সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র
(শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পুনর্নির্দেশিত)

সামশেরগঞ্জ (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সাল পর্যন্ত ঔরাঙ্গবাদ বিধানসভা কেন্দ্রর অস্তিত্ব ছিল। এই কেন্দ্রটি ভেঙ্গে দুটি নতুন নির্বাচন হয় সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্র

সামশেরগঞ্জ
বিধানসভা কেন্দ্র
সামশেরগঞ্জ পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
সামশেরগঞ্জ
সামশেরগঞ্জ
সামশেরগঞ্জ ভারত-এ অবস্থিত
সামশেরগঞ্জ
সামশেরগঞ্জ
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪১′ উত্তর ৮৭°৫৭′ পূর্ব / ২৪.৬৮৩° উত্তর ৮৭.৯৫০° পূর্ব / 24.683; 87.950
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলামুর্শিদাবাদ
কেন্দ্র নং.৫৬
আসনখোলা
লোকসভা কেন্দ্র৮. মালদা দক্ষিণ
নির্বাচনী বছর১৫২,৪৭৩ (২০১১)

এলাকা সম্পাদনা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৫৬ নং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ধুলিয়ান পৌরসভা এবং ভাসাইপাইকার, বোগদাদনগর, চাচান্দা, দোগাছি, নপাড়া, নিমতিতা, প্রতাপগঞ্জ এবং তিনপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত গুলি সামশেরগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]

সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ৮ নং মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]

বিধানসভার বিধায়ক সম্পাদনা

নির্বাচনের
বছর
কেন্দ্র বিধায়ক রাজনৈতিক দল
২০১১ সামশেরগঞ্জ তৌয়াব আলি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[২]
২০১৬ আমিরুল ইসলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২০২১ আমিরুল ইসলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০১৬ সম্পাদনা

২০১৬ সালের নির্বাচনে, সিপিআই (এম) -এর তৌয়াব আলী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের আমিরুল ইসলামের কাছে ১৭৮০ ভোটে পরাজিত হন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: সামশেরগঞ্জ
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল আমিরুল ইসলাম ৪৮,৩৮১ ৩০.৪১
সিপিআই(এম) তৌয়াব আলী ৪৬,৬০১ ২৯.৩১
নির্দল মোহাম্মদ রেজাউল হক ৪২,৩৮৯ ২৬.৬৬
বিজেপি মিলন ঘোষ ১১,৩৯৭ ৭.১৭
নির্দল উপরের কেউ নন ৩,২৯০ ২.০৭
সংখ্যাগরিষ্ঠতা ১,৭৮০ ১.১২
ভোটার উপস্থিতি ১,৫৯,০৩৩ ৮১.৯২
[[সিপিআই(এম)|সিপিআই(এম)]] থেকে তৃণমূল অর্জন করেছে সুইং

২০১১ সম্পাদনা

২০১১ সালের নির্বাচনে, সিপিআই (এম) -এর তৌয়াব আলী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মৌসুমি বেগমকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: শামশেরগঞ্জ কেন্দ্র[২][৩]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) তৌয়াব আলী ৬১,১৩৮ ৪৬.৪৩
কংগ্রেস মৌসুমি বেগম ৫৩,৩৪৯ ৪০.৫২
বিজেপি সতীশচন্দ্র ঘোষ ৬,০৩১ ৪.৫৮
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এমডি আফান আলি ৪,২৫৬
বিএসপি জয়দেব গোস্বামী ২,৪১১
নির্দল শেইখ সামশুল ১,৯৬৬
ইন্ডিয়ান ইউনিটি সেন্টার ওমার খায়াম ১,৪৩০
এসইউসিআই(সি) টিপু সুলতান ১,০৯০
ভোটার উপস্থিতি ১,৩১,৬৭১ ৮৬.৩৬
সিপিআই(এম) জয়ী (নতুন আসন)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 
  2. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪ 
  3. "West Bengal Assembly Election 2011"Samserganj (ইংরেজি ভাষায়)। Empowering India। ১০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১