দিনাজপুর রেলওয়ে স্টেশন
বাংলাদেশের দিনাজপুর শহরে অবস্থিত রেলওয়ে স্টেশন
দিনাজপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার দিনাজপুর সদর উপজেলা শহরে অবস্থিত ১৮৮৪ সালে স্থাপিত একটি রেলওয়ে স্টেশন।[১][২][৩][৪]
দিনাজপুর রেলওয়ে স্টেশন | |
---|---|
অবস্থান | দিনাজপুর বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৫°৩৭′৩০″ উত্তর ৮৮°৩৭′৫৮″ পূর্ব / ২৫.৬২৫১° উত্তর ৮৮.৬৩২৮° পূর্ব |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | পার্বতীপুর-পঞ্চগড় লাইন, বারসোই–পার্বতীপুর লাইন |
প্ল্যাটফর্ম | ৩ টি |
রেলপথ | ৪ টি |
নির্মাণ | |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
অন্য তথ্য | |
স্টেশন কোড | DGP |
অবস্থান | |
পরিষেবা
সম্পাদনাদিনাজপুর রেলওয়ে স্টেশন দিয়ে যে ট্রেনগুলো চলাচল করে, তা নিম্নে তা উল্লেখ করা হলো:
আন্তঃনগর ট্রেন
কমিউটার ট্রেন
মেইল ট্রেন
লোকাল ট্রেন
বন্ধ হয়ে গেছে;
ইতিহাস
সম্পাদনাদিনাজপুর রেলওয়ে স্টেশন পার্বতীপুর-পঞ্চগড় লাইনে অবস্থিত দিনাজপুর জেলার একটি রেলওয়ে স্টেশন। পার্বতীপুর-পঞ্চগড় রেললাইনটি ডুয়েল গেজ সম্পন্ন এ লাইনে ব্রডগেজ ও মিটারগেজ ট্রেন চলাচল করে।
চিত্রশালা
সম্পাদনা-
দিনাজপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের রাতের দৃশ্য
-
বহিঃদৃশ্য
তথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে দিনাজপুর রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ "দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
- ↑ "দৈনিক জনকন্ঠ || দিনাজপুর থেকে সরাসরি কক্সবাজার যাবে ট্রেন ॥ রেলমন্ত্রী"। দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
- ↑ "দিনাজপুর রেলওয়ে স্টেশন জিআরপি থানার ৭মার্চ উদ্যাপন"। www.livenews24bd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দিনাজপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২।
লুয়া ত্রুটি মডিউল:পার্শ্ববর্তী_স্ এর 238 নং লাইনে: অজানা লাইন "পঞ্চগড়-পার্বতীপুর"।