স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Integrity2020, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৫, ১৯ জুলাই ২০১০ (UTC)

বজলুর রহমান (মুক্তিযোদ্ধা) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বজলুর রহমান (মুক্তিযোদ্ধা) পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ≈ MS Sakib  «আলাপ» ০৬:৫৫, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জগলুল আহমেদ চৌধুরী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

জগলুল আহমেদ চৌধুরী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/জগলুল আহমেদ চৌধুরী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — Meghmollar2017আলাপ১৬:৫২, ১৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাংলা লিঙ্ক, সূত্র দেয়ার চেষ্টা করুন সম্পাদনা

শুভেচ্ছা নিন ভাই, দয়া করে বাংলা উইকিতে বাংলা লিঙ্ক, বাংলা তথ্যসূত্র দেবার চেষ্টা করুন। অন্তত বাংলাদেশী ব্যক্তিদের বেলায়। আপনি ইন্টারনেটে বাংলায় লিখে খুঁজলেই বাংলায় এগুলি পেয়ে যাবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৩, ১৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনি বোধ হয় parliament.gov.bd এর লিংক এর কথা বলছেন। ওয়েবসাইটের ইন্টারফেসে সমস্যা আছে। বাংলা ক্লিক করলে সাংসদের তথ্যগুলো ইংরেজিতেই দেখায়। আলাদা করে সার্চ করতে বারবার কপি/লেখা লাগে ওটা সবসময় নেয়া যায় না।‍‌‌‌‌লেনিন (আলাপ) ০৫:০৪, ২০ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ভাই আমি জানি না parliament.gov.bd-তে কি সমস্যা আছে। এইখানে দেখুন সব কিছু বাংলাতে আছে। এইখান থেকে ঐ লিঙ্কটা সহজে বের করা যাচ্ছে।
কেবল parliament.gov.bd-এর জন্য উপরের কথা বলিনি, সর্বোপরি বলেছি। উদা: আপনি en:M. Amjad Hossain রচনা করেছেন এবং সব সূত্র ইংরেজিতে দিয়েছেন। মোহাম্মদ আমজাদ হোসেন রচনা করার সময় তথ্যসূত্র বাংলায় দিতে পারতেন। হ্যাঁ, ইংরেজি বা যেকোন ভাষার সূত্র দিতে সমস্যা নাই। কিন্তু বাংলা উইকিতে অন্তত যেখানে সম্ভব হয় ও যেসবে বাংলা সূত্র পাওয়া যাচ্ছে সেখানে বিষয়বস্তু-সূত্র বাংলায় দেওয়া উচিত আমাদের। এই বিষয়ে নজর রাখার অনুরোধ রইল। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৯, ২০ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ভাই, দয়া করে এইখানে যেয়ে বাংলা সংস্করণের লিঙ্ক নিন ও তা নিবন্ধে দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৫, ২৪ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি আপনার হতাশা বুঝতে পারছি। ডা. আমজাদ সাহেবের পাতাটি আমি প্রথমে ইংরেজিতে তৈরি করে অনুবাদ করেছি বাংলায়। কারণ, বাংলা থেকে ইংরেজি অনুবাদে মেশিন অনুবাদক সাহায্য করে না। আর সংসদের পোর্টালটি আমি আসলে কয়েকশত বার ব্যবহার করেছি গত কয়েকদিনে। অনেক বাগি এবং সার্চ ঠিকমত কাজ করে না। যেহেতু দুই ভাষায় আপডেট করছি তাই কখনো আলস্যবশত ইংরেজিরটা দিচ্ছি। সকল ক্ষেত্রে যদিও নয়, তবুও সংসদের পোর্টালে অনেক তথ্যই দুই ভাষায় বিদ্যমান নয়। গুগলে সার্চ করেও আসে না অনেক সময়ই। এমন নয় যে আমি প্রযুক্তি অন্ধ কিন্তু প্রায়ই সমস্যা পাই। আর, আমি আসলে প্রায়ই একই পেজে আবার যাই। তখন কখনো কখনো নিজেই নিজের আগের কাজ পরিশীলন করি বা বদলে দেই, যেমন বাংলা পাতায় বাংলায় সংযোগ, ইংরেজি পাতায় ইংরেজি ইত্যাদি। ধন্যবাদ। ‍‍লেনিন (আলাপ) ২০:০২, ২৪ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
একটি উদাহরণ দিচ্ছি। http://www.parliament.gov.bd/index.php/bn/contact-bangla/2014-04-03-14-23-28/110-mps-category/2013-06-23-09-26-33/726-constituency-78 এই লিংকটির বাংলা রূপ দেখুন খুঁজে পান কিনা। এরকম অসংখ্য উদাহরণ অহরহ পাই। আমি মূলত ইংরেজি উইকিগুলোতে একাধারে কাজ করছি। কখনো হঠাৎ সেগুলোর বাংলা পাতায় একইরকম তথ্যে হাত দিচ্ছি। -- লেনিন (আলাপ) ১৮:৪০, ২৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Ghazilenin,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Ghazilenin,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities সম্পাদনা

