টোঙ্গা জাতীয় ফুটবল দল
টোঙ্গা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Tonga national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে টোঙ্গার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম টোঙ্গার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা টোঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৯ সালের ২৯শে আগস্ট তারিখে, টোঙ্গা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফিজির সুভায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে টোঙ্গা তাহিতির কাছে ৮–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
ডাকনাম | টিমি ফাকাফোমুয়া | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | টোঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | ওএফসি (ওশেনিয়া) | ||
প্রধান কোচ | তিমোতে মোলেনি | ||
অধিনায়ক | সিওনে উহাতাহি | ||
সর্বাধিক ম্যাচ | কিলিফি উয়েলে (২৪) | ||
শীর্ষ গোলদাতা | উনালোলো ফেয়াও (৭) | ||
মাঠ | লটো-টোঙ্গা সোকা সেন্টার | ||
ফিফা কোড | TGA | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৯৬ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ১৬৩ (অক্টোবর ১৯৯৮) | ||
সর্বনিম্ন | ২০৭ (এপ্রিল ২০১৮, জুলাই ২০১৯) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২৩৭ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ১৮০ (আগস্ট ১৯৭৯) | ||
সর্বনিম্ন | ২৩৫ (সেপ্টেম্বর ২০১৯) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
তাহিতি ৮–০ টোঙ্গা (সুভা, ফিজি; ২৯ আগস্ট ১৯৭৯) | |||
বৃহত্তম জয় | |||
টোঙ্গা ৭–০ মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য (নাওসরি, ফিজি; ৫ জুলাই ২০০৩) | |||
বৃহত্তম পরাজয় | |||
অস্ট্রেলিয়া ২২–০ টোঙ্গা (কফস হার্বার, অস্ট্রেলিয়া; ৯ এপ্রিল ২০০১) |
১,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট লটো-টোঙ্গা সোকা সেন্টারে টিমি ফাকাফোমুয়া নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় টোঙ্গার রাজধানী নুকু'আলোফায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তিমোতে মোলেনি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ভেইটঙ্গোর রক্ষণভাগের খেলোয়াড় সিওনে উহাতাহি।
টোঙ্গা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, ওএফসি নেশন্স কাপেও টোঙ্গা এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
কিলিফি উয়েলে, উনালোলো ফেয়াও, লাফায়েলা মোয়ালা, সিওনে উহাতাহি এবং লকোয়া তাওফাহেমার মতো খেলোয়াড়গণ টোঙ্গার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
সম্পাদনাফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে টোঙ্গা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৬৩তম) অর্জন করে এবং ২০১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২০৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে টোঙ্গার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮০তম (যা তারা ১৯৭৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৯৪ | ব্রুনাই | ৮৭০.৬৩ | |
১৯৫ | পাকিস্তান | ৮৫৬.৫৪ | |
১৯৬ | টোঙ্গা | ৮৫৬.১৮ | |
১৯৭ | কেইম্যান দ্বীপপুঞ্জ | ৮৫১.১৯ | |
১৯৮ | সোমালিয়া | ৮৪৫.৬৬ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
২৩৫ | ৫ | অ্যাঙ্গুইলা | ৫৪৮ |
২৩৬ | কিরিবাস | ৫৪৫ | |
২৩৭ | টোঙ্গা | ৫২৫ | |
২৩৮ | নিউয়ে | ৪৯৬ | |
২৩৯ | ১ | উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ | ৪৩৪ |
প্রতিযোগিতামূলক তথ্য
সম্পাদনাফিফা বিশ্বকাপ
সম্পাদনাফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | |||||||||||||||
১৯৯৮ | উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ০ | ২ | ৩ | ১৩ | ||||||||
২০০২ | ৪ | ২ | ০ | ২ | ৭ | ৩০ | |||||||||
২০০৬ | ৪ | ১ | ০ | ৩ | ২ | ১৭ | |||||||||
২০১০ | ৪ | ১ | ০ | ৩ | ৬ | ১০ | |||||||||
২০১৪ | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৪ | |||||||||
২০১৮ | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৮ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ২২ | ৭ | ১ | ১৪ | ২৩ | ৮২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ টোঙ্গা জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০১১ তারিখে (ইংরেজি)
- ওএফসি-এ টোঙ্গা জাতীয় ফুটবল দল (ইংরেজি)