উইলিয়াম জোন্স (ভাষাতাত্ত্বিক)

ইংরেজ ভাষাতাত্ত্বিক

উইলিয়াম জোন্স (২৮ সেপ্টেম্বর ১৭৪৬— ২৭ এপ্রিল ১৭৯৪) একজন ইংরেজ ভাষাতাত্ত্বিক। তিনি ছিলেন অ্যাংলো-ওয়েলশ ভাষাতত্ত্ববিদ, বাংলার ফোর্ট উইলিয়ামের সুপ্রিম কোর্টের বিচারিক আদালতের নিম্ন বিচারক এবং প্রাচীন ভারতের একজন পণ্ডিত, বিশেষ করে ইউরোপীয় ও ভারতীয় ভাষার মধ্যে সম্পর্ক আবিস্কারে তার প্রস্তাবের জন্য তিনি পরিচিত, পরে যেটি ইন্দো-ইউরোপীয় ভাষা নামে পরিচিত হয়। তিনি, হেনরি টমাস কোলব্রুক এবং নাথানিয়েল হ্যালহেড-এর সঙ্গে ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত করেন, এবং এশিয়াটিক রিসার্চ নামে একটি জার্নাল প্রকাশ করেন।

উইলিয়াম জোন্স
Sir William Jones.jpg
উইলিয়াম জোন্স
Puisne judge of the Supreme Court of Judicature at Fort William in Bengal
কাজের মেয়াদ
22 October 1783[১] – 27 April 1794[২]
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৭৪৬-০৯-২৮)২৮ সেপ্টেম্বর ১৭৪৬
Westminster, London
মৃত্যু এপ্রিল ২৭, ১৭৯৪(1794-04-27) (বয়স ৪৭)
কলকাতা, বৃটিশ ভারত

তথ্যসূত্রসম্পাদনা

  1. Curley p 353
  2. Curley p 434

আরো পড়ুনসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা