রুহিয়া রেলওয়ে স্টেশন

রুহিয়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার একটি রেলওয়ে স্টেশন

রুহিয়া রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানঠাকুরগাঁও, রংপুর
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনপার্বতীপুর-পঞ্চগড় লাইন
প্ল্যাটফর্ম১টি
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
অবস্থান
মানচিত্র

ইতিহাসসম্পাদনা

রুহিয়া রেলওয়ে স্টেশন ১৯২৮ সালের ৮ই মে প্রথম চালু করা হয়। আগে এই লাইন দিনাজপুর পর্যন্ত ছিলো যা পরবর্তীতে রুহিয়া পর্যন্ত বর্ধিত করা হয়। এটি পার্বতীপুর-পঞ্চগড় লাইনে অবস্থিত ঠাকুরগাঁও জেলার একটি রেলওয়ে স্টেশন। পার্বতীপুর-পঞ্চগড় রেললাইনটি ডুয়েল গেজ সম্পন্ন এ লাইনে ব্রডগেজমিটারগেজ ট্রেন চলাচল করে।

পরিষেবাসম্পাদনা

রুহিয়া রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের নাম নিম্নে দেওয়া হলো:[১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "টিকিট চেয়ার বাহিনীর দখলে : রুহিয়া রেলওয়ে স্টেশন"ekusherchokh.com। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 

লুয়া ত্রুটি মডিউল:পার্শ্ববর্তী_স্ এর 238 নং লাইনে: অজানা লাইন "পঞ্চগড়-পার্বতীপুর"।