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আজিজুর রহমান ফকু নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আজিজুর রহমান ফকু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আজিজুর রহমান ফকু পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। আ হ ম সাকিব (সম্পর্কে | কথাবার্তা | অবদান) ১১:৪৫, ৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ছবি ও কপিরাইট সম্পাদনা

শুভেচ্ছা নিন। অনুগ্রহ করে ইন্টারনেট থেকে নিয়ে ছবি আপলোড করবেন না ভাই। এটি করলে কপিরাইট লঙ্ঘন হবে।

ব্যক্তি মৃত হলে আপনি অ-মুক্ত নীতিমালার আওতায় ইন্টারনেট থেকে নিয়ে আপলোড করতে পারেন, তবে আপনাকে এটি এখানে গিয়ে করতে হবে। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২১, ১৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনেক ছবি দেখেছি Cropped দিয়ে যোগ করা। ভেবেছি ওভাবেই করি।
অ-মুক্ত হলে অনুমতি নিতে হয় না? লেনিন (আলাপ) ১৮:৪৫, ১৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি উদাহরণ হিসেবে এই ছবিটি দিচ্ছি। নুরুন্নবী হাছিব সাহেব এরকম অনকে ছবিই ক্রপ করে ব্যবহার করে Own Work দেখিয়েছেন। খ্যাতনামা লোকদের তথ্যছকে নিদেনপক্ষে একটি ছবি না দেখলে কেমন লাগে?
উনার এইসব ছবি কি কপিরাইট লংঘন হয়নি? না আপনাদের চোখে পড়েনি?
চিত্রনায়ক ফারুকের ছবিটি দেখুন। লেনিন (আলাপ) ১৯:০৬, ১৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ব্যক্তি মৃত হলে অ-মুক্ত নীতিমালার আওতায় ইন্টারনেট থেকে নিয়ে ছবি আপলোড করা যাবে, অনুমতি নিতে হবে না, তবে আপলোডটি অবশ্যই এখানে গিয়ে করতে হবে।
আপনি নুরুন্নবী হাছিবের কথা বলেছেন, ওনার সবগুলিই ছবিই কিন্তু তার নিজের হাতে তোলা, ইন্টারনেট নিয়ে আপলোড করা নয়, ফলে Own Work বা নিজস্ব কর্ম বিষয়টি সঠিক। চিত্রনায়ক ফারুকের ছবিটিও ওনার তোলা (ক্রপ করা ছবিটি ও মূল File:Akbar Hossain Farooque (10).jpg ছবিটি)। আপনার কাছে যদি আপনার নিজের হাতে তোলা কারো ছবি থাকে, নিশ্চয়ই আপনিও সেটি আপলোড করতে পারেন (তখন ব্যক্তি জীবিত বা মৃত হোক, ব্যাপার না; তবে মৃত ব্যক্তির ছবি তো আর তুলতে পারবেন না, আগে তোলা থাকলে সেগুলি আপলোড করতে পারেন)। আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৮, ১৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ, জানা হলো। লেনিন (আলাপ) ০১:০১, ১৭ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
হরলাল রায় এর ছবিটি দেখুন ঠিক আছে কিনা বিধিমত। একই ছবি কী করে ইংরেজি উইকিতে ব্যবহার করবো? লেনিন (আলাপ) ০৭:২৭, ১৭ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পর্চুলাকা ওলেরাসিয়া নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় Ghazilenin, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১১ মে, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৯ দিন পূর্বে পর্চুলাকা ওলেরাসিয়া নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটির ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগতর জন্য রচনা সংশোধনের প্রয়োজন

আপনি যা করতে পারেন:

  1. অনুলিপি সম্পাদনার মাধ্যমে সংশোধন করুন।
    1. জানুন কীভাবে ও কখন নিবন্ধ থেকে টেমপ্লেট বার্তাটি সরাবেন

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:৪৪, ২০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক সম্পাদনা

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, পবিত্র ইদ-উল-আযহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনার জীবনে ইদ নিয়ে আসুক আনন্দ আর সুখ, ঝরে যাক দুঃখ ও গ্লানির সব কুঁড়ি। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 57টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 352টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:৫৪, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Ghazilenin/ইয়ুথ ইন্টারন্যাশনাল পার্টি সম্পাদনা

নিবন্ধটি আপনার তৈরি, আমি কেবল বিষয়বস্তু সরঞ্জাম থেকে হারিয়ে যাওয়া তথ্য উদ্ধার করে আপনার উপপাতায় যোগ করেছি। আপনি মূল নামস্থানে স্থানান্তর করায় প্রণেতা হিসেবে আমার নাম দেখাচ্ছিল তাই পূর্বাবস্থায় ফেরত আনলাম। ব্যবহারকারী:Ghazilenin/ইয়ুথ ইন্টারন্যাশনাল পার্টি পাতা থেকে লেখাগুলো কপি-পেস্ট করে ইয়ুথ ইন্টারন্যাশনাল পার্টি নিবন্ধটি আবার তৈরি করুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:০৩, ৭ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট:জন্মের বছর ও বয়স/খেলাঘর‎‎ সম্পাদনা

আমি দেখেছি আপনি টেমপ্লেট:জন্মের বছর ও বয়স/খেলাঘর‎‎-এ কিছু পরীক্ষা করার চেষ্টা করছেন। আমি জানি না আপনি টেমপ্লেট কোড কতটুকু বুঝেন, আপনি কী করতে চাইছেন তা বললে আমি হয়ত সাহায্য করতে পারব। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৪, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমি টেমপ্লেটের মূল আলোচনায় উল্লেখ করেছি।
Dya এর মত Bya ও ইংরেজি বাংলায় yyyy আর mm নিয়ে কাজ করতে পারবে এটাই চেষ্টা করছি। লেনিন (আলাপ) ১৮:১০, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

রাজু আহমেদ (অভিনেতা) পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

রাজু আহমেদ (অভিনেতা) পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার স১২ অনুচ্ছেদের অধীনে করা হয়েছে, কারণ পাতাটি সন্দেহাতীতভাবে কপিরাইট লঙ্ঘন করে। পাতাটি সরাসরি https://nirapadnews.com/entertainment/শক্তিমান-অভিনেতা-ও-বীর-মুক্তিযোদ্ধা-রাজু-আহমেদ-এর-৪৯তম-মৃত্যুবার্ষিকী থেকে অনুলিপি করা হয়েছে। আইনি কারণে, আমরা অন্য ওয়েবসাইট বা মুদ্রিত উপাদান থেকে নেওয়া কপিরাইটযুক্ত পাঠ্য বা চিত্র গ্রহণ করতে পারি না এবং ফলস্বরূপ, আপনার সংযোজন মুছে ফেলা হয়েছে। আপনি তথ্যের উৎস হিসেবে অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য মুদ্রিত উপাদান ব্যবহার করতে পারেন, কিন্তু বাক্যের উৎস হিসেবে নয়। মনে রাখবেন: উৎসের লেখাটি পড়ে আপনার নিজের ভাষায় লিখুন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় এবং ক্রমাগত লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে অবরুদ্ধ করা হবে

