দোলনচাঁপা এক্সপ্রেস

বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিষেবা

দোলনচাঁপা এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৭/৭৬৮) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল কারী একটি আন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন

দোলনচাঁপা এক্সপ্রেস
সান্তাহার জংশনে অবস্থানরত দোলনচাঁপা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
স্থানউত্তরবঙ্গ,  বাংলাদেশ
প্রথম পরিষেবা১৬ মার্চ ১৯৮৬; ৩৮ বছর আগে (16 March 1986)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুসান্তাহার জংশন রেলওয়ে স্টেশন
বিরতি২২ টি
শেষপঞ্চগড় রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়১০ ঘণ্টা
পরিষেবার হারপ্রতিদিন
রেল নং৭৬৭/৭৬৮
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন, শোভন চেয়ার, প্রথম শ্রেণী
অক্ষমদের প্রবেশাধিকারআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানা
অটোরেক ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধানা
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারনীল-হলুদ ভ্যাকুয়াম কোচ
ট্র্যাক গেজমিটারগেজ
রক্ষণাবেক্ষণসান্তাহার
রেক ভাগকরণপঞ্চগড় ও সান্তাহার উভয়প্রান্ত থেকেই ২ টি রেক যাত্রা শুরু করে
পথের মানচিত্র
সান্তাহার ⇌ বগুড়া ⇌ গাইবান্ধা ⇌ কাউনিয়া ⇌ রংপুর ⇌ পার্বতীপুর ⇌ দিনাজপুর ⇌ পঞ্চগড়

ইতিহাস

সম্পাদনা

সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস উদ্বোধন করা হয় ১৬ই মার্চ ১৯৮৬ খ্রিস্টাব্দে। ১১ই জুন ২০২২ সালে ট্রেনটিকে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়।[]

বিরতিস্থান

সম্পাদনা

দোলনচাঁপা এক্সপ্রেস নিম্নলিখিত স্টেশনে যাত্রাবিরতি দেয়:

সময়সূচী

সম্পাদনা

এটি সান্তাহার থেকে ছাড়ে প্রতিদিন সকাল ১১টায়, পঞ্চগড় পৌছায় রাত ৮ টা ২০ মিনিটে। পঞ্চগড় থেকে ছাড়ে সকাল ৬ টায়, সান্তাহার পৌছায় বিকাল ৪টায়।[]

আরও দেখুন

সম্পাদনা
  1. করতোয়া এক্সপ্রেস
  2. বগুড়া কমিউটার
  3. কলেজ ট্রেন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://www.risingbd.com। "পঞ্চগড়-সান্তাহার রুটে 'দোলনচাঁপা এক্সপ্রেস' চলাচল উদ্বোধন"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা