MS Sakib সংগ্রহশালা ২০২০ (জুলাই–ডিসেম্বর)

সাম্প্রতিক মন্তব্য: ShazidSharif2001 কর্তৃক ৩ বছর পূর্বে "?" অনুচ্ছেদে


মাসিক বাংলা উইকি পরিশ্রমী পদক!

  বাংলা উইকি পরিশ্রমী পদক
অল্পকিছুদিন ধরে আমি আপনার সম্পাদনায় চোখ বুলিয়ে লক্ষ করলাম যে, মাত্র পাঁচ মাসে আপনি ৭ হাজারেরো অধিক সম্পাদনা সম্পূর্ণ করেছেন, আপনার এই উইকিপ্রেমে মুগ্ধ হয়ে আমার এই মাসের বাংলা উইকি পরিশ্রমী পদকটি আপনাকে প্রদান করলাম। ভবিষ্যৎ এ আপনি আরো অধিক সম্পাদনা করে আপনার এই রেকর্ডটি ভেঙ্গে ফেলবেন; এই আশা ব্যক্ত করে---- - এফ আর শুভ(বার্তা দিন) ১৭:১৩, ২ জুলাই ২০২০ (ইউটিসি)
@Foysalur Rahman Shuvo: সুপ্রিয় শুভ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৮:২৭, ২ জুলাই ২০২০ (ইউটিসি)

নাড়ুয়া ও বালিয়াকান্দি ইউনিয়ন

কেন বার বার আমার তথ্য বাতিল করে দিচ্ছেন কেন এরকম করছেন কেন Md. Abu Hannan (আলাপ) ১৬:২৭, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)

@Md. Abu Hannan: আপনার তৈরী নিবন্ধগুলো রচনাশৈলী অনুসরণ করছে না। তাছাড়া আপনি এই নিবন্ধ গুলোতে আজেবাজে তথ্য যোগ করেছিলেন। নিবন্ধে কোন তথ্যসূত্রও ছিলনা। আপনি যেহেতু নতুন ব্যবহারকারী তাই আপনি কোন মৌলিক নিবন্ধ তৈরী না করে আপনাকে ইংরেজি থেকে অনুবাদ করার পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ১৬:৩১, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)

Wiki Loves Women South Asia Barnstar Award

 
 

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (আলাপ) ১৩:২৭, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)

আপনি বাঙালি জনতার পার্টি (বিজেপি) দ্রুত অপসারণ প্রস্তাবনা

আমি মনে করি আপনি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আমরা মনে করি আপনি না জেনে আমাদের ক্ষতি করেছেন। আমাদের পৃষ্ঠা আমর লিখেদিয়েছি এই পৃষ্ঠার কাজ চলছে তারপরও আপনি আমাদের ক্ষতি করেছেন এই পৃষ্ঠাটি আমরা সম্পূর্ন তৈরী না করতেই আপনি আমাদের এই ক্ষতি করেছেন।

আমি মনে করি দ্রুত অপসারণ প্রস্তাবনা আপনি সরিয়ে নিবেন। — Rakib100 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Rakib100: সুপ্রিয় রাকিব ভাই, বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনার নিবন্ধটি উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসরণ করছে না। পুরো নিবন্ধই অসংলগ্ন কথাবার্তায় পূর্ণ। তাছাড়া এটি কোন নিবন্ধিত রাজনৈতিক দল নয় কিংবা এর তেমন কোন প্রচারণা নেই। তাই এটি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করছে না। তাই নিবন্ধটি অপসারণ যোগ্য। আপনি কোন নিবন্ধ তৈরি করার আগে উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ এবং আপনার আলাপ পাতার স্বাগতম পাতা নির্দেশনা পড়ে নিন। তাছাড়া এই বার্তায় উল্লেখিত দুটি নীতিমালা পৃষ্ঠা (উল্লেখযোগ্যতারচনাশৈলী) পড়ার অনুরোধ করছি। সবশেষে বলছি কারো আলাপ পাতায় কিংবা নিজের আলাপ পাতায় কোন বার্তা লিখলে অবশ্যই বার্তা শেষে চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। ধন্যবাদ। আপনার উইকি যাত্রা শুভ হোক।~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?)

অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০

 

সুপ্রিয় MS Sakib,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ০৬:০১, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)

খোদা হাফিজ (চলচ্চিত্র)

@MS Sakib:, সাকিব দয়া করে খোদা হাফিজ পাতাটিতে এর ইংরেজি সংস্করণ থেকে চিত্র আপলোড করে দাও। শোভন সেলিম (আলাপ) ১৫:৪৪, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)

@শোভন সেলিম:   আপলোড করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ১৫:৫০, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)

