জাহাঙ্গীর আলম কবির

বাংলাদেশী কবি, লেখক ও সাংবাদিক

জাহাঙ্গীর আলম কবীর (ইংরেজি : Jahangir Alam Kabir) (জন্ম: ২ সেপ্টেম্বর, ১৯৫৭) একজন বাংলাদেশী কবি, লেখক এবং সাংবাদিক।[১] [২] তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি,[৩] এবং দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক[৪] [৫] [৬] [৭] [৮]

প্রবীন সাংবাদিক

জাহাঙ্গীর আলম কবীর
Jahangir Alam Kabir
কবীর ২০২০ সালে
জন্ম (1957-09-02) ২ সেপ্টেম্বর ১৯৫৭ (বয়স ৬৬)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষারাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশাকবি, লেখক, সাংবাদিক
দাম্পত্য সঙ্গীপ্রতীতি জাহাঙ্গীর
সন্তান
পিতা-মাতা
  • নুরুল হক (পিতা)
  • রহিমা বেগম (মাতা)

পেশাগত জীবন

সম্পাদনা

ছাত্র জীবন থেকেই তিনি পত্র-পত্রিকার সাথে জড়িয়ে পড়েন। ১৯৭৮ সালে যশোরের ‘দৈনিক রাণার’ ও ‘সাপ্তাহিক দেশ হিতৈষী’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে তাঁর সাংবাদিকতার জীবন শুরু হয়। এরপর থেকে তিনি লেখালেখি করতে থাকেন সংবাদপত্রের সকল শাখায়। বিরতিহীন ভাবে তিনি লিখে যাচ্ছেন গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, ফিচার। এ পর্যন্ত তিনি দু’বাংলার পৌনে দু’শ পত্র-পত্রিকায় লিখেছেন।

জাহাঙ্গীর আলম কবীর সাংবাদিকতায় আসার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সহকারী সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, স্টাফ রির্পোটার, জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি হিসেবে কাজ করেন। দৈনিক আজাদ, দৈনিক দেশ, দৈনিক মিল্লাত, দৈনিক ভোরের ডাক, দৈনিক বর্তমান, দৈনিক ঠিকানা, দৈনিক রাণার, দৈনিক কল্যাণ, দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক পূরবী, দৈনিক আজকের সাতক্ষীরা[৯], দৈনিক সাতনদী[১০], সাপ্তাহিক দেশ হিতৈষী, সাপ্তাহিক গণমানস, সাপ্তাহিক রোববার, সাপ্তাহিক জাগরণ, সাপ্তাহিক লাবণী, সাপ্তাহিক মুক্তি, সাপ্তাহিক ছায়াপথ, সাপ্তাহিক ছায়াছন্দ, সাপ্তাহিক বিচিত্র সংবাদ, সাপ্তাহিক সাতক্ষীরা ডাইজেস্ট, সাপ্তাহিক আগমন, প্রভৃতি পত্রিকায় তাঁর সরব পদচারণা ছিল। ডেভফিচার, ডেভপ্রেস ফিচার, পিআবি-প্যানোস, ডেপথনিউজ- এশিয়া, মাসিক যোগাযোগ, মাসিক লোকজন ও মাসিক সচিত্র বাংলাদেশ-এর কট্রিবিউটর।

বর্তমানে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা ও ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক নির্ভিক সংবাদের নির্বাহী সম্পাদকের দয়িত্ব সুনামের সাথে পালন করছেন। এই দীর্ঘ ৪২ বছর সাংবাদিকতা জীবনে তিনি মরহুম রোকনুজ্জামান খান (দাদা ভাই), মাহফুজ ইল্লাহ, সালিম সামাদ, গিয়াস কামাল চৌধুরী, ডি রোজালিন কস্তা, কোল পি ডজ, ডাঃ লুৎফর রহমান তালুকদার, খোন্দকার আলী আশরাফ, ডঃ আতিউর রহমান, খুশী কবীর, মাহবুব-উল-করিম, ডঃ আবুল বারকাত, আব্দুল মতিন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ফিলিপ গাইন, ব্যারিস্টার লুৎফর রহমান শাহজাহান, সানাউল্লাহ নূরী, মোনাজাত উদ্দিন, সিরাজুদ দাহার খান, ডঃ কাশেম চৌধুরী, ডঃ সাখাওয়াত আলী খান, ডঃ এম ইব্রাহিম, ডঃ জীবেন রায়, অধ্যাপক এ এক এম নূরুল আনোয়ার, অধ্যাপক শুভাগত চৌধুরী, সৈয়দ আশরাফ আলী, ডঃ আহমেদ ফারুক, ফরহাদ মজহার, ডঃ কুমারিয়া বালাসুব্রামানিয়াম, রিয়াজ উদ্দিন আহমেদ, রাশেদা কে চৌধুরী, ডঃ কাজী খলীকুজ্জমান আহমদ, ডঃ আইনুন নিশাত, মোস্তফা কামাল মজুমদার, মরহুম আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন, নাজিমিিবদ্দন মোস্তান, ডঃ শামসুল কবীর, রফিকুল ইসলাম নাসিম, হেদায়েত হোসাইন মোরশেদ, চন্দন সরকার, বিপ্রদাশ বড়ুয়া, কমরেড অমল সেন, কমরেড রশিক লাল বিশ্বাস, গোলাম মাজেদ, একরাম উদ দৌলাহ, মোস্তফা মীর, ডঃ রেজোয়ান সিদ্দিকী, সৈয়দা রিজওয়ানা হাসান, ডঃ ইনাম আহমেদ চৌধুরী, শামীমা চৌধুরী, মহসিন হোসেন বাবলু প্রভৃতি ব্যক্তির সাহচার্য পান।

সাংবাদিকতা জীবনে জাহাঙ্গীর আলম কবীর পরিবেশ, উন্নয়ন ও মানবাধিকার আন্দোলনে জড়িয়ে পড়েন। আন্দোলনের সহযোগী শক্তি হিসেবে মানুষের সচেতনতা সৃষ্টিতে এসব বিষয়ে কলম ধরেন। ফিচার ও সংবাদ তৈরী করে দক্ষিণ বাংলায় বিশিষ্টতা অর্জন করেছেন। তাঁর সফলতার প্রতি মুগ্ধ হয়ে ১৯৯১ সালে ফোর্ড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ‘সিএফএসডি’ পরিবেশ বিষয়ে ফেলোশীপ প্রদান করে। তিনি ১৯৯১ সাল থেকে পরিবেশ, উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা, সংবাদ মাধ্যমে উন্নয়ন তথ্য পরিবেশন, পরিবেশ সাংবাদিকতা, বন ও পরিবেশ আইন, স্বাস্থ্য, ওষুধের যথাযথ ব্যবহার, শিশু অধিকার, টিকাদান কর্মসূচি, আন্তঃনদী সংযোগ, জীববৈচিত্র্য ব্যবস্থাপনা, শিশু ও নারী পাচার, প্রকল্প ব্যবস্থাপনা, ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ পান ও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন। জাহাঙ্গীর আলম কবীর, দৈনিক কল্যাণের বার্তা সম্পাদক ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনের যৌথ গবেষণা কর্ম ‘আশা নিরাশার উলশী’ গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯২ সালে। ১৯১৮ সালে অক্সফামের আর্থিক সহযোগিতা, আশ্রয় ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও চুপড়িয়া মহিলা সংস্থার বান্তবায়নে দুর্যোগ বিষয়ে ফেলোশীপ লাভ করেন। তার গবেষণাকর্মে নাম ‘ঘূর্ণিঝড় উপদ্রুত উপকূল’।

