হরলাল রায়
হরলাল রায় (১৯২৩-১৯৯৪) একজন কণ্ঠশিল্পী ও গীতিকার।[১] তিনি ১৯৩২ সালে নীলফামারীর সূবর্ণ খুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টিভি ও বেতারে সঙ্গীত পরিবেশন ছাড়াও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। ভাওয়াইয়া সঙ্গীতে তাঁর অবদান উল্লেখযোগ্য।[২] তিনি জনপ্রিয় সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায় -এর পিতা।[৩][৪] বগুড়া মেডিকেল স্কুল থেকে ১৯৪৫ সালে তিনি চিকিৎসক হিসেবে সনদপত্র পান। তবে চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নেওয়া সত্ত্বেও পেশা হিসেবে বেছে নেন সংগীত এবং অভিনয়কে। দেশের ক্রান্তিলগ্নে যোগ দিয়েছেন মহান মুক্তিযুদ্ধে কণ্ঠযোদ্ধা হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদানকারী তার লেখা গান গুলোর মধ্যে অন্যতম ‘ফাঁন্দে পড়িয়া ইয়াহিয়া কান্দে রে', 'আজি কান্দেরে ওই পরাণ', 'জ্বলছে জ্বলছে দেশ আমার জ্বলছে', ‘পাঠান মিয়া ইয়াহিয়া খান জয় বাংলা করিলো শ্মশান-নরনারী হত্যা করে হাজার হাজার শিশু-সন্তান’, ‘জয় বাংলার শুনরে খবর এমন সোনার বাংলা ধ্বংস করলো নূরল আর টিক্কা মীরজাফর’।[৫]
হরলাল রায় | |
---|---|
জন্ম | সুবর্ণখালী, নীলফামারী জেলা, ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ) | ৮ এপ্রিল ১৯৩২
মৃত্যু | ৪ নভেম্বর ১৯৯৪ | (বয়স ৬২)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র অভিনেতা |
পরিচিতির কারণ | ভাওয়াইয়া সঙ্গীত, অভিনয় |
সন্তান | রথীন্দ্রনাথ রায় |
চলচ্চিত্রের গান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://onushilon.org/corita/horolal-roy.htm
- ↑ পঞ্চগীতিকবির গান নিয়ে ভাওয়াইয়া উৎসব জাগো নিউজ
- ↑ "নীলফামারীর বিখ্যাত ব্যক্তিত্ব"। ২১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১২।
- ↑ "স্বাধীনতা পদকের অন্যতম দাবিদার শিল্পী রথীন্দ্রনাথ রায়"। Ekattor TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৭।
- ↑ ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "বাবা রাষ্ট্রীয় সম্মাননা না পাওয়ায় শিল্পী রথীন্দ্রনাথ রায়ের ক্ষোভ প্রকাশ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২২-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৭।
- ↑ ক খ "নদী ও নারী (Nodi O Nari) - বাংলা মুভি ডেটাবেজ | BMDb"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৭।