বিপ্রদাশ বড়ুয়া
একুশে পদক প্রাপ্ত লেখক
বিপ্রদাশ বড়ুয়া হলেন একজন বাংলাদেশী লেখক। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৪ সালে একুশে পদক লাভ করেন। [১] [২]
বিপ্রদাশ বড়ুয়া | |
---|---|
জন্ম | ইছামতি, রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রাম | ২০ আগস্ট ১৯৪০
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | লেখক ও অধ্যাপক |
পিতা-মাতা | তরুণকুমার বড়ুয়া (পিতা) সুষমা বড়ুয়া (মাতা) |
পুরস্কার | একুশে পদক (২০১৪) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১) |
জীবনী
সম্পাদনাবিপ্রদাশ বড়ুয়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামে ১৯৪০ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শিশু একাডেমি তে কর্মরত ছিলেন এবং সহকারী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।[১][২]
সাহিত্যকর্ম
সম্পাদনা- উপন্যাস
- মুক্তিযোদ্ধারা(১৯৯১)
- অচেনা
- ভয় ভালোবাসা নির্বাসন(১৯৮৮)
- সমুদ্রের ও বিদ্রোহীরা(১৯৯৯)
- শিশুতোষ উপন্যাস
- রোবট ও ফুল ফোটানোর রহস্য
- তাঁতি ও ঘোড়ার ডিম
- আরব্য রজনী
- অজগর রাজা
- ডাকাত ডাকাত
- ছোটগল্প
- যুদ্ধজয়ের গল্প
- গাঙচিল
- সাদা কফিন
- নদীর নাম গণতন্ত্র
- শিশুতোষ গল্প
- সূর্য লুঠের গান
- প্রবন্ধ
- কবিতায় বাকপ্রতিমা
- নাটক
- কুমড়োলতা ও পাখি
- জীবনী
- বিদ্যাসাগর (১৯৮৮)
- পল্লীকবি জসীমউদ্দীন
পুরস্কার
সম্পাদনা- অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার (২ বার)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১)
- অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (১ বার)
- একুশে পদক (২০১৪)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বিপ্রদাশ বড়ুয়ার ৭৫তম জন্মদিন"। বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ "বরেণ্য : বিপ্রদাশ বড়ুয়া"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২।