কার্ল পিয়ারসন (২৭ মার্চ ১৮৫৭- ২৭ এপ্রিল ১৯৩৬) তিনি ছিলেন একজন ইংরেজি গণিতবিদ, জীববিজ্ঞানী ও দার্শনিক। তাকে গাণিতিক পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞানের শাখা প্রতিষ্ঠার জন্য সম্মানিত করা হয়েছে।[][]

কার্ল পিয়ারসন
১৯১২-এ কার্ল পিয়ারসন
জন্ম
Carl Pearson
কার্ল পিয়ারসন

(১৮৫৭-০৩-২৭)২৭ মার্চ ১৮৫৭
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু২৭ এপ্রিল ১৯৩৬(1936-04-27) (বয়স ৭৯)
Coldharbour, Surrey, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনকিংস কলেজ, কেমব্রিজ
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণPrincipal Component Analysis
Pearson distribution
Pearson's r
Pearson's chi-squared test
Phi coefficient
পুরস্কারDarwin Medal (1898)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রআইনজীবী,, Germanist, eugenicist, গণিতজ্ঞ এবং পরিসংখ্যানবিদ
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি কলেজ লন্ডন
কিংস কলেজ, কেমব্রিজ
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাFrancis Galton
উল্লেখযোগ্য শিক্ষার্থীPhilip Hall
John Wishart
Julia Bell
Nicholas Georgescu-Roegen
যাদেরকে প্রভাবিত করেছেনAlbert Einstein, Henry Ludwell Moore, James Arthur Harris

কর্মজীবন

সম্পাদনা

তিনি প্রথমে ফলিত গণিত, বলবিদ্যার এবং পরে ইউজেনিক্রের অধ্যাপক হিশেবে লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বায়োমেট্রিক নামে পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন।[] স্যার ফ্রান্সিস গ্যালটন কর্তৃক জীব পরিসংখ্যানের সূচনা হয়েছিল এবং পরবর্তীতে কার্ল পিয়ারসন ও তার অনুসারীদের কর্তৃক উন্নতি লাভ করেছে।

দর্শনে অবদান

সম্পাদনা

দর্শনে পিয়ারসন ছিলেন পজিটিভিজমের প্রবক্তা। বিজ্ঞানের দর্শন বিষয়ে লেখা তার গ্রন্থে যে মতবাদ ব্যক্ত হয়েছে লেনিন তার রচনায় তাকে সুতীব্রভাবে সমালোচনা করেছেন।

গ্রন্থ তালিকা

সম্পাদনা
  • A Mathematical Theory of Random Migration (ম্যাথমেটিকাল কন্ট্রিবিউসনস টু দি থিয়োরি অব এভুলুশন),
  • On the General Theory of Skew Correlation and Non-linear Regression,
  • The Grammar of Science,
  • Die Fronica,
  • The New Werther

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Karl Pearson sesquicentenary conference"। Royal Statistical Society। ৩ মার্চ ২০০৭। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০০৮ 
  2. "[...] the founder of modern statistics, Karl Pearson." – Bronowski, Jacob (1978). The Common Sense of Science, Harvard University Press, p. 128.
  3. দাশগুপ্ত, ধীমান (এপ্রিল ১৯৯৭)। বিজ্ঞানী চরিতাভিধান (১ সংস্করণ)। কলকাতা: বাণীশিল্প। পৃষ্ঠা ৩৩। আইএসবিএন বিহীন |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)