দোলনচাঁপা এক্সপ্রেস
বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিষেবা
দোলনচাঁপা এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৭/৭৬৮) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল কারী একটি আন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন।
দোলনচাঁপা এক্সপ্রেস | |||||
---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন | ||||
অবস্থা | পরিচালিত হচ্ছে | ||||
স্থান | উত্তরবঙ্গ, বাংলাদেশ | ||||
প্রথম পরিষেবা | ১৬ মার্চ ১৯৮৬ | ||||
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে | ||||
যাত্রাপথ | |||||
শুরু | সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন | ||||
বিরতি | ২২ টি | ||||
শেষ | পঞ্চগড় রেলওয়ে স্টেশন | ||||
যাত্রার গড় সময় | ১০ ঘণ্টা | ||||
পরিষেবার হার | প্রতিদিন | ||||
রেল নং | ৭৬৭/৭৬৮ | ||||
যাত্রাপথের সেবা | |||||
শ্রেণী | শোভন, শোভন চেয়ার, প্রথম শ্রেণী | ||||
অক্ষমদের প্রবেশাধিকার | আছে | ||||
আসন বিন্যাস | আছে | ||||
ঘুমানোর ব্যবস্থা | না | ||||
অটোরেক ব্যবস্থা | আছে | ||||
খাদ্য সুবিধা | আছে | ||||
বিনোদন সুবিধা | না | ||||
মালপত্রের সুবিধা | আছে | ||||
কারিগরি | |||||
গাড়িসম্ভার | নীল-হলুদ ভ্যাকুয়াম কোচ | ||||
ট্র্যাক গেজ | মিটারগেজ | ||||
রক্ষণাবেক্ষণ | সান্তাহার | ||||
রেক ভাগকরণ | পঞ্চগড় ও সান্তাহার উভয়প্রান্ত থেকেই ২ টি রেক যাত্রা শুরু করে | ||||
|
ইতিহাস
সম্পাদনাসান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস উদ্বোধন করা হয় ১৬ই মার্চ ১৯৮৬ খ্রিস্টাব্দে। ১১ই জুন ২০২২ সালে ট্রেনটিকে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়।[১]
বিরতিস্থান
সম্পাদনাদোলনচাঁপা এক্সপ্রেস নিম্নলিখিত স্টেশনে যাত্রাবিরতি দেয়:
- তালোড়া রেলওয়ে স্টেশন
- বগুড়া রেলওয়ে স্টেশন
- সোনাতলা রেলওয়ে স্টেশন
- মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন
- বোনারপাড়া রেলওয়ে স্টেশন
- বাদিয়াখালী রেলওয়ে স্টেশন
- গাইবান্ধা রেলওয়ে স্টেশন
- বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন
- পীরগাছা রেলওয়ে স্টেশন
- কাউনিয়া রেলওয়ে স্টেশন
- রংপুর রেলওয়ে স্টেশন
- বদরগঞ্জ রেলওয়ে স্টেশন
- খোলাহাটি রেলওয়ে স্টেশন
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- চিরিরবন্দর রেলওয়ে স্টেশন
- দিনাজপুর রেলওয়ে স্টেশন
- সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন
- পীরগঞ্জ রেলওয়ে স্টেশন
- ভোমরাদহ রেলওয়ে স্টেশন
- ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন
- রুহিয়া রেলওয়ে স্টেশন
- কিসমত রেলওয়ে স্টেশন
সময়সূচী
সম্পাদনাএটি সান্তাহার থেকে ছাড়ে প্রতিদিন সকাল ১১টায়, পঞ্চগড় পৌছায় রাত ৮ টা ২০ মিনিটে। পঞ্চগড় থেকে ছাড়ে সকাল ৬ টায়, সান্তাহার পৌছায় বিকাল ৪টায়।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ https://www.risingbd.com। "পঞ্চগড়-সান্তাহার রুটে 'দোলনচাঁপা এক্সপ্রেস' চলাচল উদ্বোধন"। Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১১।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে দোলনচাঁপা এক্সপ্রেস সংক্রান্ত মিডিয়া রয়েছে।