উয়েফা ইউরো ২০১৬
২০১৬ সালে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা
(২০১৬ উয়েফা ইউরো থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(এপ্রিল ২০১৭) |
উয়েফা ইউরো ২০১৬ (ইংরেজি: UEFA Euro 2016, ফরাসি: Championnat d'Europe de football 2016) হল উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। উয়েফা ইউরো ২০১৬ -র ভেন্যু ফ্রান্সের ১০টি শহরে ১০ জুন থেকে ১০ জুলাইয়ের পর্যন্ত চলবে।[১][২]
UEFA Euro 2016 (ইংরেজি) Championnat d'Europe de football 2016 (ফরাসি) | |
---|---|
![]() UEFA Euro 2016 Le Rendez-Vous | |
বিবরণ | |
স্বাগতিক দেশ | ফ্রান্স |
তারিখ | ১০ জুন– ১০ জুলাই ২০১৬ |
দল | ২৪ |
মাঠ | ১০ (১০টি আয়োজক শহরে) |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১ |
গোল সংখ্যা | ৩ (ম্যাচ প্রতি ৩টি) |
দর্শক সংখ্যা | ৭৫,১১৩ (ম্যাচ প্রতি ৭৫,১১৩ জন) |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "UEFA EURO 2016: key dates and milestones"। UEFA.com। ১ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "UEFA EURO 2016 steering group meets in Paris"। UEFA.com। ২৩ অক্টোবর ২০১২।