১৯৮২ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৮২ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। এ বছর ৪০টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
বড় ভালো লোক ছিল | মহিউদ্দিন | রাজ্জাক, অঞ্জু ঘোষ, প্রবীর মিত্র | সামাজিক | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [২] | ||
দুই পয়সার আলতা | আমজাদ হোসেন | শাবানা, রাজ্জাক, নূতন | সামাজিক | ৪টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৩] | ||
মোহনা | আলমগীর কবির | বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা রহমান | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৪] | ||
বড় বাড়ীর মেয়ে | আব্দুস সামাদ খোকন ও আমজাদ হোসেন | আলমগীর, ববিতা, ইলিয়াস কাঞ্চন, কাজরী | সামাজিক | ||||
রজনীগন্ধা | কামাল আহমেদ | রাজ্জাক, শাবানা, অঞ্জনা, আলমগীর | সামাজিক | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
দেবদাস | চাষী নজরুল ইসলাম | বুলবুল আহমেদ, কবরী সারোয়ার, আনোয়ারা | রোমান্স | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবদাস উপন্যাসের প্রথম বাংলাদেশী চিত্রায়ণ | [৫] | ||
লাল কাজল | মতিন রহমান | শাবানা, প্রবীর মিত্র, ফারুক, উজ্জ্বল, জুলিয়া | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
চিৎকার | মতিন রহমান | ||||||
নালিশ | মমতাজ আলী | শাবানা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
ল্যাথারিজম | ম. হামিদ | সামাজিক | বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। ১৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।
- ↑ ফজলে এলাহী (অক্টোবর ২, ২০১৫)। "সাদাকালোয় সোনালি দিন"। বনিক বার্তা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Chalachchitracharya Alamgir Kabir's birth anniversary celebrated [পালিত হল চলচ্চিত্রকার আলমগীর কবিরের জন্মদিন]"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ঢাকা, বাংলাদেশ। ২৮ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।
- ↑ দিপক কুমার (ফেব্রুয়ারি ২৬, ২০১৩)। "যুগে যুগে দেবদাস"। দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।