বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল[১][২][৩] পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অবস্থিত একটি মেডিক্যাল কলেজ। এটি ১৯৬৯ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বারা ‘বর্ধমান বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ’ হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরে এটি ১৯৭৬ সালের ৪ আগস্ট পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে এবং বর্ধমান মেডিক্যাল কলেজটি পুনর্গঠন করে। বিদ্যায়তনটি প্রায় ৭৯ একর জুড়ে বিস্তৃত।
ধরন | মেডিকেল কলেজ ও হাসপাতাল |
---|---|
স্থাপিত | ১৯৬৯ |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | ডাঃ সুহৃতা পাল [১] |
স্নাতক | ২০০ |
স্নাতকোত্তর | ৮৬ |
অবস্থান | ফ্রেজার অ্যাভিনিউ, বর্ধমান , , ২৩°১৪′৫৪.১৮″ উত্তর ৮৭°৫১′১০.০৭″ পূর্ব / ২৩.২৪৮৩৮৩৩° উত্তর ৮৭.৮৫২৭৯৭২° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহরাঞ্চল |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Burdwan Medical College"। aakash.ac.in। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯।
- ↑ "List of Colleges Teaching MBBS"। Mciindia.org। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯।
- ↑ "List of Teaching Colleges"। wbhealth.gov.in। ২০১৫-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯।