উত্তরবঙ্গ মেইল
উত্তরবঙ্গ মেইল (ট্রেন নং-৭/৮) বাংলাদেশের উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় একটি মেইল ট্রেন। ট্রেনটি যাত্রাপথে বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাকে সংযুক্ত করে। কিন্তু ২০২০ সাল থেকে এই ট্রেন চলাচল বন্ধ আছে।[১][২]
উত্তরবঙ্গ মেইল | |||||
---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||
পরিষেবা ধরন | মেইল ট্রেন | ||||
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে | ||||
যাত্রাপথ | |||||
শুরু | সান্তাহার রেলওয়ে স্টেশন | ||||
বিরতি | ৫৩ | ||||
শেষ | পঞ্চগড় রেলওয়ে স্টেশন | ||||
পরিষেবার হার | দৈনিক (বর্তমানে বন্ধ) | ||||
রেল নং | ০৭/০৮ | ||||
যাত্রাপথের সেবা | |||||
শ্রেণী | শোভন | ||||
আসন বিন্যাস | আছে | ||||
ঘুমানোর ব্যবস্থা | নাই | ||||
অটোরেক ব্যবস্থা | নাই | ||||
খাদ্য সুবিধা | নাই | ||||
পর্যবেক্ষণ সুবিধা | নাই | ||||
বিনোদন সুবিধা | আছে | ||||
মালপত্রের সুবিধা | আছে | ||||
কারিগরি | |||||
গাড়িসম্ভার | ৯ | ||||
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) মিটারগেজ | ||||
পরিচালন গতি | ৮০ | ||||
|
যাত্রী
সম্পাদনাউত্তরবঙ্গ মেইল যাত্রাপথে থাকা সব স্টেশনে বিরতি দেওয়ার কারণে প্রচুর যাত্রীচাপ থাকে। এ যাত্রীরা মুলত সংক্ষিপ্ত পথ বা কাছাকাছি স্টেশনে যায় ।
স্টেশন তালিকা
সম্পাদনাউত্তরবঙ্গ মেইল দুই রেকে চলাচল করে। একটি রেক সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ৭ আপ হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে। অপর রেক পঞ্চগড় থেকে ছেড়ে যায় ৮ ডাউন হয়ে সান্তাহারের উদ্দেশ্যে । এই মেইল ট্রেনটি যাত্রাপথে থাকা ৫৪ টি স্টেশনের সবগুলোতেই যাত্রাবিরতি দেয় । সবগুলো স্টেশনের তালিকা নিম্নে দেওয়া হলো :
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- আদমদিঘী রেলওয়ে স্টেশন
- নসরতপুর রেলওয়ে স্টেশন
- আলতাফনগর রেলওয়ে স্টেশন
- তালোড়া রেলওয়ে স্টেশন
- পাচঁপীর মাজার রেলওয়ে স্টেশন
- কাহালু রেলওয়ে স্টেশন
- বগুড়া রেলওয়ে স্টেশন
- গাবতলী রেলওয়ে স্টেশন
- সুখানপুকুর রেলওয়ে স্টেশন
- সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশন
- ভেলুরপাড়া রেলওয়ে স্টেশন
- সোনাতলা রেলওয়ে স্টেশন
- শালমারা হল্ট রেলওয়ে স্টেশন
- মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন
- বোনারপাড়া রেলওয়ে স্টেশন
- বাদিয়াখালী রেলওয়ে স্টেশন
- ত্রিমোহনী রেলওয়ে স্টেশন
- গাইবান্ধা রেলওয়ে স্টেশন
- কুপতলা রেলওয়ে স্টেশন
- কামারপাড়া রেলওয়ে স্টেশন
- নলডাঙ্গা রেলওয়ে স্টেশন
- বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন
- হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন
- চৌধুরাণী রেলওয়ে স্টেশন
- পীরগাছা রেলওয়ে স্টেশন
- অন্নদানগর রেলওয়ে স্টেশন
- কাউনিয়া রেলওয়ে স্টেশন
- মীরবাগ রেলওয়ে স্টেশন
- রংপুর রেলওয়ে স্টেশন
- শ্যামপুর রেলওয়ে স্টেশন
- আওলিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন
- বদরগঞ্জ রেলওয়ে স্টেশন
- খোলাহাটি রেলওয়ে স্টেশন
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- মন্মথপুর রেলওয়ে স্টেশন
- চিরিরবন্দর রেলওয়ে স্টেশন
- কাউগাঁ রেলওয়ে স্টেশন
- দিনাজপুর রেলওয়ে স্টেশন
- কাঞ্চন রেলওয়ে স্টেশন
- বাজনাহার রেলওয়ে স্টেশন
- মঙ্গলপুর রেলওয়ে স্টেশন
- মোল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন
- সুলতানপুর স্কুল রেলওয়ে স্টেশন
- পীরগঞ্জ রেলওয়ে স্টেশন
- ভোমরাদহ রেলওয়ে স্টেশন
- শিবগঞ্জ রেলওয়ে স্টেশন
- ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন
- আখানগর রেলওয়ে স্টেশন
- রুহিয়া রেলওয়ে স্টেশন
- কিসমত রেলওয়ে স্টেশন
- নয়নিবুরুজ রেলওয়ে স্টেশন
- পঞ্চগড় রেলওয়ে স্টেশন
দুর্ঘটনা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পরিত্যক্ত স্টেশন, ঘাসে বসে ট্রেনের অপেক্ষা"। https://www.risingbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৯।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "গরিবের সেই দুটি ট্রেন আজও চালু হলো না"। Protidiner Bangladesh। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫।
- ↑ "দুর্ঘটনায় উত্তরবঙ্গ মেইল, নিহত ১"। সমকাল। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- ↑ "রংপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।