পুরুলিয়া
পুরুলিয়া (ইংরেজি: Purulia), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা । পুরুলিয়া ছাড়াও রঘুনাথপুর, আদ্রা, ঝালদা, বলরামপুর, কাশীপুর এই জেলার উল্লেখযোগ্য শহর।
পুরুলিয়া মানভূম শহর | |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ২৩°২০′ উত্তর ৮৬°২২′ পূর্ব / ২৩.৩৩° উত্তর ৮৬.৩৭° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পুরুলিয়া জেলা |
সরকার | |
• সংসদ সদস্য | jyotirmoy Mahato |
আয়তন | |
• মোট | ১৪ বর্গকিমি (৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৫ পৌরসভার তথ্যমতে) | |
• মোট | ৪,০৬,৫৪০ |
পূর্ব দিকে বাঁকুড়া, উত্তরে বর্ধমাণ, দক্ষিণে পঃমেদিনীপুর জেলা এবং পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য রয়েছে।
ভৌগোলিক উপাত্তসম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°২০′ উত্তর ৮৬°২২′ পূর্ব / ২৩.৩৩° উত্তর ৮৬.৩৭° পূর্ব।[১] সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা হল ২২৮ মিটার (৭৪৮ ফুট)।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে পুরুলিয়া শহরের জনসংখ্যা হল ১,২১,০৬৭ জন, যাতে পুরুষের সংখ্যা ৬২,৩৫১ এবং নারীর সংখ্যা ৫৮,৭১৬ ।[২] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৮২.০৯% ২০০১ এর ৫৫.৫৭% এর তুলনায়। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৮.৪০%, এবং নারীদের মধ্যে এই হার ৭৫.৩৯%। সমগ্র ভারতের সাক্ষরতার হার ৭৪.০৪% ।
এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী ২০০১ এর ১৬.১২% এর তুলনায়।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Puruliya"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬।
- ↑ "ভারতের ২০১১ সালের আদমশুমারি"। সংগ্রহের তারিখ জুন ১৫, ২০২০।