কাঞ্চন কমিউটার
কাঞ্চন কমিউটার বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি কমিউটার ট্রেন। ২৮ আগস্ট ২০২৩ থেকে ট্রেনটি বন্ধ ছিল। এটি পুনরায় চালু করা হয়েছে।[১][২]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | পঞ্চগড় রেলওয়ে স্টেশন |
বিরতি | ১৮ |
শেষ | পার্বতীপুর রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ১৫০ কিলোমিটার |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৪১/৪২ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | নাই |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) মিটারগেজ |
পরিচালন গতি | ৮০ |
নামের ইতিহাস
সম্পাদনাদিনাজপুর জেলার প্রবাহিত পুনর্ভবা নদীর উপর কাঞ্চন সেতুর নাম অনুসারে এই ট্রেনের নাম রাখা হয় কাঞ্চন কমিউটার।
যাত্রাপথ
সম্পাদনাকাঞ্চন কমিউটার পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করে।[৩]
স্টেশন তালিকা
সম্পাদনাকাঞ্চন কমিউটার যেসকল স্টেশন দিয়ে চলাচল করে তা নিম্নে উল্লেখ করা হলো:
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- মন্মথপুর রেলওয়ে স্টেশন
- চিরিরবন্দর রেলওয়ে স্টেশন
- কাউগাঁ রেলওয়ে স্টেশন
- দিনাজপুর রেলওয়ে স্টেশন
- কাঞ্চন রেলওয়ে স্টেশন
- বাজনাহার রেলওয়ে স্টেশন
- মঙ্গলপুর রেলওয়ে স্টেশন
- মোল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন
- সুলতানপুর স্কুল রেলওয়ে স্টেশন
- পীরগঞ্জ রেলওয়ে স্টেশন
- ভোমরাদহ রেলওয়ে স্টেশন
- শিবগঞ্জ রেলওয়ে স্টেশন
- ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন
- আখানগর রেলওয়ে স্টেশন
- রুহিয়া রেলওয়ে স্টেশন
- কিসমত রেলওয়ে স্টেশন
- নয়নিবুরুজ রেলওয়ে স্টেশন
- পঞ্চগড় রেলওয়ে স্টেশন
সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কাঞ্চন কমিউটার চালুর একদিন আগে বন্ধ রামসাগর এক্সপ্রেস ট্রেন!"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫।
- ↑ Reporter, Staff। "কাঞ্চন কমিউটার বন্ধ, পঞ্চগড় যাবে রামসাগর এক্সপ্রেস"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫।
- ↑ "বিরলে যাত্রা বিরতির দাবিতে কাঞ্চন এক্সপ্রেস ট্রেন অবরোধ"। ABNEWS24। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।