কাঞ্চন কমিউটার
বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর শ্রেনীর কমিউটার ট্রেন
কাঞ্চন কমিউটার বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি আন্তঃনগর শ্রেনীর কমিউটার ট্রেন। ২৮ আগস্ট ২০২৩ থেকে ট্রেনটি বন্ধ ছিল। এটি পুনরায় চালু করা হয়েছে।[১][২]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন |
বিরতি | ১৮ |
শেষ | পঞ্চগড় রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ১৫০ কিলোমিটার |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৪১/৪২ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | নাই |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) মিটারগেজ |
পরিচালন গতি | ৮০ |
নামের ইতিহাস
সম্পাদনাদিনাজপুর জেলার প্রবাহিত পুনর্ভবা নদীর উপর কাঞ্চন সেতুর নাম অনুসারে এই ট্রেনের নাম রাখা হয় কাঞ্চন কমিউটার।
যাত্রাপথ
সম্পাদনাকাঞ্চন কমিউটার পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করে।[৩]
স্টেশন তালিকা
সম্পাদনাকাঞ্চন কমিউটার যেসকল স্টেশন দিয়ে চলাচল করে তা নিম্নে উল্লেখ করা হলো:
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- মন্মথপুর রেলওয়ে স্টেশন
- চিরিরবন্দর রেলওয়ে স্টেশন
- কাউগাঁ রেলওয়ে স্টেশন
- দিনাজপুর রেলওয়ে স্টেশন
- কাঞ্চন রেলওয়ে স্টেশন
- বাজনাহার রেলওয়ে স্টেশন
- মঙ্গলপুর রেলওয়ে স্টেশন
- মোল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন
- সুলতানপুর স্কুল রেলওয়ে স্টেশন
- পীরগঞ্জ রেলওয়ে স্টেশন
- ভোমরাদহ রেলওয়ে স্টেশন
- শিবগঞ্জ রেলওয়ে স্টেশন
- ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন
- আখানগর রেলওয়ে স্টেশন
- রুহিয়া রেলওয়ে স্টেশন
- কিসমত রেলওয়ে স্টেশন
- নয়নিবুরুজ রেলওয়ে স্টেশন
- পঞ্চগড় রেলওয়ে স্টেশন
সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কাঞ্চন কমিউটার চালুর একদিন আগে বন্ধ রামসাগর এক্সপ্রেস ট্রেন!"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫।
- ↑ Reporter, Staff। "কাঞ্চন কমিউটার বন্ধ, পঞ্চগড় যাবে রামসাগর এক্সপ্রেস"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫।
- ↑ "বিরলে যাত্রা বিরতির দাবিতে কাঞ্চন এক্সপ্রেস ট্রেন অবরোধ"। ABNEWS24। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।