নয়নিবুরুজ রেলওয়ে স্টেশন
নয়নিবুরুজ রেলওয়ে স্টেশন বাংলাদেশের পঞ্চগড় জেলার একটি রেলওয়ে স্টেশন।[১] এটি পঞ্চগড় সদর উপজেলার ৯নং মাগুড়া ইউনিয়নে অবস্থিত।
নয়নিবুরুজ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশ রেলওয়ের স্টেশন | |
অবস্থান | পঞ্চগড়, রংপুর![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | পার্বতীপুর-পঞ্চগড় লাইন |
প্ল্যাটফর্ম | ১টি |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | ১৯৬৭ |
অবস্থান | |
![]() |
ইতিহাস
সম্পাদনানয়নিবুরুজ রেলওয়ে স্টেশনটি রুহিয়া-পঞ্চগড় রেলপথে অবস্থিত।[২] এই রেলপথটি পাকিস্তান আমলে ১৯৬৭ সালে তৈরি করা হয়।
পরিষেবা
সম্পাদনানয়নিবুরুজ রেলওয়ে স্টেশনটি একটি ডি ক্লাস স্টেশন। এখানে একটি আন্তঃনগর ট্রেন ছাড়া মুলত মেইল ও কমিউটার ট্রেন গুলো যাত্রাবিরতি দেয়। নিম্নে যাত্রাবিরতি দেওয়া ট্রেনের নাম দেওয়া হলোঃ
- দোলনচাঁপা এক্সপ্রেস
- উত্তরবঙ্গ মেইল
- পঞ্চগড় কমিউটার
- কাঞ্চন কমিউটার
- লোকাল ট্রেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পরিত্যক্ত স্টেশন, ঘাসে বসে ট্রেনের অপেক্ষা"। https://www.risingbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৯।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল বন্ধ ২ দিন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
লুয়া ত্রুটি মডিউল:পার্শ্ববর্তী_স্ এর 238 নং লাইনে: অজানা লাইন "পঞ্চগড়-পার্বতীপুর"।