রোলব্যাক প্রসঙ্গে

আপনি আমার সম্পাদিত একটি প্রবন্ধকে পুনরাবস্থায় রূপান্তরিত করেছেন। তবে ইংরেজি ভাষার উইকিপিডিয়ার অনুকরণে কেন লেখা হচ্ছে তা আমার কাছে অস্পষ্ট। এটা বাংলা উইকিপিডিয়া এবং Wiktionary নয়। যদি কোনো কিছুর ব্যুৎপত্তি লিখতে হয় তবে তা শুধু বাংলা শব্দের লেখা উচিত। "পদার্থবিজ্ঞান" পাতাটি ব্যাকরণগত ও তথ্যগতদিক থেকে যথেষ্ট ত্রুটিপূর্ণ। ওখানে পদার্থবিজ্ঞানকেও সুসংজ্ঞায়িত করা হয়নি। অনুগ্রহপূর্বক আমার সম্পাদনাটি পুনরাবস্থায় রূপান্তরিত করে বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করুন। আলবি রেজা (আলাপ) ১১:৩৮, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)

@আলবি রেজা: আপনি পদার্থবিজ্ঞান নিবন্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং তথ্যসূত্র অপসারণ করেছিলেন। তাই আমি আপনার সম্পাদনাগুলো রোলব্যাক করেছি। আপনার বক্তব্য: যদি কোনো কিছুর ব্যুৎপত্তি লিখতে হয় তবে তা শুধু বাংলা শব্দের লেখা উচিত।-এর সাথে আমি একমত নই। বাংলা নিবন্ধে অবশ্যই বাংলা ব্যুৎপত্তি থাকা উচিৎ। তাই বলে যে, বহুল প্রচলিত physics শব্দটির ব্যুৎপত্তি রাখা যাবেনা তা নয়। সবশেষে জানাচ্ছি আপনার যোগ করা: বাংলায় "পদার্থবিজ্ঞান" শব্দটি একটি সমাসবদ্ধ পদ। "পদার্থ" ও "বিজ্ঞান" দুটি সংস্কৃত শব্দ নিয়ে এটি গঠিত।-এই অংশটুকু আমি পুনরায় যোগ করেছি। ধন্যবাদ।≈ MS Sakib  «আলাপ» ১২:২৯, ২৮ জুলাই ২০২০ (ইউটিসি)

গ্রিক শব্দগুলোর উচ্চারণের ব্যাপারে আপনি কী বলবেন। নিউটনের গতির তিনটি সূত্র ওভাবে কেন লেখা হয়েছে । অসংখ্য বানান ও ব্যাকরণগত ভুল যা কিছু কিছু ঠিক করেছিলাম এবং পরবর্তীতে আবারো করতাম। পদার্থবিজ্ঞানের একটা পরিপূর্ণ সংজ্ঞা আছে যা ওখানে অনুপস্থিত। আপনি আমার সঙ্গে ব্যুৎপত্তি বিষয়ে একমত নন কারণটা কি আপনি বাংলা উইকিপিডিয়াকে Wiktionary রূপে দেখতে চান। অনুগ্রহপূর্বক উত্তর জানাবেন। আলবি রেজা (আলাপ) ০১:৪২, ২৯ জুলাই ২০২০ (ইউটিসি)

বিদেশী নামের প্রতিবর্ণীকরণ সংক্রান্ত পাতাগুলি সম্পর্কে

এই পাতাগুলি এক যুগেরও আগে আমি এবং একজন ভাষাবিদ সামীরউদ্দৌলা শুরু করেছিলাম। উপর থেকে কাছাকাছি মনে হলেও এগুলির সাথে ইংরেজি বা অন্যান্য উইকিপিডিয়ার Help:IPA নিবন্ধগুলির কোনোই সম্পর্ক নেই। এগুলি কেবলমাত্র বাংলা উইকিতে বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণ কী রকম হবে, সে ব্যাপারে আ-ধ্ব-ব-ভিত্তিক সুপারিশ। আমার এবং সামীরের অনুপস্থিতিতে এগুলিকে সম্ভবত কেউ সাহায্য:আ-ধ্ব-ব/ভাষার_নাম এই জাতীয় শিরোনামে স্থানান্তর করেন। আমি নিবন্ধগুলিকে আবার পুরাতন শিরোনামে সরিয়ে নিচ্ছি। এ ব্যাপারে আরও আলোচনা করলে মূল পাতা অর্থাৎ উইকিপিডিয়া:বাংলা ভাষায় বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণ-এর আলাপ পাতায় করলে মনে হয় ভাল হবে। ভুল বোঝাবুঝি যেন না হয়, সে জন্য আপনাকে জানিয়ে রাখছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:৩২, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)

আমি উইকিতে সবাইকে "আপনি" বলেই সম্বোধন করি। পুরনো অভ্যাস। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:৩৩, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)

@Zaheen: বাংলা উইকিতে আপনার এই অতি-গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবং আমাকে বিষয়টি জানানোয় প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি উইকিপিডিয়া:বাংলা ভাষায় বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণ পাতায় গিয়ে নিচের ভাষায় তালিকাতে দেখি অল্প কয়েকটি ছাড়া বাকি সব পাতা সাহায্য:আ-ধ্ব-ব/ভাষার_নাম শিরোনামে স্থানান্তরিত। আমি ভেবেছিলাম এটা সম্প্রদায়ের ঐক্যমতেই হয়েছে। তাই সমন্বয়ের স্বার্থে বাকিগুলোও স্থানান্তরিত করেছিলাম। আমার কাজটি যথার্থ না হওয়ায় আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।≈ MS Sakib  «আলাপ» ১০:১৯, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)
না না ক্ষমা চাওয়ার কিছুই নেই। বোঝার জন্য ধন্যবাদ। আমি ব্যাপারটা দেখছি।--অর্ণব (আলাপ | অবদান) ১১:৫৩, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)

ঈদ মোবারাক

ঈদের অনেক শুভেচ্ছা রইল। গত কালকে আপনাকে শুভেচ্ছা জানাতে ভুলে গেস্লাম। দুঃখিত। ঈদ মোবারকA. Shohag ১৪:৪৩, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)

@ShohagS: অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই। আপনাকেও ঈদ মোবারক।😍 ≈ MS Sakib  «আলাপ» ১৬:০৪, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)

ঈদ মোবারক

ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই। ~ তন্ময় (আলাপ) ১৫:১৮, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Mzz Tanmay: অসংখ্য ধন্যবাদ তন্ময় ভাই। আপনাকেও ঈদ মোবারক।😍 ≈ MS Sakib  «আলাপ» ১৬:০৩, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)

অরূপ চন্দ্র পেজটির বিষয়ে

মাননীয়, আমি আজ পেজটি লিখতে শুরু করেছি। এবং আগামীকালের মধ্যেই তা সম্পন্ন হবে। এইটুকু সময় আমি চাইছি। আশাকরি আমাকে আপনি এই সময়টা দেবেন। ধন্যবাদান্তে অরিন্দম চন্দ্র।Arindamchandra123 (আলাপ) ১৭:৫৯, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Arindamchandra123: বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখায় আপনাকেও ধন্যবাদ। আমি নিবন্ধ থেকে "দ্রুত অপসারণ ট্যাগ" সরিয়ে {{কাজ চলছে}} ট্যাগ সংযোজন করেছি। পরবর্তীতে কোন নিবন্ধ শুরু করলে নিবন্ধের শুরুতেই {{কাজ চলছে}} কাজ চলছে ট্যাগ সংযোজন করে দিবেন। এর পর কোন নতুন নিবন্ধ তৈরির পূর্বে উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ-পাতাটি এবং আপনার আলাপ পাতায় প্রদানকৃত স্বাগতম বার্তার লিংককৃত টিউটোরিয়ালগুলো পড়ে নিবেন। আর উইকিতে কাওকে "মাননীয়" বলে সম্বোধন করার প্রয়োজন নেই। আমরা পরস্পরের সাথে ভাতৃত্ববোধক সম্বোধন করে থাকি। আপিনার উইকি যাত্রা শুভ হোক।≈ MS Sakib  «আলাপ» ১৮:১০, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব

প্রিয় সাকিব,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:১১, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  বিশেষ উইকিপদক

 
সুপ্রিয় MS Sakib,

সম্প্রতি সমাপ্ত হওয়া কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার একাধিক নিবন্ধ উক্ত এডিটাথনে গৃহীত হয়েছে এবং আপনি শীর্ষ ৯-এ স্থান করে নিয়েছেন। উপহারস্বরুপ আমরা আপনাকে প্রথম শ্রেণীর পদক প্রদান করছি। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ।

 – শুভেচ্ছান্তে,
কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০
আয়োজক কমিটি

~ নাহিয়ান আলাপ ০৪:৪৮, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Nahian: আপনি এবং ফয়সালুর রহমান শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ০৯:৩৪, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)

সওদাগর (১৯৯১-এর চলচ্চিত্র) এবং আমনে সামনে (১৯৬৭-এর চলচ্চিত্র)

@MS Sakib:, সাকিব তুমি অনুগ্রহ করে সওদাগর (১৯৯১-এর চলচ্চিত্র) এবং আমনে সামনে (১৯৬৭-এর চলচ্চিত্র) নিবন্ধ দুটিতে স্ব স্ব ইংরেজি সংস্করণ হতে চিত্র আপলোড করে দাও। আই সজীব (আলাপ) ১২:৩৮, ১৫ আগস্ট ২০২০ (ইউটিসি)

@আই সজীব:   আপলোড করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ১৪:৪৫, ১৫ আগস্ট ২০২০ (ইউটিসি)


মানমাদান (চলচ্চিত্র)

@MS Sakib:, মানমাদান পাতাটিতে এর ইংরেজি সংস্করণ থেকে চিত্র আপলোড করে দাও। ই সজীব (আলাপ) ১১:৪৫, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

@ই সজীব: বাংলা উইকিতে ইতিমধ্যে চিত্র:মানমাদান চলচ্চিত্রের পোস্টার.jpg নামে একটি পোস্টার রয়েছে। তবে এটি ইংরেজি সংস্করণের পোস্টারের মতো নয়।≈ MS Sakib  «আলাপ» ১১:৪৯, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
@MS Sakib:, ইংরেজি সংস্করণের চিত্র আপলোড করতে বললাম তো। ই সজীব (আলাপ) ১১:৪৯, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
@MS Sakib:, আচ্ছা বাদ দাও; যৌন বিকৃতি নিবন্ধটিতে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন - এটার উইকি সংযোগ করে দাও। ই সজীব (আলাপ) ১১:৫১, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
@ই সজীব: উইকি সংযোগ   দেওয়া হয়েছে।≈ MS Sakib  «আলাপ» ১১:৫৬, ১৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

আগষ্ট ২০২০

সীরাতুল মুস্তফা নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে মনোনয়ন দিয়েছি, পর্যালোচনার অনুরোধ করছি। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ০৬:১৮, ২৩ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: দুঃখিত। ভালো নিবন্ধ পর্যালোচনার কোন অভিজ্ঞতা আমার নেই। আপনি অনুগ্রহ করে @Nokib Sarkar, WAKIM, এবং Foysalur Rahman Shuvo: ভাইদের সাথে যোগাযোগ করুন।≈ MS Sakib  «আলাপ» ০৬:২৮, ২৩ আগস্ট ২০২০ (ইউটিসি)
@MS Sakib: ওকে, বাট নকীব সরকারকে বলেছিলাম, ওনি ব্যস্ত আছেন। - ওয়াইস আলাপ ০৬:৩১, ২৩ আগস্ট ২০২০ (ইউটিসি)

দৃষ্টি আকর্ষণ করছি

জনাব @MS Sakib: দয়া করে এখানকার সাহায্য চাইছি অনুচ্ছেদ দেখুন। আমার চারটি ছোট নিবন্ধ কেন প্রতিযোগিতায় অন্তর্ভূক্ত হয়েছে। ধন্যবাদ।  কুউ  পুলক  ১০:২৪, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Kupulak: মার্গারেট বার্থোলোমি নিবন্ধটি গ্রহন করেছি। ধন্যবাদ।≈ MS Sakib  «আলাপ» ১০:৩২, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)
@MS Sakib: সোফিয়া ইয়োভানভিচ নিবন্ধটা দেখুন  কুউ  পুলক  ১২:১২, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

কাহিঁ অউর চল চলচ্চিত্র

@MS Sakib:, কাহিঁ অউর চল নিবন্ধটিতে চিত্র আপলোড করে দাও তো সাকিব ভাই। জহির জে. (আলাপ) ০৭:০১, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)

@জহির জে.:   আপলোড করা হয়েছে।≈ MS Sakib  «আলাপ» ০৭:০৫, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)
@MS Sakib:, কাহিঁ অউর চল পাতাটির আন্তঃভাষা সংযোগ (অন্যান্য ভাষার উইকি সংযোগ নেই কেন) দেখাচ্ছে না, এটা ঠিক করে দাও তো সাকিব ভাই। জহির জাভেদ (আলাপ) ০৭:৪১, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)
@জহির জাভেদ: ঠিক আছে তো। ইংরেজি, নেপালি এবং হিন্দি ভাষায় রয়েছে।≈ MS Sakib  «আলাপ» ০৯:৪২, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)

জানানোর আবেদন

বর্তমানে নিবন্ধ প্রতিযোগিতা চলছে, সে সম্পর্কেই প্রশ্ন। আমার তৈরী নিবন্ধে অল্প সম্পাদনার পর "কাজ চলছে" ট্যাগ যুক্ত করে সেই পাতা ত্যাগ করার পর যদি অন্য কেউ সেই পাতা সম্পাদনা করে আরও উন্নত করে, তবে কি আমি অল্প উন্নতি করা সত্যেও সে পাতা জমা দিতে পারব?SH Mahfooz (আলাপ) ০৮:১৮, ১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)SH Mahfooz (আলাপ) ১৭:১৩, ২৩ জুন ২০২০ (ইউটিসি)SH Mahfooz tell me

@আফতাবুজ্জামান এবং NahidSultan: অনুগ্রহ করে ব্যাপারটি দেখুন।≈ MS Sakib  «আলাপ» ০৮:৪২, ১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@SH Mahfooz: পারবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫০, ১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

করাচি বিশ্ববিদ্যালয়

@MS Sakib:, সাকিব ভাই, করাচি বিশ্ববিদ্যালয় নিবন্ধটির লোগো পাতাটির ইংরেজি সংস্করণ থেকে আপলোড করে দাও। আর দেখো আমি ভারুমায়িন নিরাম ছিভাপ্পু নিবন্ধটিতে গানের তালিকা যোগ করেছিলাম, একজন লোক সেটা পূর্বাবস্থায় ফিরিয়ে এনে দিয়েছে, তুমি দেখো তো, আর শান্তি নীড়ায়ম নিবন্ধটিতেও আমি কিছু অংশ লিখেছিলাম, তুমি দেখো দয়া করে। বিশাল জ. (আলাপ) ০৫:০৭, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@বিশাল জ. এবং শিশির য.:   আপলোড করা হয়েছে,   পুনর্বহাল করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ০৫:৩১, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অম্রপলি (চলচ্চিত্র)

@MS Sakib:, সাকিব ভাই, Amrapali (film) ইংরেজি নিবন্ধের সঙ্গে অম্রপলি (চলচ্চিত্র) পাতাটির আন্তঃভাষা সংযোগ করে দাও তো, আর অম্রপলি (চলচ্চিত্র) নিবন্ধটির চিত্রও আপলোড করে দাও। বিশাল জ. (আলাপ) ০৫:৪৯, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@বিশাল জ.:   আপলোড করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ০৫:৫৮, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অবগতি

লাঠি নামক পাতায় যেই আন্তঃউইকি সংযোগগুলো আছে, তা বিচ্ছিন্ন করার আবেদন করছি। কারন আমি সংযোগকৃত অন্য পৃষ্ঠায় গিয়ে দেখলাম যে, সেগুলো এই পৃষ্ঠার সাথে সম্পর্ক রাখেনা।

@103.99.250.157:   করা হয়েছে। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ০৭:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

পরামর্শ

আপনি ইংরেজি উইকিপিডিয়ার [Axe] পাতাটি অনুবাদ করতে পারেন। কারন, প্রথমতঃ এই পাতাটি বাংলা উইকিতে নেই। দ্বিতিয়তঃ এটি বাঙালিদের খবই প্রচলিত একটি বস্তু। আর অনুরোধ করছি, আমাকে আন্তঃউইকি সংযোগ বিচ্ছিন্ন করাটা শিখিয়ে দিন।

১০,০০০+ সম্পাদনা পদক

  ১০,০০০+ সম্পাদনা পদক
প্রিয় ছাকিব, মাত্র ৯ মাসেরও কম সময়ের মধ্যে বাংলা উইকিতে তুমি ১০,০০০+ সম্পাদনা করে ফেলেছো। বাংলা উইকির প্রতি তোমার ভালবাসা ও পরিশ্রমের স্বীকৃতি সরূপ এই পদক দিলাম। আশা থাকলো, সামনের দিন গুলিতে এই সংখ্যা ১,০০,০০০-ছাড়িয়ে যাবে। তোমার জন্য শুভকামনা। ফায়সাল বিন দারুল (আলাপ) ২২:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@FaysaLBinDaruL: ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১৪:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন

হ্যালো MS Sakib/সংগ্রহশালা/২০২০ (৭–১২): অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০০:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

ইংরেজি সংস্করণ

@MS Sakib:, সাকিব ভাই, হুমায়ুন আজাদ নিবন্ধটির ইংরেজি সংস্করণের উন্মুক্ত চিত্রটি বাংলা উইকিপিডিয়াতে নিয়ে আসো তো, বাংলা উইকিরটা অ-উন্মুক্ত। Zyes (আলাপ) ০৫:৪০, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Zyes: File:Humayun Azad with fellow graduate-mates (cropped).jpg এটা? ≈ MS Sakib  «আলাপ» ০৫:৪৩, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@MS Sakib:, হ্যাঁ। Zyes (আলাপ) ০৫:৪৬, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আপনি কি আমাকে তথ্যছকে এই চিত্রটি ব্যবহার করতে বলছেন? এই ছবিটি দেখতে খুবই বাজে। এর চেয়ে বর্তমানে থাকা ছবিটি খুবই সুন্দর৷ আমি বর্তমানে থাকা ছবিটি রাখার পক্ষে। আর শিক্ষাজীবন অনুচ্ছেদে ছবিটি ব্যবহার করতে বললে আমি করে দিচ্ছি। ≈ MS Sakib  «আলাপ» ০৫:৫০, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@MS Sakib:, তাই করো তবে শিক্ষাজীবনে ঐ চিত্রটির ক্রপড (কর্তিত) সংস্করণ ব্যবহার না করে পূর্ণ সংস্করণ করো, দেখো আছে তা, উপরে তুমি যে চিত্রটি দেখিয়েছো ওটাতে আবার ক্লিক করে ভালো করে পড়ে দেখো ঐ ফাইলটি। Zyes (আলাপ) ০৬:০৯, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Zyes: আপনার বার্তা দেওয়ার আগেই পূর্ণ সংস্করণ নিবন্ধে ব্যবহার করেছি। ≈ MS Sakib  «আলাপ» ০৬:১২, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Zyes: বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে নানাজনের আলাপ পাতায় একই বার্তা দেওয়া, অনেকটা স্প্যামের আওতায় পড়ে! — আদিভাইআলাপ০৬:১৫, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

প্রবন্ধ কেন গৃহীত হয়নি?