যদি বাহ্যিক ওয়েবসাইট বা চিত্রটি আপনার হয়, এবং আপনি যদি উইকিপিডিয়াকে সাইটটির পাঠ্য বা চিত্র ব্যবহার করার অনুমতি দিতে চান - অর্থাৎ অন্য লোকেদের যে কোনওভাবে এটি ব্যবহার করার অনুমতি দিতে চান - তাহলে আপনাকে অবশ্যই উইকিপিডিয়ার উইকিপিডিয়া:কপিরাইটযুক্ত উপকরণ দানকরণ পাতায় ব্যাখ্যা করা প্রক্রিয়াগুলির মধ্যে একটি দ্বারা বাহ্যিকভাবে তা যাচাই করতে হবে। আপনি যদি মালিক না হন তবে আপনাকে যদি অনুমতি থাকে, তবে একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি মালিক না হন এবং আপনার অনুমতি না থাকে, তাহলে আপনি কীভাবে এটি পেতে পারেন তার জন্য উইকিপিডিয়া:কপিরাইট অনুমতির অনুরোধ দেখুন। আপনি আরও তথ্যের জন্য উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা দেখতে পারেন অথবা এখানে প্রশ্ন করতে পারেন।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, উইকিপিডিয়া:অপসারণ পর্যালোচনা পাতায় একটি আলোচনা শুরু করতে পারেন। Yahya (আলাপ) ১৩:৪৯, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

