বর্ধমান

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জেলাসদর

বর্ধমান (ইংরেজি: Bardhaman, Burdwan) পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জেলাসদর, পশ্চিমবঙ্গের মহানগর ও একটি প্রাচীন শহর।পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর৷ বর্ধমান বিভাগের বিভাগীয় সদর ও পূর্ব বর্ধমান জেলার সদর উত্তরসদর দক্ষিণ মহকুমাদুটির মহকুমা-সদরও বর্ধমানে অবস্থিত। রাঢ় অঞ্চলের কেন্দ্রস্থলে দামোদর নদের তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০ মিটার উচ্চতায় বর্ধমান শহরটি অবস্থিত। বর্ধমান পৌরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বিভাগ এই শহরের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত। এখানে শীতকালে তাপমাত্রা থাকে প্রায় ১০℃ এবং গরমকালে ৪৫℃ স্পর্শ করে।একাধিক ঐতিহাসিক মন্দির ও স্মারকের উপস্থিতির কারণে বর্ধমান পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র।

বর্ধমান
মেট্রোপলিটন শহর/মহানগর
Curzon Gate.jpg
Barddhaman Junction railway station nameplate.JPG
Tyrannosaurus rex - Fibreglass Statue - Bardhaman Science Centre - Bardhaman 2015-07-24 1528.JPG
Sarbamangala temple.jpg
Durga, Burdwan, West Bengal, India 21 10 2012 02.jpg
Bardhaman Arcade.jpg
পশ্চিমবঙ্গের প্রবেশপথ
ডাকনাম: *পশ্চিমবঙ্গের রাজকীয় ঐতিহ্যবাহী শহর বর্ধমানের রাজকাহিনী
  • শান্তির নগরী
বর্ধমান পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
বর্ধমান
বর্ধমান
স্থানাঙ্ক: ২৩°১৪′ উত্তর ৮৭°৫২′ পূর্ব / ২৩.২৩৩° উত্তর ৮৭.৮৬৭° পূর্ব / 23.233; 87.867
দেশ ভারত
রাষ্ট্রপশ্চিমবঙ্গ
জেলাপূর্ব বর্ধমান জেলা
নামকরণের কারণবর্ধমান বিভাগ এবং পূর্ব বর্ধমান জেলার সদর,
সরকার
 • ধরনপৌরসভা
 • চেয়ারম্যানপরেশচন্দ্র সরকার
আয়তন
 • মেট্রোপলিটন শহর/মহানগর৫৯ বর্গকিমি (২৩ বর্গমাইল)
উচ্চতা৪০ মিটার (১৩০ ফুট)
জনসংখ্যা (২০১৫)
 • মেট্রোপলিটন শহর/মহানগর৪,৫০,৮৭৬
 • জনঘনত্ব৭,৬০০/বর্গকিমি (২০,০০০/বর্গমাইল)
 • মহানগর৪,৯৮,২৩৪
ভাষাসমূহ
 • অফিসিয়ালবাংলা, ইংরেজি[তথ্যসূত্র প্রয়োজন]
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
[[ডাক সূচক সংখ্যা ]]৭১৩১০১, ৭১৩১০২, ৭১৩১০৩-০৪, ৭১৩১৪১,৭১৩১৪৯
টেলিফোন কোড+৯১-৩৪২
যানবাহন নিবন্ধনWB৪২
লোকসভা নির্বাচকমণ্ডলীবর্ধমান-দুর্গাপুর
বিধানসভা কেন্দ্রবর্ধমান দক্ষিণ
ওয়েবসাইটpurbabardhaman.nic.in

burdwanmunicipality.gov.in

bdaburdwan.org

একাধিক প্রাচীন সংস্কৃত, বৌদ্ধজৈন ধর্মগ্রন্থে বর্ধমান শহরের নাম উল্লিখিত হয়েছে। মুঘল যুগে এই শহরটি ছিল মুঘল বর্ধমান জেলার রাজধানী। তখন শহরের নাম রাখা হয়েছিল শরিফাবাদ। ১৬৮৯ সালে কৃষ্ণচন্দ্র রাই মুঘল সম্রাট আওরঙ্গজেব বর্ধমানের জমিদার ও চৌধুরি নিযুক্ত হন। ১৭৪০ সালে বর্ধমানের জমিদার চিত্র সেন রাই মুঘল সম্রাট কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন। এর ফলে বর্ধমান রাজের সূচনা ঘটে। ১৭৬০ সালে মীরকাশিম বর্ধমান জেলা ব্রিটিশদের হস্তান্তরিত করলে এই শহর জেলার জেলাসদরে পরিণত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই শহরের যোগদানের ইতিহাস অত্যন্ত গৌরবময়। ১৯৫৫ সালে জমিদারি উচ্ছেদ হলে বর্ধমান রাজের অবলুপ্তি ঘটে। বর্তমানে বর্ধমান পশ্চিমবঙ্গের একটি দ্রুত উন্নয়নশীল বাণিজ্যকেন্দ্র। শহরের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার স্থাপিত বর্ধমান উন্নয়ন সংস্থা একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছেন।

বর্ধমান নামটির উৎপত্তি প্রসঙ্গে বিভিন্ন মত প্রচলিত আছে। কোনো কোনো মতে জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নামে এই শহরের নামকরণ করা হয়। আবার অন্যমতে পূর্ব ভারতে আর্যীকরণের সময় গড়ে ওঠা এই জনপদটির বর্ধিষ্ণুতার কারণে এটিকে বর্ধমান নামে অভিহিত করা হয়। বর্তমানে বর্ধমান পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়, বর্ধমান মেডিক্যাল কলেজ, বর্ধমান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স সহ একাধিক আধুনিক উচ্চশিক্ষার কেন্দ্র অবস্থিত।

দামোদরেশ্বর শিব মন্দির

ভৌগোলিক উপাত্তসম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°১৫′ উত্তর ৮৭°৫১′ পূর্ব / ২৩.২৫° উত্তর ৮৭.৮৫° পূর্ব / 23.25; 87.85[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪০মিটার (১৩১ফুট)।

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে বর্ধমান শহরের জনসংখ্যা হল ৩১৪,২৬৫ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৮৮.৩১%, পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯১.৭৭% এবং নারীদের মধ্যে এই হার ৮৪.৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৭৯.৫%, তার চাইতে বর্ধমান এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Barddhaman"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬ 
  2. "ভারতের ২০১১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা