উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Wikitanvir (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:০৯, ৪ জানুয়ারি ২০২০ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎বটের বাধা অপসারণ: মন্তব্য যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ৪ বছর পূর্বে "বটের বাধা অপসারণ" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়


টেমপ্লেটের নাম এবং প্যারামিটার বাংলাকরণ

২০১৬ সালে টেমপ্লেটের নাম এবং প্যারামিটার বাংলাকরণ সম্পকে একটি মন্তব্যের অনুরোধ শুরু করা হয়েছিল। যার কিছু অনুচ্ছেদ এখনো বন্ধ করা হয়নি, নিচের অনুচ্ছেদ গুলো অনতিবিলম্বে বন্ধ করা উচিৎ বলে মনেকরি।

তানভির ভাই, সুব্রতদা, আফতাব ভাই, নাহিদ ভাই, ফেরদৌস ভাই, বোধিসত্ত্বদা এবং মেরাজ ভাই, আপনারা সকলেই সেই আলোচনায় আপনাদের মতামত দিয়েছন। আশাকরি মন্তব্যের অনুরোধটি সুন্দর ভাবে বন্ধ করা হবে। ধন্যবাদ! জনি (আলাপ) ১৭:১০, ৩০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Partial blocks model policy

Hello all,

(Apology for writing in English) I'm writing to let you know that now there is a Partial block model policy on Meta. If this wiki does not have a policy to cover partial blocks then the model policy could be adapted for this wiki. Or if you have already written a customized policy for this wiki, you can share it on the Meta page for possible use by other wikis. There is also a page where you can share examples of the way that you are using partial block on this wiki.

Please contact me if you have questions or comments about partial block. Regards, SPoore (WMF) (আলাপ) ২১:১১, ৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সাক পাপেট একাউন্ট হবার সম্ভাবনা রয়েছে।

মোঃফাহিম হাসান রাতুলNahid Hosen Mitul ব্যবহারকারীর আচরণ আমার কাছে সন্ধেহজনক মনে হচ্ছে।— ইফতেখার নাইম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

বিস্তারিত বলুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Cross-wiki spam by Misba122

Hi, please have a look at Special:CentralAuth/Misba122. ToBeFree (আলাপ) ০৫:২২, ২২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

gLocked. Thanks. ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৫, ২২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বটের বাধা অপসারণ

