২৭ এপ্রিল
তারিখ
(এপ্রিল ২৭ থেকে পুনর্নির্দেশিত)
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | |
২০২১ |
২৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৭তম (অধিবর্ষে ১১৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলীসম্পাদনা
- ১০৬৪ - আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন।
- ১৫২৬- মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন।
- ১৫৬৫- ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ "সেবু" স্থাপিত হয়।
- ১৬৬৭- অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
- ১৮৭৮ - কলকাতা বিশ্ববিদ্যালয় নারীশিক্ষা দানের ব্যবস্থা করে ও নারীদের এন্ট্রান্স পরীক্ষায় বসার সম্মতি প্রদান করে ।
- ১৯০৮ - লন্ডনে আধুনিক যুগের অলিম্পিকের চতুর্থ আসরের পর্দা ওঠে।
- ১৯৫০ - ব্রিটেন ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
- ১৯৬০ - টোগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।
- ১৯৬১ - পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- ১৯৭২- অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
- ১৯৭৭ - আফগানিস্তানে জেনারেল আব্দুল কাদের এক অভ্যুত্থানের মাধ্যমে ততকালীন প্রেসিডেন্ট দাউদ খানকে হত্যা করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নুর মোহাম্মদ তারাকিকে ক্ষমতায় বসান।
- ১৯৮৯- বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।
- ১৯৯২ - রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়।
- ২০১০ - বাংলাদেশি স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
জন্মসম্পাদনা
- ১৭৩৭ - এডওয়ার্ড গিবন, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
- ১৭৫৯ - মেরি ওলস্টোনক্রাফট, অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
- ১৭৯১ - স্যামুয়েল মোর্স, মার্কিন উদ্ভাবক ও চিত্রশিল্পী। (মৃ.০২/০৪/১৮৭২)
- ১৮২০ - হার্বার্ট স্পেনসার ইংরেজ দার্শনিক ও জীববিজ্ঞানী ।(মৃ.০৮/১২/১৯০৩)
- ১৮২২ - ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
- ১৮৭৫ - ফ্রেডরিক ফেন, আইরিশ বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার। (মৃ. ১৯৬০)
- ১৮৮১ - শরচ্চন্দ্র পণ্ডিত, দাদাঠাকুর নামে সুপরিচিত মফস্বল বাংলার বলিষ্ঠ সাংবাদিকতার ধারার স্রষ্টা,কৌতুক কবি।(মৃ.২৭/০৪/১৯৬৮)
- ১৮৯৭ -প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছদ্মবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ।(মৃ.২০/০৯/১৯৮৬)
- ১৯১২ - জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন। (মৃ.১০/০৭/২০১৪)
- ১৯৩২ - আনুক এমে, ফরাসি অভিনেত্রী।
- ১৯৩২ - ক্যাসি কাশেম, তিনি ছিলেন আমেরিকান ডীজেয়, সঙ্গীত ইতিহাসবিদ, রেডিও কীর্তি ও ভয়েস অভিনেতা।
- ১৯৩৫ - থিওডোরোস আঙ্গেলোপউলোস, তিনি ছিলেন গ্রিক পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৩৬ - স্যার ফজলে হাসান আবেদ, তিনি কেসিএমজি একজন বাংলাদেশী সমাজকর্মী ও বিশ্বের বৃহত্তম বেসরকারী সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
- ১৯৩৬ - পাকিস্তানের টেস্ট ক্রিকেটার খালিদ ওয়াজির। তিনি দেশের হয়ে দু’টি টেস্ট খেলেন।
- ১৯৩৭ - স্যান্ডি ডেনিস, আমেরিকান অভিনেত্রী। (মৃ. ১৯৯২)
- ১৯৪১ - ফেতহুল্লাহ গুলেন, একজন তুর্কি ধর্মপ্রচারক, লেখক, শিক্ষক এবং মুসলিম চিন্তাবিদ।
- ১৯৫৪ - ফ্রাঙ্ক বাইনিমারামা, তিনি ফিজিও কমান্ডার, রাজনীতিবিদ ও ৮ম প্রধানমন্ত্রী।
- ১৯৫৫ - এরিক স্মিডট, আমেরিকান ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী।
- ১৯৬৬ - পিটার ম্যাকইনটায়ার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৭৬ - ওয়াল্টার পান্ডিয়ানি, তিনি উরুগুয়ের ফুটবলার।
- ১৯৮০ - সয়বিলে বামের, তিনি অস্ট্রীয় টেনিস খেলোয়াড়।
- ১৯৮৬ - দিনারা সাফিনা, রাশিয়ান টেনিস খেলোয়াড়।
- ১৯৮৯ - লার্স বেন্ডের, তিনি জার্মান ফুটবলার।
- ১৯৮৯ - সেভেন বেন্ডের, তিনি জার্মান ফুটবলার।
- ১৯৯০ - মার্টিন কেলি, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
- ১৯৯১ - ইসহাক কুয়েন্কা, তিনি স্প্যানিশ ফুটবলার।
মৃত্যুসম্পাদনা
- ১৫২১ - ফার্ডিনান্ড ম্যাগেলান, পর্তুগিজ নাবিক ও নৌপথে পৃথিবী ভ্রমণকারী প্রথম ব্যক্তি।
- ১৮৮২ - রালফ ওয়ালদু এমারসন, তিনি ছিলেন বিখ্যাত মার্কিন লেখক ও চিন্তাবিদ।
- ১৯১৫ - আলেকজান্ডার সচরিয়াবিন, তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
- ১৯৩২ - হার্ট ক্রেন, তিনি ছিলেন আমেরিকান কবি।
- ১৯৩৬ - কার্ল পিয়ারসন, একজন ইংরেজি গণিতবিদ, জীববিজ্ঞানী ও দার্শনিক।
- ১৯৩৭ - আন্তোনিও গ্রামশি, ইতালিয়ান সমাজবিজ্ঞানী, ভাষাবিদ এবং রাজনীতিবিদ। (জ. ১৮৯১)
- ১৯৬০ - রাজশেখর বসু, বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা।(জ.১৬/০৩/১৮৮০)
- ১৯৬২ - এ. কে. ফজলুল হক, বাঙালি রাজনীতিবিদ।
- ১৯৬৮ - শরচ্চন্দ্র পণ্ডিত, দাদাঠাকুর নামে সুপরিচিত মফস্বল বাংলার বলিষ্ঠ সাংবাদিকতার ধারার স্রষ্টা,কৌতুক কবি।(জ.২৭/০৪/১৮৮১)
- ১৯৭২ - কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।
- ১৯৭৩ - জিম সিমস, তিনি ছিলেন ক্যারিয়ারে চারটি টেস্ট ম্যাচ খেলা ইংল্যান্ডের স্পিনার।
- ১৯৯২ - জাফর ইকবাল, একজন বাংলাদেশী অভিনেতা।
- ১৯৯৯ - সিরিল ওয়াশব্রুক, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৯১৪)
- ২০০৯ - ফিরোজ খান, তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
- ২০১৪ - ভুজাডিন বসকোভ, তিনি ছিলেন সার্বীয় ফুটবলার, কোচ ও ম্যানেজার।
- ২০১৭ - বিনোদ খান্না, একজন ভারতীয় অভিনেতা।
- ২০১৯ - মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।
ছুটি ও অন্যান্যসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ২৭ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |