বগুড়া রেলওয়ে স্টেশন
বগুড়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত বগুড়া শহর এর প্রধান ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন।[১]
বগুড়া রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশ রেলওয়ে | |
অবস্থান | বগুড়া বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | লালমনিরহাট রেলবিভাগ, পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | সান্তাহার-কাউনিয়া লাইন |
প্ল্যাটফর্ম | ১ টি |
রেলপথ | ৫ টি |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | BGC |
ইতিহাস | |
চালু | ১৯০০ |
অবস্থান | |
অবস্থান
সম্পাদনাবগুড়া রেলওয়ে স্টেশন বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে সামান্য পশ্চিম দিকে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাব্রহ্মপুত্র-সুলতানপুর রেলওয়ে কোম্পানি ১৮৯৯-১৯০০ সালে সান্তাহার থেকে ফুলছড়ি (তিস্তামুখ) পর্যন্ত ৯৪ কিলোমিটার দীর্ঘ (৫৮ মাইল) মিটারগেজ রেলপথ নির্মাণ করে। এ সময় বগুড়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। বর্তমানে লাইন ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট পর্যন্ত আছে। ৪৪ কিলোমিটার দীর্ঘ (২৭ মাইল) বোনারপাড়া - কাউনিয়া লাইন ১৯০৫ সালে নির্মাণ করা হয়।
পরিষেবা
সম্পাদনাবগুড়া রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ট্রেন চালকের দক্ষতায় বাঁচলো শত প্রাণ"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১।