ডোমকল মহকুমা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি মহকুমা

ডোমকল মহকুমা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি মহকুমা। এই মহকুমা ডোমকল পুরসভা এবং ডোমকল, রানিনগর-১, রানিনগর-২ ও জলঙ্গি ব্লক চারটি নিয়ে গঠিত। এই চারটি ব্লকে ৩৮টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি সেন্সাস টাউন রয়েছে। মহকুমার সদর ডোমকল

ডোমকল মহকুমা
ডোমকল মহকুমা
স্থানাঙ্ক: ২৪°০৭′ উত্তর ৮৮°৩৩′ পূর্ব / ২৪.১২° উত্তর ৮৮.৫৫° পূর্ব / 24.12; 88.55

এলাকা সম্পাদনা

ধুলিয়ান পুরসভা ছাড়াও এই মহকুমায় চারটি ব্লক রয়েছে। এগুলি হল: ডোমকল, রানিনগর-১, রানিনগর-২ ও জলঙ্গি। এই চারটি ব্লকে মোট ৩৮টি গ্রাম পঞ্চায়েত ও দুটি সেন্সাস টাউন বিদ্যমান।[১] মহকুমার সেন্সাস টাউন দুটি হল হরহরিয়া চক ও ইসলামপুর।[২]

ব্লক সম্পাদনা

 

ডোমকল ব্লক সম্পাদনা

ডোমকল ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আজিমগঞ্জগোলা, গড়াইমারি, জুগিন্দা, সারঙ্গপুর, ভগীরথপুর, গরিবপুর, জুরানপুর, ধুলাউড়ি, ঘোড়ামারা, মধুরকুল, ডোমকল, জিতপুর ও রাইপুর।[১] ব্লকে কোনো নগরাঞ্চল নেই।[২] ব্লকটি ডোমকল থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর ডোমকল।[৪]

রানিনগর-১ ব্লক সম্পাদনা

রানিনগর-১ ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: হেরমপুর, ইসলামপুরচক, পাহাড়পুর, হুরশি, লোচনপুর, ও তেনকরাইপুর বালুমাটি।[১] এই ব্লকে দুটি সেন্সাস টাউন আছে। এগুলি হল হরহরিয়া চক ও ইসলামপুর।[২] ব্লকটি ইসলামপুর থানার অধীনস্থ। [৩] ব্লকের সদর গোয়াস।[৪]

রানিনগর-২ ব্লক সম্পাদনা

রানিনগর-২ ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: কালীনগর-১, কাৎলামারি-২, রাজাপুর, কালীনগর-২, মালীবাড়ি-১, রানিনগর-১, কাৎলামারি-১, মালীবাড়ি-২ ও রানিনগর-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি রানিনগর থানার অধীনস্থ। [৩] ব্লকের সদর রানিনগর।[৪]

জলঙ্গি ব্লক সম্পাদনা

জলঙ্গি ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: চোয়াপাড়া, ঘোষপাড়া, খয়রামারি, সাহেবনগর, দেবীপুর, জলঙ্গি, সদিখণ্ডেড়া, ফরিদপুর, কাটাবাড়ি ও সাগরপাড়া[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি জলঙ্গি থানার অধীনস্থ। [৩] ব্লকের সদর সাহেবরামপুর[৪]

বিধানসভা কেন্দ্র সম্পাদনা

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে ধুলিয়ান পুরসভা সমশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের' অংশ। রানিনগর-১ ব্লক, ডোমকল ব্লকের ধুলিয়ান গ্রাম পঞ্চায়েত ও রানিনগর-২ ব্লকের কালীনগর-১, কালীনগর-২, মালীবাড়ি-১, মালীবাড়ি-২ ও রানিনগর-১ গ্রাম পঞ্চায়েত নিয়ে রানিনগর বিধানসভা কেন্দ্র গঠিত। ডোমকল ব্লকের অপর বারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ডোমকল বিধানসভা কেন্দ্র গঠিত। জলঙ্গি ব্লক ও রানিনগর-২ ব্লকের কাৎলামারি-২, রাজাপুর, কাৎলামারি-১ ও রানিনগর-২ গ্রাম পঞ্চায়েত নিয়ে জলঙ্গি বিধানসভা কেন্দ্র গঠিত। সমশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রটি মালদহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অন্যদিকে ডোমকল, জলঙ্গি ও রানিনগর বিধানসভা কেন্দ্রগুলি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অংশ।[৫]

পাদটীকা সম্পাদনা

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২২ 
  2. "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২২ 
  3. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২২ 
  4. "Contact details of Block Development Officers"Murshidabad district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 7–9,23। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১২