রাজনীতির সাথে জাহাঙ্গীর আলম কবীরের সম্পর্ক জন্মসূত্রে। ছাত্র জীবনেই তিনি ওয়ার্কার্স পার্টির সদস্য এবং যশোর জেলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ১৯৮২ সালে সামরিক শাসনের বিরুদ্ধে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও সংগঠক ছিলেন। ছিলেন গণতান্ত্রিক যুব আন্দোলনের যশোর জেলার প্রথম সারির নেতা। রাজনীতি ও সাংবাদিকতার পাশপাশি একজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সময় বসুন্দিয়ার বৈশাখী সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠি, বসুন্দিয়া প্রেস ক্লাব, নওয়াপাড়া প্রেস ক্লাব, নওয়াপাড়ার প্রত্যাশা সাহিত্য গোষ্ঠি, অভয়নগর সাহিত্য একাডেমী, চেতনা, যশোর অংকুর সংস্কৃতি ও নাট্য আন্দোলন, খাদিজা পারভিন সঙ্গীত একাডেমী, জাতীয় সাংবাদিক সংস্থা, এফডিসি, সবার জন্য পরিবেশসহ অগণিত ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দান করেছেন। এখনও করছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ও রেড ক্রিসেন্ট সাতক্ষীরা জেলা ইউনিটের আজীবন সদস্য, জেলা সাস্কৃতিক পরিষদের প্রতিনিধি সদস্য এবং পঞ্চগ্রাম যুব সমিতির সদস্য। মাধবকাটি অন্বেষা গণ-পাঠাগার এবং মাধবকাটি নাট্য সংস্থার উপদেষ্টা। বর্তমানে তিনি সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিসেন্ট-এর সভাপতির দাদ্বিত্ব পালন করছেন।[১১][১২]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

জাহাঙ্গীর আলম কবীরের জন্ম ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার চন্ডিপুর গ্রামে। পিতা নূরুল হক, মাতা রহিমা বেগম। বিয়ে করেছেন ১৯৮৫ সালে, স্ত্রী প্রতীতি জাহাঙ্গীর (ময়না)। বড় ছেলে আওরঙ্গজেব অভি, মেয়ে মমতাজ জাহান ইভা এবং ছোট ছেলে মাসরাফি হোসেন অন্তুকে নিয়ে তাঁদের সংসার।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. kazikalantor (২০২১-০৯-০২)। "সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীরের ৬৪তম জন্মদিন"দৈনিক কালান্তর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১২ 
  2. "সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীরের ৬৪তম জন্মদিন আজ - Patradoot.net"Daily Patradoot (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১২ 
  3. "সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন ২০২২-২৩ ১৩ টি পদে ২৪ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ!" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১২ 
  4. "দৈনিক 'আজকের সাতক্ষীরা'র ১৬ বছর পূর্তি উদযাপন"satkhiraprotidin.net। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪ 
  5. সংলাপ, সত্যের সন্ধানে দৈনিক সময়ের (২০২২-০৬-২০)। "দৈনিক আজকের সাতক্ষীরা ১৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্টিত"সত্যের সন্ধানে দৈনিক সময়ের সংলাপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১২ 
  6. "দৈনিক ভোরের দর্পণ ২৩ তম বর্ষের পদার্পন"The Daily Bhorer Darpan (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১২ 
  7. নিউজ, ডেস্ক (২০২২-০৬-০১)। "সাতক্ষীরায় জার্নালিস্ট এ্যাসোসিয়েশন'র সাধারণ সভা অনুষ্ঠিত হয় জাহাঙ্গীর আলম কবীরের সভাপতিত্বে"কলারোয়া নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৩ 
  8. Aminur (২০২০-১০-০৫)। "কালিগঞ্জে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত"DESHTIMES 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৩ 
  9. "https://www.banglanews24.com/print/1088755"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৩  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  10. সাতক্ষীরা, দৈনিক (২০১৮-১১-২৪)। "সাতক্ষীরায় এলনা প্রকল্পের আওতায় সিটিপি প্লাটফরম প্রস্তুত ও জাতীয় পর্যায় কর্মশালায় অংশগ্রহণ করেন দৈনিক সাতনদীর নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৩ 
  11. সাতক্ষীরা, দৈনিক (২০১৮-১১-২৪)। "সাতক্ষীরায় এলনা প্রকল্পের আওতায় সিটিপি প্লাটফরম প্রস্তুত ও জাতীয় পর্যায় লিংক করার উপর কর্মশালা" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৩ 
  12. FNS24। "কুল্যায় স্যানিটারী ল্যাট্রিন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ"Fns24.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৩