↑ ক খ http://cpim.org/statement/2008/09092008-memo%20to%20president.htm
- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, সংশোধিত ও পরিমার্জিত পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