বড় ভালো লোক ছিল

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র

বড় ভালো লোক ছিল ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র[৩] বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন[৪] ছবিটি পরিচালনা করেছেন । ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, প্রবীর মিত্র, অঞ্জু ঘোষ, সাইফুদ্দিন আহম্মেদ ।

বড় ভালো লোক ছিল
পরিচালকমোহাম্মদ মহিউদ্দিন[১]
শ্রেষ্ঠাংশেরাজ্জাক
প্রবীর মিত্র
সাইফুদ্দিন
অঞ্জু ঘোষ
সুরকারআলম খান[২]
পরিবেশকশাওন সাগর ফিল্ম
মুক্তি১৯৮২
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক (১৯৮২) পুরস্কার লাভ করেন।

কাহিনী সংক্ষেপসম্পাদনা

শ্রেষ্ঠাংশেসম্পাদনা

সম্মাননাসম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারসম্পাদনা

১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রটি মোট ৫টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার লাভ করে।

  • বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতাঃ রাজ্জাক ১৯৮২
  • বিজয়ী শ্রেষ্ঠ পরিচালকঃ মহিউদ্দীন ১৯৮২[২]
  • বিজয়ী শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতাঃ প্রবীর মিত্র ১৯৮২[২]
  • বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকঃ আলম খান ১৯৮২ [২]
  • বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাঃ সৈয়দ শামসুল হক 1982[২]
  • বিজয়ী সেরা গায়কঃ এন্ড্রু কিশোর ১৯৮২[২]

সংগীতসম্পাদনা

সাউন্ড ট্র্যাকসম্পাদনা

এই চলচ্চিত্রের গানের গীতিকার ছিলেন সৈয়দ শামসুল হক[৫] আলম খান এই চলচ্চিত্রের সকল গানের সুরকার ছিলেন।

ট্র্যাক গান কন্ঠশিল্পী নোট
হায়রে মানুষ রঙ্গীন ফানুস এন্ড্রু কিশোর
আমি চক্ষু দিয়া দেখতে ছিলাম এন্ড্রু কিশোর ও সৈয়দ আব্দুল হাদী
এলাহি আলামিন আল্লাহ বাদশা এন্ড্রু কিশোর ও সৈয়দ আব্দুল হাদী
তোরা দেখ দেখরে চাহিয়া এন্ড্রু কিশোর
চাম্বেলিরও তেল দিয়া কেশ বান্ধিয়া বিপুল ভট্টাচার্য ও শাম্মী আখতার
পাগল পাগল মানুষ গুলা রুনা লায়লা

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "দৈনিক আজাদি"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৬ 
  2. "বিডিনিউজ২৪"। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 
  3. "জনপ্রিয় সিনেমা"www.bhorerkagoj.com। ২০২০-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮ 
  4. "হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরালেই ঠুস || ছটকু আহমেদ"Risingbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৫ 
  5. "গানে ও চলচ্চিত্রে অনিবার্য সৈয়দ হক : ফরিদ আহমদ দুলাল"www.bhorerkagoj.com। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