ক্লোরোমিথেন প্রবন্ধটি কেন গৃহীত হয়নি, অনুগ্রহপূর্বক জানিয়ে বাধিত করবেন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১১:১০, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

কোনো নিবন্ধ গৃহীত না হলে অবশ্যই ফাউন্টেন সরঞ্জামে কারণ উল্লেখ করবে এবং নিবন্ধ প্রণেতাকে নিবন্ধের আলাপ পাতায় বার্তা দিয়ে বিষয়টি জানিয়ে দিবে। — রিয়াজ (আলাপ) ১১:৩৩, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Ppt2003 এবং RiazACU: আমি অত্যন্ত দুঃখিত। আসলে পর্যালোচনার সময় হঠাৎ একটা কাজ করার প্রয়োজন হওয়ায়, তাড়াহুড়ো করতে যেয়ে ভুলে না তে চাপ পড়ে যায়। আমি নিবন্ধটি গ্রহণ করে নিচ্ছি। ≈ MS Sakib  «আলাপ» ১৪:৩৩, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

 

সুপ্রিয় MS Sakib/সংগ্রহশালা,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে

 
সুপ্রিয় MS Sakib,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -রিয়াজ (আলাপ), শনিবার ৮:৫১, ০৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@RiazACU: আপনাকে অসংখ্য   ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১২:৫০, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

উইমেন্স ব্যারাকস

@MS Sakib:, সাকিব ভাই, উইমেন্স ব্যারাকস-এর ইংরেজি সংস্করণ Women's Barracks-এ বাংলা উইকির পাতাটি (উইমেন্স ব্যারাকস) আন্তঃভাষা তালিকায় দেখাচ্ছে না কেন? তুমি একটু দেখো তো। পাভেল ফুয়াদ (আলাপ) ০৬:৩১, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@পাভেল ফুয়াদ: এই আইটেমে বাংলার সাথে ইংরেজি নিবন্ধ লিংক করা আছে। কিন্তু কেন তা প্রদর্শিত হচ্ছেনা তা আমার জানা নেই। ধন্যবাদ। MS Sakib  «আলাপ» ০৬:৩৬, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@পাভেল ফুয়াদ:: উইকি উপাত্তের আইটেমটি পরীক্ষিত ছিলনা। তাই এতক্ষণ প্রদর্শিত হচ্ছিল না। আমি আইটেমটি পরীক্ষিত করেছি। তাই এখন প্রদর্শিত হচ্ছে। ≈ MS Sakib  «আলাপ» ০৬:৪৬, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

২০০+ নিবন্ধ পদক

  ২০০+ নিবন্ধ পদক
প্রিয় @MS Sakib:, সম্প্রতি অপসারণ বাদে বাংলা উইকিপিডিয়ার জন্য তুমি ২০০+ নিবন্ধ তৈরী করে ফেলেছো। কাজের স্পৃহা বাড়ানোর জন্য পদকটি তোমায় দিলাম। কোন সন্দেহ নেই, এই সংখ্যা একদিন হাজার ছাড়িয়ে যাবে। নতুন নিবন্ধ তৈরীর পাশাপাশি অসম্পূর্ণ অনুবাদে পূর্ণতা আনার অনুরোধ থাকলো। এগিয়ে চলো। সর্বদা শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৫:২০, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@FaysaLBinDaruL: আপনাকে অসংখ্য ধন্যবাদ। 😍 ≈ MS Sakib  «আলাপ» ০৩:৩৪, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দ্য প্রাইস অব সল্ট

@MS Sakib:, সাকিব ভাই, দ্য প্রাইস অব সল্ট পাতাটিতে চিত্র আপলোড করে দাও। (বিশাল খান) তুষার চ. (আলাপ) ০৪:০৬, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@তুষার চ.:   আপলোড করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ০৪:২৯, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@MS Sakib:, অনেক ধন্যবাদ সাকিব ভাই। (বিশাল খান) তুষার চ. (আলাপ) ০৪:৩০, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@MS Sakib:, এবার তেরেস্কা তরেস এটাতে চিত্র দাও। তুষার চ. (আলাপ) ০৪:৫৪, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@তুষার চ.:   আপলোড করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ০৫:০০, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল কলের পর প্রতিক্রিয়া

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করে ছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের সবাইকে পরবর্তী আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। আমাদের আলোচনার উপর ভিক্তি করে আপনাদেরকে এই ফর্মটি পূরণ করার মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রতিক্রিয়া যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা অংশগ্রহণ করেননি, এমনকি নিয়মিত, অ-নিয়মিত এবং নতুন ব্যবহারকারীদেরও জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ!

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

জনি (আলাপ) শুক্রবার ৪:২৮, ১১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (বৈশ্বিক কথোপকথন)

বৈশ্বিক কথোপকথন অনুষ্ঠান উপলক্ষে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ, ১৯ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ০৫:২৫, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)

ফন্ট

ভাই, নিবন্ধে যেকোন লেখার ফন্ট কোন টেমপ্লেট দিয়ে পরিবর্তন করা যায়? সাফী মাহফূজ বলুন ০১:৩৯, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: <font size=5>ফন্টের আকার ৫</font> লিখলে ফন্টের আকার ৫ হবে। ≈ MS Sakib  «আলাপ» ০৬:৪৫, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@MS Sakib: আপনার ব্যবহারকারী পাতার তথ্যছকে ইমেইল এড্রেসের ফন্ট কিভাবে পাল্টেছেন? সাফী মাহফূজ বলুন ০৮:৫৭, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@Safi Mahfouz:ও আচ্ছা। আপনার প্রথম প্রশ্নটা ভালোভাবে খেয়াল না করেই উত্তর দিয়েছিলাম। তাই দুঃখিত। আপনি যেকোন ফন্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু ফন্টের নাম (ইংরেজি বানান সহ) জানতে হবে। এক্ষেত্রে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের সহায়তা নিতে পারেন। ফন্ট ব্যবহারের পদ্ধতি হচ্ছে <font face="Ekushey Durga">একুশে দুর্গা ফন্ট</font>। এটা লিখলে একুশে দুর্গা ফন্ট আসবে। ধন্যবাদ। — MS Sakib (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@MS Sakib:   আপনাকে অনেক ধন্যবাদ। উর্দু ভাষার সিস্টেমও কি একই? সাফী মাহফূজ বলুন ০৯:২৫, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@Safi Mahfouz: আমার মনে হয় কাজ করবে। ফন্টের নাম অবশ্যই ইংরেজিতে সঠিক বানানে লিখতে হবে। ≈ MS Sakib  «আলাপ» ০৯:৩১, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

?

@Foysalur Rahman Shuvo:, ভাই কোনো লেখা কোড আকারে প্রদর্শনের টেমপ্লেট কি? ভোরের পাখি*আলাপ

@ShazidSharif2001: এভাবে (এই স্থানটির উৎস সম্পাদনায় গিয়ে দেখুন): আপনার লেখা সাফী মাহফূজ বলুন ০৮:৫০, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@ShazidSharif2001: আশা করি উত্তর পেয়েছেন। তবে বার্তা দিয়েছেন আমার আলাপ পাতায়, কিন্তু পিং করলেন শুভ ভাইকে, ব্যপারটা কেমন যেন হয়ে গেলনা 😜? যাইহোক, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ০৯:১৮, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@MS Sakib:,ভাই তাড়াহুড়ো করে হয়ে গেছে😁।আসলে আপনাদের ডাকনাম আর ব্যবহারকারী নামে গুলিয়ে ফেলেছিলাম😅😅।আপনাদের ধন্যবাদ ভোরের পাখি আলাপ ০৯:২৯, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@MS Sakib: ইংরেজি উইকির মতো বাংলা উইকিতে {{Blacklisted-links}} জাতীয় কোনো টেমপ্লেট আছে? সাজিদ বার্তা দিন ০৩:৪২, ২৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

আপনার ইমেইল এসেছে!

 
হ্যালো। আপনার ই-মেইল পরীক্ষা করুন – আপনি একটি মেইল পেয়েছেন!
০৬:৩৮, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।

সাফী মাহফূজ বলুন ০৬:৩৮, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: ধন্যবাদ। আপনার ইমেইলের উত্তর দিয়েছি। ≈ MS Sakib  «আলাপ» ১০:৪০, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)

উনপঞ্চাশ বাতাস

@MS Sakib:, সাকিব ভাই, উনপঞ্চাশ বাতাস নিবন্ধটির তথ্যছকে 'কাহিনীকার' অংশে মাসুদ হাসান উজ্জ্বল লিখে দাও তো, আমি সম্পাদনা সংরক্ষণ করতে পারছিনা; এতক্ষণ যা লিখেছি ঐগুলো কি দৃশ্যমান ? দেখো তো। বিশাল ভ. (আলাপ) ০৭:০৮, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@বিশাল ভ.:   করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ০৭:১০, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)

Plexus

@MS Sakib:, plexus এর বাংলা প্রতিশব্দ কি বলা যেতে পারে? জালক নাকি জালিকা? আমি Nerve Plexus নামক একটি নিবন্ধ বাংলায় অনুবাদ করতে চাচ্ছি, এক্ষেত্রে সাহাযা চাচ্ছি।ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ০৫:২৮, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@ShazidSharif2001: আমার জানা মতে plexus অর্থ জালক। তাই নিবন্ধের নাম স্নায়ু জালক দেওয়া যেতে পারে। বিস্তারিত জানতে এবং এধরণের সমস্যার তড়িৎ উত্তর পেতে উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদে বার্তা দিতে পারেন। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ০৫:৪৯, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  বিশেষ পদক
যথাযথ সময়ে তোমার অবদান অনেক কঠিন কাজকেও সহজ করে দেয়। সেজন্য আমার পক্ষ থেকে তোমাকে এই ছোট্ট পদকটি দিলাম। এগিয়ে চলো, চলো বহুদূর। :) — আদিভাইআলাপ১৭:৫৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
  আপনাকে অনেক ধন্যবাদMS Sakib  «আলাপ» ০৯:৪৬, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