যথেষ্ট সময় নিয়ে অন্তত দুটি খবর থেকে অনুলিখন করে দিয়েছি। আর এটা অবশ্যই আমার প্রথম উইকি নিবন্ধ নয়। আমি প্রায় ২০ বছর ধরে উইকিপিডিয়ায় অবদান রাখি। অর্থাৎ নিবন্ধনের আগেও ১০ বছরের বেশি উইকিপিডয়ায় অবদান রাখতাম। একজন বরেণ্য ব্যক্তির সম্পর্কে তথ্য উইকিতে থাকাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একটা নিউজের কিছু লাইনের সাথে মিল থাকলে সেটা কপিরাইট ভঙ্গ তা আমার জানা ছিল না। যাহোক। আমার মনে হয় না এটা নিবন্ধ অপসারণের মত গুরুতর কোনো ব্যাপার ছিল। প্রবল নিন্দা জ্ঞাপন করছি। লেনিন (আলাপ) ১৪:১২, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি কতো বছর উইকিপিডিয়ায় আছেন বা সম্পাদনা করছেন সেটা প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হলো আপনি নীতিমালা কতোটুকু জেনেছেন। প্রবল নিন্দা জ্ঞাপন করছি টাইপের মন্তব্য আপনার অনভিজ্ঞতা প্রমাণ করে। প্রশাসকের তার বিবেচনায় যেটি সঠিক, তিনি সেটা করেছেন। আপনি একমত না হলে নিয়মতান্ত্রিকভাবে আগাতে পারেন। আপনি প্রশাসককে “নিন্দা” জানাতে পারেন না। অনুগ্রহ করে wp:ভদ্রতা নীতিমালা মেনে চলবেন। দ্বিতীয়ত, আমি উপরের লিংকের লাইন মিলিয়ে মিলিয়ে পড়েই অপসারণের সিদ্ধান্ত নিয়েছি। যতোটুকু কপিরাইট লঙ্ঘন পেয়েছি তা অপসারণের জন্য যথেষ্ট। মনে রাখবেন, কপিরাইটযুক্ত লেখা দু চারটে শব্দ পরিবর্তন করলে কপিরাইট মুক্ত হয় না Yahya (আলাপ) ১৫:০১, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি লেখাটি পুনর্বহালের জন্য বিন্দুমাত্র আগ্রহবোধ করছি না। তাই আবেদন বা পর্যালোচনার নিবেদন কিছুই করবো না। যে লোক এত বছর স্মরণে থাকেনি বাংলাদেশের তাকে দরকার নেই এমনিতেও। লেখার যথেষ্ট অংশেই আমি পরিবর্তন এনেছিলাম‌। দুইটি সোর্সে একইরকম তথ্য থাকার কারণেই সেগুলো দিয়েছিলাম। তারপরও যদি তা পাতা অপসারণের মত গর্হিত কাজ হয়ে থাকে। তাহলে তা হোক। লেনিন (আলাপ) ১৫:১১, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মন খারাপের কিছু নেই। উক্ত ব্যক্তিকে অসম্মান করতেও পাতাটি অপসারণ করা হয়নি। আমি ব্যবহারকারী:Ghazilenin/রাজু আহমেদ (অভিনেতা)-এ এনে দিয়েছি। আপনি বাকিটা করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৮, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান পুনরুদ্ধারের কারণ কী? Yahya (আলাপ) ১৬:৩০, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Yahya, আমি পুনরুদ্ধারের কারণে লিখেছি ব্যবহারকারীকে সমস্যা ঠিক করার সুযোগ দিতে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৯, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
সুযোগ দিতে চাচ্ছেন নীতিমালা ভঙ্গ করে? ব্যবহারকারী নামস্থানে কপিরাইট লঙ্ঘন হবে না? Yahya (আলাপ) ১৭:০৮, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান প্রশাসক হিসেবে আপনার এটি জানা থাকা দরকার যে, কপিরাইট সমস্যার কারণে অপসারিত পাতা পুনরুদ্ধারযোগ্য নয়। এটাও জানা উচিত, সরঞ্জামকে ফাঁকি দিতে দুয়েকটা শব্দ এদিক-ওদিক করলে কপিরাইট সমস্যার সমাধান হয় না। Yahya (আলাপ) ১৭:১৩, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Yahya, কেউ কাজ করতে চাইছে, আমরা যদি এতো কঠোর হই তবে তো তিনি তো আগ্রহ হারাবেন। উনি নিজে বলেছেন উনি কপিরাইট লঙ্ঘন না করতে পরিবর্তন করেছেন, যা হয়ত যথেষ্ট হয়নি। যদিও কপিরাইট সরঞ্জাম ৪২% দেখাচ্ছে, চলচ্চিত্রের নামগুলি বাদ দিলে বাস্তবে এটা আরও কম। আমি এটা বলছি না কপিরাইট রেখে দিতে। যে ৪-৫ লাইনে সমস্যা আছে তা ঠিক করতে শুধু ওনাকে কিছু সময় দেওয়া। ওনার সম্পাদনার পর কপিরাইট সমস্যা থাকা সংস্করণগুলি অপসারণ করা যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩১, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি পুনরুদ্ধারের আগে নিবন্ধটি আদৌ পড়েছেন? প্রকৃতপক্ষে কপিরাইট লঙ্ঘন আরও বেশি, লাইন আগে-পরে করায় কম দেখিয়েছে।
দুঃখিত, আমি এতো উদার হতে পারছি না। অন্তত কপিরাইট লঙ্ঘনের ক্ষেত্রে না। নীতিমালা আমাকে সেই সুযোগ দেয়নি। আপনার জন্য ভিন্ন নীতিমালা থাকলে অন্য কথা। আপনি পুনরুদ্ধার করে সম্পাদনা করলেও পূর্বের সংস্করণ অপসারণ করেন নি। মূল সংবাদই যেখানে ৭-৮ লাইন, সেখানে ৪-৫ লাইন কপি করলে থাকে কি!
আমি কাউকে কাজ করতে বাধা দিচ্ছি না। আপনার বরং আরও পেশাদার আচরণ করা উচিত। পূর্বেও আপনার এরকম কাজ দেখেছি। কখনো নীতিমালা ভেঙ্গে অতি-উদারতা, কখনো অতি-কঠোরতা সম্প্রদায়ের জন্য ভালো কিছু বয়ে আনবে না। Yahya (আলাপ) ১৮:২৮, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ সম্পাদনা

