চৌধুরী

পারিবারিক নাম (চৌধুরী)

চৌধুরী (হিন্দি: चौधुरी; পাঞ্জাবি: ਚੈਧਰੀ; উর্দু: چودهرى‎‎; নেপালি: चौधरी) ভারত উপমহাদেশে প্রচলিত একটি উপাধি । এটি রাজকীয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে ব্যবহৃত সম্মানসূচক উপাধি । ভারত, পাকিস্তান, বাংলাদেশে এর প্রচল রয়েছে ।

সুলতানী আমলে সুলতানরা রাজা, জমিদার, সম্ভ্রান্ত ধনী ব্যক্তিদের চৌধুরী উপাধি দিতেন। বৃটিশরা বাংলা শাসন ভার দখলের পর , তাদের শাসন পরিচালনার জন্য সমাজে কিছু মানুষ তাদের সাহায্য করতো । তাদের কাজে খুশি হয়ে বৃটিশরা তাদের চৌধুরী উপাধি প্রদান করতো। মূলত তখন থেকে চৌধুরী নামটি পারিবারিক পদবীতে রূপান্তিত হয় । চৌধুরীরা বৃটিশদের ক্ষমতা ব্যবহার করে সমাজে প্রভাব বিস্তার করতো । কিন্তু এছাড়াও 'মাল্লাহ' জাতির পদবি চৌধুরী। তাদের কথা অনুসারে মাল্লাহ জাতের পদবি ব্রিটিশরা ব্যবহার করে থাকে।

চৌধুরী পদবি যুক্ত বিখ্যাত ব্যক্তি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বাংলাপিডিয়া