নকীব বটকে তানভীর ভাই বিশেষ কারণবশত (আমার অসাবধানতায়) ব্লক করেছেন। কিন্তু আমি এখন সতর্কভাবে ৩/৪ টি পাতায় পরীক্ষামূলক সম্পাদনা করতে চাচ্ছি। তাই বটকে (সাময়িকভাবে) আনব্লক করার অনুরোধ জানাচ্ছি।নকীব সরকার বলুন... ০৫:৫৫, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার অনুরোধে বাধা সেটিং পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র ব্যবহারকারী নামস্থানে সম্পাদনা করতে পারবেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৫, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
~ যুদ্ধমন্ত্রী ধন্যবাদ। কিন্তু আসলে প্রধান নামস্থানে আমার সম্পাদনা করতে হবে নতুবা সম্পূর্ণ কোড পরিবর্তন করতে হবে। তবে সম্পাদনা ৩/৪ টি পাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সাময়িকভাবে পূর্ণ আনব্লক করার অনুরোধ করছি। আপনি চাইলে সরাসরি পরিবর্তন লক্ষ্য করতে পারেন। অতঃপর সম্পাদনা শেষে বাধা দেয়া যেতে পারে। নকীব সরকার বলুন... ১১:০৫, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আসলে ব্যাপারটি এমন নয় যে, আমি আপনার পরীক্ষামূলক সম্পাদনাকে বিশ্বাস করছি না কিন্তু প্রধান নামস্থানে পরীক্ষার জন্য বাধাপ্রাপ্ত বট খুলে দেওয়া মানে হলো একটি ব্যতিক্রম উদাহরণ তৈরি করা। তাই, আমি এটি করতে পারছি না। বট অনুমোদন করা যার দায়িত্ব এটি আমি তার উপরই ছেড়ে দিতে চাই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Nokib Sarkar: এই ফাঁকে আপনি আপনার মূল অ্যাকাউন্ট থেকে পরীক্ষা করতে পারেন। আমার জানা মতে, মূল অ্যাকাউন্ট থেকে যা দিয়েই সম্পাদনা করা হোক না কেন তা বটের মত দ্রুত গতির সম্পাদনা না হলেই হল। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৬, ২৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
তানভীর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নকীব সরকার বলুন... ১১:৩৩, ৩০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
নকীব, আমার প্রথমে জানা প্রয়োজন এটি কী ধরনের পরীক্ষা, অর্থাৎ বটের কাজটি কী হবে। অনুগ্রহ করে সেটি জানান। সাধারণত আপনি যে কাজ পরীক্ষামূলকভাবে করতে চান তা যদি পরবর্তীতে পরীক্ষা সফল হলে সম্পূর্ণ কার্যকরীতার সাথে ব্যবহার করতে পারেন তার জন্য বট ফ্ল্যাগ অনুমোদনের প্রয়োজন পড়ে। আর পরীক্ষাটি সেক্ষেত্রে আবেদনের অংশ। তবে আমি এ মুহুর্তে বেশি ব্যুরোক্রেসিতে যেতে চাইছি না। আপনি এর আগেও বটের আবেদনের অনুরোধ করেছিলেন যা সফল হয়নি। আপনি যেহেতু ৩-৪টি সম্পাদনার কথা বলছেন তাই আমি ব্যতিক্রম হিসেবে আপনার বটের বাধা সীমিত সময়ের জন্য খুলে দিতে পারি। — তানভির১০:২৫, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চ: আমার নামের বানানটি ‘তানভির’, অর্থাৎ ই-কার সহযোগে। ধন্যবাদ ও শুভকামনা। ‍‍‍‍‍— তানভির১০:২৫, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় তানভির ভাই, শুভ নববর্ষ। আপনি বটের কার্যক্রম সম্পর্কে দেখতে কার্যপ্রণালী দেখতে পারেন। এখানে   যাচাই করা হচ্ছে... অবস্থাগুলোই মূলত এখন পরীক্ষা প্রয়োজন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৪:৫২, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
নকীব, ঐ পাতার অল্প লেখায় আমি কাজটির কার্যপ্রণালী খুব পরিষ্কারভাবে বুঝতে পারিনি তাই কার্যকারীতাও নির্ণয় করতে পারছি না। তবে যেহেতু আপনি ইতোমধ্যেই একটি স্ক্রিপ্ট তৈরি করেছেন তাই পরীক্ষার স্বার্থে আমি ১ সপ্তাহের জন্য আমি বাধা উঠিয়ে নিচ্ছি। আপনি অনুগ্রহ করে বট দ্বারা ১০-১৫টির বেশি সম্পাদনা করবেন না। শেষ হলে জানাবেন যাতে সম্পাদনা পরীক্ষা-নিরীক্ষা করাসহ এ ধরনের কাজের কার্যকারীতা নির্ণয় করা সম্ভব হয়। তবে সাধারণত বট ফ্ল্যাগ আবেদনের পাতাই এ ধরনের বার্তার জন্য উপযুক্ত। ধন্যবাদ। — তানভির১৪:০৯, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাধাদান

ব্যবহারকারী:Md Nahid Islam Neha কে এই সম্পাদনা বিবেচনা করে অতিসত্ত্বর বাধাদানের জন্য অনুরোধ করছি। এবং সম্পাদনার এই সংস্করণ অপসারণ করার অনুরোধ জানাচ্ছি। — অংকন (আলাপ) ০৭:১৬, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে! - Suvray (আলাপ) ০৭:৫৩, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ দাদা। :) — অংকন (আলাপ) ০৮:০৪, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন