ফুটবলার বা ফুটবল খেলোয়াড় (ইংরেজি: Footballer) একজন ব্যক্তির পোষাকি রূপ, যিনি বিশ্বের অনেক ধরনের ফুটবলের যে-কোন একটিতে অংশগ্রহণ করেন। বিশ্বে অনেকগুলো পৃথক ধরনের ক্রীড়া ফুটবল নামে পরিচিত। সর্বাধিক জনপ্রিয় ক্রীড়া ফুটবলের মধ্যে রয়েছে ফুটবল, আমেরিকান ফুটবল, কানাডিয়ান ফুটবল, অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, গেইলিক ফুটবল, রাগবি লীগরাগবি ইউনিয়ন। তন্মধ্যে, উত্তর আমেরিকায় ফুটবলের সাথে জড়িত খেলোয়াড়গণ সচরাচর সকার প্লেয়ার নামে আখ্যায়িত হয়ে থাকেন। বিশ্বজুড়ে ফুটবল খেলোয়াড়দের প্রায় ২৫০ মিলিয়নের অধিক সংস্থা রয়েছে। এইসব সংস্থা খেলোয়াড়দের বিভিন্ন প্রকরের অধিকারসহ সুযোগ সুবিধা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। অনেক ফুটবলারই বিশ্বব্যাপী বিভিন্ন নামী-দামী ক্লাবে চুক্তিতে আবদ্ধ হয়ে খেলেন ও প্রচুর অর্থ উপার্জন করেন। তারা দর্শকদের বিনোদনের লক্ষ্যে চোখ ধাঁধানো ক্রীড়াশৈলী উপস্থাপনা করে সংশ্লিষ্ট সকলের নজর কাড়েন। গুরুত্বপূর্ণ ফুটবল খেলাগুলো সরাসরি টেলিভিশনে প্রদর্শনের ফলে সংশ্লিষ্ট দর্শক-সমর্থকগণ নির্মল আনন্দ উপভোগ করেন।

২০১১ সালে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন প্যারিস সেইন্ট-জার্মেইনের ফুটবলার থিয়াগো সিলভা

ধারণা করা হয় যে, বিশ্বে আনুমানিক ২৫০ মিলিয়ন ফুটবল খেলোয়াড় রয়েছেন।[] তাদের অনেকেই বিভিন্ন ধরনের ফুটবলের সাথে জড়িত আছেন।

গবেষণায় দেখা গেছে যে, ফুটবল খেলোয়াড়গণ রেফারী কর্তৃক পেনাল্টি কিকে বাঁশী বাজানোর ২০০ মিলি সেকেন্ডের মধ্যে গোলপোস্টে শট নিলে তা অধিক কার্যকরী হয়। অন্যদিকে ফুটবলারগণ যদি সেকেন্ডের চেয়ে বেশি সময় নেন, তাহলে শটটি লক্ষ্যভ্রস্ট হবার সম্ভাবনা অধিক থাকে।[]

জীবিকা

সম্পাদনা

ফুটবল খেলোয়াড়রা প্রথমে অপেশাদার হিসেবে তাদের ক্যারিয়ার শুরু করে। পর্যায়ক্রমে তারা পেশাদারিত্ব ফুটবলের মাধ্যমে খ্যাতির উচ্চ পর্যায়ে নিজেদের নিয়ে যায়। সাধারণত স্থানীয় কোন দলে নিজেকে যুক্ত করার মাধ্যমে ফুটবলে যুক্ত হয়। যখন তারা নিজেদের মেধা,দক্ষতা প্রদর্শন করে তখন বিভিন্ন ফুটবল ক্লাব তাদেরকে নিজেদের দলে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে। নিজস্ব দক্ষতা, অনন্য প্রতিভাগুণে সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণপূর্বক অন্যত্র খেলার প্রস্তাবনা পান ও চুক্তিতে আবদ্ধ হন। একবার চুক্তিতে স্বাক্ষর করা হয়ে গেলে তারা আরও নিখুঁত সুন্দর খেলা উপহার দেয়ার লক্ষ্যে আরও উন্নততর ফুটবলের কৌশল শিখতে থাকেন। সেরা খেলোয়াড়গণ একসময় উচ্চ পর্যায়ের দলে পেশাদারী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন ও এর মাধ্যমে জীবনধারন করেন। এভাবে পর্যায়ক্রমে জাতীয় দলে অংশগ্রহণ করার মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক ক্লাবের হয়ে খেলার দ্বার উন্মুক্ত হয়।

২০১০ সালের মার্চে, ফুটবলভিত্তিক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের তালিকায় লিওনেল মেসিকে শীর্ষস্থানে রাখে। ২৯.৬ মিলিয়ন পাউন্ড (৩৩ মিলিয়ন ইউরো) বার্ষিক আয় নিয়ে ডেভিড বেকহ্যামক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে তিনি শীর্ষস্থান দখল করেন। বেতন, বোনাস ও মাঠের বাহিরের বিভিন্ন মাধ্যম হতে তিনি এই অর্থ আয় করে থাকেন।[][] তার সর্বমোট সম্পত্তি হিসাব করা হয়েছে ১১০ মিলিয়ন ইউএস ডলার।[]

সাধারণ আঘাত

সম্পাদনা

আমেরিকান ফুটবল খেলোয়াড়েরা সম্মুখে ঝুঁকে মাথায় বল লাগানোয় আঘাতপ্রাপ্তি ঘটে। এরফলে তারা আলঝেইমারে আক্রান্ত হতে পারেন।[] ট্যাকেল দেবার ফলে অধিকাংশ ফুটবলে আঘাত হয়ে থাকে।

বিখ্যাত খেলোয়াড়দের তালিকা[]

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. football – Britannica Online Encyclopedia. Britannica.com (1970-04-21). Retrieved on 2011-11-05.
  2. ResearchBlogging.orgJordet, G., Hartman, E., & Sigmundstad, E. (2009). Temporal links to performing under pressure in international Association Football penalty shootouts Psychology of Sport and Exercise, 10 (6), 621–627 ডিওআই:10.1016/j.psychsport.2009.03.004. Bps-research-digest(2009-09-10). Retrieved on 2011-11-05.
  3. Peck, Brooks (২৩ মার্চ ২০১০)। "Davey Becks no longer the world's best paid footballer"। Yahoo!। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩ 
  4. "Messi tops rich list ahead of Beckham – Sports – Football – ibnlive"। IBNLive। ২৩ মার্চ ২০১২। ২০১৯-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩ 
  5. "Highest-Paid Footballers 2012 – Richest Footballers " The Richest People In The World 2012"। The Richest। ২৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩ 
  6. Ritter, Jim. (2011-07-18) Research: Football players may be more vulnerable to Alzheimer's | Loyola University Health System ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ডিসেম্বর ২০১১ তারিখে. Loyolahealth.org. Retrieved on 2011-11-05.
  7. "Top 50 Greatest Footballers Of All-Time – Pelé, Maradona, Messi And Ronaldo Included In The Best Soccer Players Ever List"International Business news। Jason Le Miere। সংগ্রহের তারিখ July 10 2014 5:40 PM  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  8. "op 10 Greatest Soccer Players of All Time"http://sporteology.com/। ৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৪  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)

আরও দেখুন

সম্পাদনা