লক্ষ্য করলাম, কিছু বিষয়শ্রেণী তৈরি করেছেন। আমার অনুরোধ থাকবে বিষয়শ্রেণী/টেমপ্লেট তৈরি করার পর সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধের সাথে সংযোগ তৈরির। এতে পরবর্তীতে রক্ষণাবেক্ষণকারীর অনেক সময় বাঁচবে। কারণ, যিনি প্রথম তৈরি করেন তিনি জানেন এর সমতুল্য ইংরেজি পাতা কোনটি। অন্য কেউ এসে করার চেষ্টা করলে তাকে খুঁজে বের করতে হয়। কীভাব করবেন জানা না থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। সম্পাদনা শুভ হোক! Yahya (আলাপ) ১৫:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা, কীভাবে ইংরেজি নিবন্ধের সাথে সংযোগ তৈরি করতে হয়, সেটা জানি। আমি সাধারণত এধরনের কাজগুলো ফিরে ফিরে দেখে খুঁটিনাটি পরিবর্তন করি। ভবিষ্যতে তৈরির সময়ই সংযোগ করে দেয়ার দিকে খেয়াল রাখবো।
তবে, কিছু বিষয়শ্রেণী ঠিক কোন টেমপ্লেটগুলো থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বুঝতে না পারায় সেগুলো তৈরি বা নাম পাল্টাতে পারছি না। টেমপ্লেটের নথিতে থাকলেও টেমপ্লেটের কোডে নেই। সমর্থিত কোনো টেমপ্লেট থেকে ওগুলোর সৃষ্টি। ধন্যবাদ। লেনিন (আলাপ) ১৫:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বেশিরভাগ ক্ষেত্রে টেমপ্লেটের কোডে বা নথিতেই থাকে। এক্ষেত্রে আমি যেটা করি তা হলো, বাংলা টেমপ্লেটে গিয়ে ব্রাউজারের Find in page সুবিধা ব্যবহার করে করে কোথায় বিষয়শ্রেণীটা আছে তা বের করি, তারপর সেটির ইংরেজি সংস্করণে গেলে ঠিক একই স্থানে বিষয়শ্রেণীটা পেয়ে যাই। Yahya (আলাপ) ১৫:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এখানে একটু দেখুন
টেমপ্লেট:তথ্যছক রেল লাইন#নজরকারী বিষয়শ্রেণী এর বিষয়শ্রেণী দুটোকে অনুপস্থিত এবং লাল দেখাচ্ছে। লেনিন (আলাপ) ১৭:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
টেমপ্লেট পাতায় পরিবর্তন করলে সেই পরিবর্তন সবখানে দৃশ্যমান হতে মাঝে মাঝে কিছুটা সময় নেয়। তবে বিশেষ:পুনঃসতেজ ব্যবহার করে এটি সমাধান করা যায়। লাল লিংকগুলো এভাবে ঠিক করেছি। Yahya (আলাপ) ২১:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
নজরকারী বিষয়শ্রেণী উৎপাদক কোড খুঁজে না পাওয়ার একটা উদাহরণ: en:Template:Infobox_tennis_biography#Tracking categories tennishofid পরামিতিটি ট্র্যাক করার কোনো কোড দেখলাম না। লেনিন (আলাপ) ০২:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
খুঁজে পেয়েছি, কোডটা। ওটা বাংলা উইকিতেও দিয়ে দিলাম। লেনিন (আলাপ) ০৩:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩ সম্পাদনা

 

সুপ্রিয় Integrity2020,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১৩, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১) সম্পাদনা

প্রিয় Integrity2020, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।

বি.দ্র.

  • আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
  • কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
  • আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

বিশ্ব খাদ্য দিবস এডিটাথন পদক! সম্পাদনা

  বিশ্ব খাদ্য দিবস এডিটাথন পদক!
সুপ্রিয় Integrity2020!