একটি তথ্যসূত্র যোগ করা প্রসঙ্গে

@MS Sakib:, @সাকিব ভাই, হুমায়ুন আজাদ নিবন্ধটির সমালোচনা অংশের '২০০৪ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদী জাতীয় সংসদে হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ (২০০৪) উপন্যাসটিকে ইসলামবিরোধী আখ্যায়িত করে বক্তব্য দেন এবং এ ধরনের লেখকদের লেখা বন্ধ করতে ব্ল্যাসফেমি আইন (ধর্ম অবমাননা বিরোধী আইন) প্রণয়নের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।' - এই বাক্যের পাশে এই তথ্যসূত্রটি যোগ করে দাও; কারণ বাক্যটি এই সংবাদপত্রের ভেতরে লেখা আছে ভালো করে, এ-সম্পর্কিত তথ্যসূত্র আগে থেকেই আমি খুঁজছিলাম, আজ পেয়েছি। আগে দেওয়া তথ্যসূত্রগুলোও থাক। সবুজ ফজলে (আলাপ) ১৫:৫২, ১১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

বয়ফ্রেন্ড (১৯৬১-এর চলচ্চিত্র)

@MS Sakib:, @সাকিব ভাই, বয়ফ্রেন্ড (১৯৬১-এর চলচ্চিত্র) নিবন্ধটিতে চিত্র আপলোড করে দাও। সবুজ ফজলে (আলাপ) ০৪:৩১, ১২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@সবুজ ফজলে:   আপলোড করা হয়েছেMS Sakib  «আলাপ» ০৪:৪৫, ১২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

ভূমিকা অংশের দ্বিতীয় অনুচ্ছেদ

@MS Sakib:, @সাকিব ভাই, হুমায়ুন আজাদ নিবন্ধটির ভূমিকা অংশের দ্বিতীয় অনুচ্ছেদের সর্বশেষ বাক্য 'পাক সার জমিন সাদ বাদ উপন্যাসে মৌলবাদীদের সমালোচনা করার কারণে ২০০৪ সালে তিনি হামলার শিকার হন।' - এর পাশে এই তথ্যসূত্রটি বসিয়ে দাও, কারণ বাক্যসংক্রান্ত তথ্য এই অনলাইন সংবাদপত্রে লিখা আছে, পড়ে দেখো লেখা আছে যে, 'পরে হত্যাচেষ্টা মামলাটি বিচারের জন্য এই আদালতে স্থানান্তর করা হয়। অধিকতর তদন্তের আবেদনে বলা হয় "পাকসার জমিন সাদ বাদ" উপন্যাস লেখার কারণে তার উপর হামলা চালানো হয়।' । সবুজ ফজলে (আলাপ) ০৪:৫৮, ১২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@সবুজ ফজলে:   করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ০৫:১৮, ১২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

তথ্যসূত্রের ত্রুটি সংশোধন

আমি যতটুকু পেরেছি, ত্রুটি সংশোধন করেছি। অনুগ্রহপূর্বক ইয়েলোনাইফ নিবন্ধটি গ্রহণ করুন। আমার আরো অনেকগুলো নিবন্ধ অ-পর্যালোচিত থেকে গেছে। সেগুলো গ্রহণ করলে বাধিত হবো। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৮:২২, ২৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: আপনার বেশ কিছু নিবন্ধের তথ্যছকের মানচিত্রে ত্রুটি ছিল। যেগুলো আমার চোখে পরেছে সেগুলো ঠিক করেছি। আরো যদি এরকম থেকে থাকে যা আপনি ঠিক করতে পারেন নি, তাহলে সেগুলোর তালিকা আমার আলাপ পাতায় দেয়ার অনুরোধ করছি। অথবা সংশ্লিষ্ট পাতার আলাপ পাতায়ও পিং করতে পারেন।—ইয়াহিয়া (আলাপঅবদান) ০৯:২৯, ২৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@Ppt2003: ইয়েলোনাইফ নিবন্ধটি গ্রহণ করেছি। আপনি ইয়েলোনাইফ সহ কয়েকটি নিবন্ধের তথ্যছক শতভাগ অনুবাদ করেননি। এগুলো পুরোপুরি অনুবাদ করার অনুরোধ করছি। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১০:২১, ২৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

উইকিপিডিয়া এশীয় মাস এবং ধম্মালোক মহাস্থবির

তোমাকে অসংখ্য ধন্যবাদ এতগুলো নিবন্ধ একসাথে পর্যালোচনা শুরু করায়। নিবন্ধগুলো অনেক দিন ধরে পড়ে ছিল। ধম্মালোক মহাস্থবির পাতায় দর্শানো সমস্যাটির (যদিও গৃহীত হয়েছে) সমাধান করা হয়েছে। কাজেই, পর্যালোচনা সারাংশের এক পাশে হালনাগাদ: সংশোধিত হয়েছে। ব্যবহার করে চিহ্নিত করতে পারো। তোমাকে আবারও ধন্যবাদ। — Meghmollar2017আলাপ০৭:৪০, ৩১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017:   করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ১০:৪৭, ৩১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)


"MS Sakib/সংগ্রহশালা/২০২০ (৭–১২)"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।