ব্যবহারকারী:MS Sakib/উইকিপদক
পরিবেশ পদক | |
পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা বা 'প্রকৃতির জন্য সময়' দিয়ে বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন অংশগ্রহনের জন্য আপনাকে এই বিশেষ পদক।--Dolon Prova (আলাপ) ১৪:৫৭, ৫ জুন ২০২০ (ইউটিসি) |
বাংলা উইকি পরিশ্রমী পদক | ||
অল্পকিছুদিন ধরে আমি আপনার সম্পাদনায় চোখ বুলিয়ে লক্ষ করলাম যে, মাত্র পাঁচ মাসে আপনি ৭ হাজারেরো অধিক সম্পাদনা সম্পূর্ণ করেছেন, আপনার এই উইকিপ্রেমে মুগ্ধ হয়ে আমার এই মাসের বাংলা উইকি পরিশ্রমী পদকটি আপনাকে প্রদান করলাম। ভবিষ্যৎ এ আপনি আরো অধিক সম্পাদনা করে আপনার এই রেকর্ডটি ভেঙ্গে ফেলবেন; এই আশা ব্যক্ত করে---- - এফ আর শুভ(বার্তা দিন) ১৭:১৩, ২ জুলাই ২০২০ (ইউটিসি) |
সুপ্রিয় MS Sakib,
সম্প্রতি সমাপ্ত হওয়া কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার একাধিক নিবন্ধ উক্ত এডিটাথনে গৃহীত হয়েছে এবং আপনি শীর্ষ ৯-এ স্থান করে নিয়েছেন। উপহারস্বরুপ আমরা আপনাকে প্রথম শ্রেণীর পদক প্রদান করছি। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ। – শুভেচ্ছান্তে, |
বিশেষ উইকিপদক | ||
সুপ্রিয় সাদমান,
নিয়মিত অবদান রাখার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে উন্নতির চূড়ায় পৌঁছতে সাহায্য করবে। তোমার উইকি অগ্রযাত্রা সুন্দর হোক। শুভেচ্ছান্তে, |
১০,০০০+ সম্পাদনা পদক | |
প্রিয় ছাকিব, মাত্র ৯ মাসেরও কম সময়ের মধ্যে বাংলা উইকিতে তুমি ১০,০০০+ সম্পাদনা করে ফেলেছো। বাংলা উইকির প্রতি তোমার ভালবাসা ও পরিশ্রমের স্বীকৃতি সরূপ এই পদক দিলাম। আশা থাকলো, সামনের দিন গুলিতে এই সংখ্যা ১,০০,০০০-ছাড়িয়ে যাবে। তোমার জন্য শুভকামনা। ফায়সাল বিন দারুল (আলাপ) ২২:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি) |
২০০+ নিবন্ধ পদক | |
প্রিয় @MS Sakib:, সম্প্রতি অপসারণ বাদে বাংলা উইকিপিডিয়ার জন্য তুমি ২০০+ নিবন্ধ তৈরী করে ফেলেছো। কাজের স্পৃহা বাড়ানোর জন্য পদকটি তোমায় দিলাম। কোন সন্দেহ নেই, এই সংখ্যা একদিন হাজার ছাড়িয়ে যাবে। নতুন নিবন্ধ তৈরীর পাশাপাশি অসম্পূর্ণ অনুবাদে পূর্ণতা আনার অনুরোধ থাকলো। এগিয়ে চলো। সর্বদা শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৫:২০, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি) |
বিশেষ পদক | |
যথাযথ সময়ে তোমার অবদান অনেক কঠিন কাজকেও সহজ করে দেয়। সেজন্য আমার পক্ষ থেকে তোমাকে এই ছোট্ট পদকটি দিলাম। এগিয়ে চলো, চলো বহুদূর। :) — আদিভাই • আলাপ • ১৭:৫৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি) |
পর্যালোচনা পদক • উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ • সুপ্রিয় MS Sakib, |
বিশেষ এডিটাথন পদক | ||
প্রিয় MS Sakib, ২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটাথনে আপনার জমাদানকৃত অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়ায়কে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। আয়োজক দলের পক্ষে, তানভির রহমান ও অংকন ঘোষ দস্তিদার, ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি) |
ইসলাম বিষয়ক এডিটাথন পদক | ||
প্রিয় MS Sakib, ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৭:২১, ১৫ মে ২০২১ (ইউটিসি) |
লক্ষপূরণ পদক | ||
প্রিয় MS Sakib, বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি) |
চিত্র যোগ পদক | |
সুপ্রিয় MS Sakib, উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১-এ অংশ নিয়ে, উইকিপিডিয়াকে আরও রঙ্গিন এবং প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আপনাকে এই পদক প্রদান করা হল। আশা করি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে উন্মুক্ত জ্ঞান ছড়িয়ে দেবার আন্দোলনে আপনার পথচলা অব্যাহত থাকবে। বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২৩:৩৯, ৪ অক্টোবর ২০২১ (ইউটিসি) |
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক
প্রিয় MS Sakib,
বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত, ‘উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়। প্রতিযোগিতায় নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে ―
ঐশিক রেহমান, শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ২৩:২৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক
প্রিয় MS Sakib,
বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি আয়োজিত, ‘উইকি শিশুদের ভালোবাসে ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় শিশু বিষয়ক নিবন্ধ তৈরির মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার সরব ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
০৭:৪১, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)