বিশ্ব খাদ্য দিবস এডিটাথন ২০২৩ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ) ০৫:৫৭, ২৩ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার নিবন্ধ ১৯২০ পূর্ববর্তী কল্পবিজ্ঞান চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

  স্বাগতম এবং উইকিপিডিয়ায় ১৯২০ পূর্ববর্তী কল্পবিজ্ঞান চলচ্চিত্রের তালিকা নিবন্ধটি যোগ করে অবদান রাখার জন্য ধন্যবাদ। লক্ষ্য করুন, যদিও আপনি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করছেন, তবে আপনার নিবন্ধটি বাংলায় লিখিত নয়। আমরা আপনাকে এই নিবন্ধটি বাংলায় অনুবাদ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটি আপাতত অনুবাদ করা প্রয়োজন এইরূপ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কিন্তু যদি নিবন্ধটি দুই সপ্তাহের মধ্যে অনুবাদ করা না হয়, তবে এটি অপসারণের জন্যও বিবেচিত হতে পারে। ধন্যবাদ। -- কুউ পুলক    ১৫:৫০, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয় আমি এই পাতাগুলোতে মূল অনুবাদটা করে রেখেছি। বাকিটা মূলত লিপ্যন্তর বাকি। যেটা নতুন স্বেচ্ছাসেবকেরাও করে দিতে পারে। আমি একা হাতে কয়টা করতে পারবো? Integrity2020 (আলাপ) ১৫:৫২, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন! সম্পাদনা

 

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৩৬, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

প্রিয় Integrity2020,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় Integrity2020, আপনি এখনও ফর্মটিতে আপনার তথ্য প্রদান করেননি। অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব ফরমটি পূরণ করে আমাদেরকে সনদ প্রদানে সহযোগিতা করুন। -- Aishik Rehman (আলাপ) ১৮:২১, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

প্রিয় Integrity2020,
আশা করি ভালো আছেন। বিগত ২০২৪ সালের ৪ –১০ জানুয়ারি উইকিপিডিয়ায় আয়োজিত অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪-এ অবদান রেখে উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। (যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দ্বিতীয়বার পূরণ করবেন না।)

শুভেচ্ছান্তে,
SamihaRahman (আলাপ) ১১:২০, ১৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
পর্যালোচক,
অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪

অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪ পদক সম্পাদনা

 
প্রিয় উইকিপিডিয়ান, অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― দিব্য দত্ত (আলাপ) ১০:০৮, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

জমাদান সরঞ্জামে নিবন্ধ জমা দিতে ভুলে যাননি তো? সম্পাদনা

প্রথমেই উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি করতে থাকার জন্য ধন্যবাদ জানাই। আপনি যদি উইকিপিডিয়া:বিজ্ঞান এডিটাথন ২০২৪ এর অংশ হিসেবে হিমবিজ্ঞান নিবন্ধটি তৈরি করে থাকেন, তবে নিবন্ধটিকে জমাদান টুলে জমা দিতে ভুলে গেছেন হয়তো। পরিশ্রম করে আপনার তৈরি করা নিবন্ধগুলিকে জমাদান সরঞ্জামে অবশ্যই জমা দেবেন যদি চান সেগুলির মূল্যায়ন হোক। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা আনন্দময়ী হোক। শুভেচ্ছা সহকারে -- Mouryan (আলাপ) ১৩:৪১, ২৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দো দিল নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় Integrity2020, আমি MdsShakil। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ২৯ জানুয়ারি, ২০২৪ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ২ দিন পূর্বে দো দিল নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটিতে কোনও বিষয়শ্রেণী যোগ করা হয়নি

আপনি যা করতে পারেন:

  1. একটি বিষয়শ্রেণী যোগ করুন, যেন এটি এই বিষয়ের অন্যান্য নিবন্ধের সাথে আপনার নিবন্ধটি তালিকাভুক্ত করা যায়

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৬:০৩, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Integrity2020,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত প্রাণীর অংশ নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Integrity2020,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত প্রাণীর অংশ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! Ishtiak Abdullah (আলাপ) ১৮:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

প্রিয় Integrity2020,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন