পূর্ব বর্ধমান জেলা

পশ্চিমবঙ্গের একটি জেলা

পূর্ব বর্ধমান জেলা ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত বর্ধমান বিভাগের একটি জেলা। ২০১৭ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল প্রাক্তন বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়।

পূর্ব বর্ধমান জেলা
পশ্চিমবঙ্গের জেলা
পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমানের অবস্থান
পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমানের অবস্থান
দেশভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রশাসনিক বিভাগবর্ধমান
সদরদপ্তরবর্ধমান
সরকার
 • লোকসভা কেন্দ্রবর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বিষ্ণুপুর, বোলপুর
 • বিধানসভা আসনবর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, ভাটার, গালসি, রায়না, খণ্ডঘোষ, কাটোয়া, মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম, কালনা, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর , মন্তেশ্বর
আয়তন
 • মোট৫,৪৩২.৬৯ বর্গকিমি (২,০৯৭.৫৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৮,৩৫,৫৩২
 • জনঘনত্ব৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭৪.৭৩%
 • লিঙ্গানুপাত৯৪৫ মহিলা / ১০০০ পুরুষ
প্রধান মহাসড়কNH 2, Grand Trunk Road, NH 60
গড় বার্ষিক বৃষ্টিপাত১৪৪২ মিমি

প্রশাসনিক বিন্যাস সম্পাদনা

 
পূর্ব বর্ধমান জেলার মহকুমা

এই জেলাটি চারটি মহকুমা নিয়ে গঠিত। যথা:- কালনা মহকুমা, কাটোয়া মহকুমা, বর্ধমান সদর উত্তর মহকুমাবর্ধমান সদর দক্ষিণ মহকুমা[১] বর্ধমান হল জেলাটির সদর দপ্তর।

কালনা মহকুমা সম্পাদনা

কালনা মহকুমাটি একটি মিউনিসিপালিটি যা কালনা এবং পাঁচটি কমিউনিটি ডেভলপমেন্ট ব্লক নিয়ে গঠিত। এই ব্লকগুলি হল- কালনা ১, কালনা ২, মন্তেশ্বর, পূর্বস্থলী ১ এবং পূর্বস্থলী ২।

কাটোয়া মহকুমা সম্পাদনা

বর্ধমান সদর উত্তর মহকুমা সম্পাদনা

বর্ধমান সদর দক্ষিণ মহকুমা সম্পাদনা

ভাষা সম্পাদনা

 
বর্ধমান শহরের বিজয় তোরণ (কার্জন গেট)
<div style="border:solid transparent;position:absolute;width:100px;line-height:0;

পূর্ব বর্ধমান জেলার ভাষাসমূহ ২০১১ [২].[৩]

  বাংলা (৯২.৮৬%)
  হিন্দী (১.৬৬%)
  সাঁওতালি (৫.০৩%)
  অন্যান্য (০.৪৫%)

২০১১ সালের আদমশুমারি অনুসারে, বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় ৯২.৮৬% মানুষ বাংলা, ৫.০৩% সাঁওতালি এবং ১.৬৬% হিন্দি তাদের প্রথম ভাষা বলে।[৪]

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

 
অম্বিকা কালনার কৃষ্ণচন্দ্রজী মন্দির,পূর্ব বর্ধমান
  • কৃষ্ণচন্দ্রজী মন্দির
  • নব কৈলাশ মন্দির
  • শ্রী গৌরাঙ্গ মন্দির,কাটোয়া
  • চুপী পাখিরালয়, পূর্বস্থলী
  • কপিল মুনি আশ্রম, পূর্বস্থলী
  • ব্রহ্মাণীতলা, পূর্বস্থলী
  • দূর্গাদাস লাহিড়ীর ভিটে, পূর্বস্থলী
  • মাধাইতলা আশ্রম,কাটোয়া[৫]
  • কবি গবিন্দদাস, দামোদর সেন, সুলোচন ও চিরঞ্জব, নরহরি সরকার প্রভুদের জন্মভিটে,শ্রীখন্ড
  • বাবা ভূতনাথ, দুগ্ধ কুমার শিব ( দামোদর সেন দ্বারা প্রতিষ্ঠিত) শ্রীখন্ড

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ১৯ মার্চ ২০০৮। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০০৮ 
  2. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  3. "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬ 
  4. ২০১১ সালে ভারতের আদমশুমারিতে মাতৃভাষা অনুসারে জনসংখ্যা
  5. দে, সুচন্দ্রা। "আমবাগানে বসছে মদের আসর, ক্ষোভ"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৬ 

বহিঃসংযোগ সম্পাদনা