২৩ মার্চ

তারিখ
(23 March থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১  

২৩ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮২তম (অধিবর্ষে ৮৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৩ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৩৫১ - ফিরোজ শাহ তুঘলকের দিল্লীর সিংহাসনে আরোহণ।
  • ১৬৫২ - হল্যান্ডের নৌ বাহিনীর উপর প্রচন্ড হামলা শুরু করে।
  • ১৭৫৭ - রবার্ট ক্লাইভের চন্দননগর দখল।
  • ১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
  • ১৮০১ - রাশিয়ার জার প্রথম পল নিহত।
  • ১৯১৭ - ভাইসরয় লর্ড চেমস ফোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা।
  • ১৯১৮ - জামার্ন বাহিনী তাদের নব নির্মিত কামানের সাহায্যে প্যারিসের উপর গোলাবর্ষণ করে।
  • ১৯১৮ - লিথুনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯২০ - গভর্নর জেনারেল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন।
  • ১৯৩৩ - এ্যাডলফ হিটলার জার্মানীর একনায়ক হন।
  • ১৯৪০ - আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
  • ১৯৫৬ - পাকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করা হয়।
  • ১৯৬৬ - শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা
  • ১৯৭৬ - নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত (মানবাধিকার) আন্তর্জাতিক চুক্তি কার্যকর।
  • ১৯৯৮ - রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কর্তৃক আকস্মিকভাবে তার মন্ত্রিসভা বরখাস্ত।
  • ১৮৮০ - বাসন্তী দেবী বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণী।(মৃ.০৭/০৫/১৯৭৪)
  • ১৮৮১ - হাকিম হাবিবুর রহমান, ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।
  • ১৯০০ - জার্মান মনোবিজ্ঞানী এরিখ ফ্রোমের।
  • ১৯০২ - চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ ছদ্মনামে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক ।(মৃ.২৫/০৫/১৯৮১)
  • ১৯০৪ - জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৭৭)
  • ১৯০৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার
  • ১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী সুইস বংশোদ্ভূত ইতালীয় ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বভেট।
  • ১৯১০ - আকিরা কুরোসাওয়া, জাপানী চলচ্চিত্র পরিচালক।
  • ১৯১৬ - হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাঙালি সাহিত্যিক।( মৃ.২০/০১/১৯৭৮)
  • ১৯২২ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার উগো টোগনাযি।
  • ১৯৩১ - রাশিয়ান দাবাড়ু ও লেখক ভিক্টর কোরচনোই।
  • ১৯৪২ - অস্ট্রিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল হানেকে।
  • ১৯৪৭ - ওয়াসিম, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।(মৃ. ১৮/০৪/২০২১)
  • ১৯৫২ - রেক্স টিলারসন, মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী ও কূটনীতিক।
  • ১৯৫৬ - পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৫ তম প্রধানমন্ত্রী হোসে ম্যানুয়েল বারোসো।
  • ১৯৬৮ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ফার্নান্দো রুইজ হিয়েরো।
  • ১৯৭৩ - পোলিশ ফুটবলার জেরযয় ডুডেক।
  • ১৯৭৬ - ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, রাজনীতিবিদ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।
  • ১৯৭৮ - আর্জেন্টিনার ফুটবল ওয়াল্টার স্যামুয়েল।
  • ১৯৮৫ - আশেক ইলাহী চৌধুরী আইমন (আর্টিস) বাংলাদেশী আর্ট শিল্পী
  • ১৯৮৬ - কঙ্গনা রানাওয়াত, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা