টেস্ট ক্রিকেটে ত্রি-শতকের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
টেস্টখেলুড়ে ১০টি দেশের মধ্য থেকে ফেব্রুয়ারি, ২০১৮ সাল পর্যন্ত ৮টি দেশের ২৬ জন ব্যাটসম্যান ৩০টি ত্রি-শতক হাঁকিয়েছেন।[১] কিন্তু, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের পক্ষে কেউ এই সম্মান এখনও অর্জন করতে পারেননি।[১]
টেস্টে প্রথম ত্রি-শতক করেন ইংল্যান্ডের অ্যান্ডি স্যান্ডহাম, ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।[২]
ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডোনাল্ড ব্র্যাডম্যান ও ভারতের বীরেন্দ্র শেওয়াগ টেস্টে একাধিক ত্রি-শতকের অধিকারী।[১]
নির্দেশিকা
সম্পাদনানির্দেশিকা | দ্রষ্টব্য |
---|---|
* | ব্যাটসম্যান অপরাজিত বোঝানো হয়েছে |
ইনিংস | যেই ইনিংসে ত্রি-শতক অর্জিত হয়। |
তারিখ | ম্যাচ শুরুর তারিখ। |
সেইসময়ের সর্বোচ্চ ছিলো বোঝানো হয়েছে। |
ত্রি-শতক ও তদূর্ধ্ব
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Records / Test matches / Batting records / Most runs in an innings"। CricInfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১০।
- ↑ "Records / Test matches / Batting records / Most runs in an innings (progressive record holder)"। CricInfo। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট রান (ক্রিকইনফো থেকে)
- টেস্ট ক্রিকেটে ত্রি-শতক (রেডিফ.কম থেকে)