স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (২০০০–২০০৯)

পুরস্কারজয়ীগণের তালিকা

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[] দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।[] এই তালিকাটি ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।

স্বাধীনতা পুরস্কার
প্রথম পুরস্কৃত১৯৭৭
সর্বশেষ পুরস্কৃত২০২৫

২০০০ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
  মরহুম মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
  মরহুম মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রব
বীর উত্তম
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
  সরদার ফজলুল করিম শিক্ষা
  সৈয়দ শামসুল হক সাহিত্য
  শিল্পী শাহাবুদ্দীন সংস্কৃতি
(চারুকলা)
মরহুমা সুলতানা কামাল (খুকী) ক্রীড়া ও খেলাধুলা মরণোত্তর বিজয়ী
  বিনোদ বিহারী চৌধুরী সমাজসেবা
ওস্তাদ খুরশিদ খান সংস্কৃতি
(সঙ্গীত)
  পণ্ডিত অজিত রায় সংস্কৃতি
(সঙ্গীত)
  মরহুম রোকনুজ্জামান খান (দাদা ভাই) সংস্কৃতি
(শিশু সংগঠক)
মরণোত্তর বিজয়ী

২০০১ সালে ১০ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা; যাদের মধ্যে ৮ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
শহীদ মশিউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
মরহুম জহুর আহমেদ চৌধুরী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
মরহুম এম. এ. আজিজ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
মরহুম রুহুল কুদ্দুস স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
শহীদ আমিনউদ্দিন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
  শহীদ ডা. জিকরুল হক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
প্রয়াত কবি সৈয়দা মোতাহেরা বানু সাহিত্য মরণোত্তর বিজয়ী
আশফাকুর রহমান খান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
এম আর আখতার মুকুল সাংবাদিকতা
  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রীড়া ও খেলাধুলা প্রতিষ্ঠান

২০০২ সালে ৪ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা; যাদের মধ্যে ৩ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
মরহুম এস এ বারী এটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
মরহুম হাসান হাফিজুর রহমান সাহিত্য মরণোত্তর বিজয়ী
প্রয়াত পণ্ডিত বারীণ মজুমদার সংস্কৃতি
(সঙ্গীত)
মরণোত্তর বিজয়ী
আব্দুল লতিফ সংস্কৃতি
(সঙ্গীত)
ঢাকা আহ্‌ছানিয়া মিশন সমাজসেবা /
জনসেবা
প্রতিষ্ঠান

২০০৩ সালে ২ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা; তাদের উভয়কেই “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[] ২০১৬ সালে, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীপরিষদের মতামতের ভিত্তিতে জিয়াউর রহমানের এই সম্মাননা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।[][]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
  মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী

২০০৪ সালে ৭ জন ব্যক্তিত্ব ও ৩টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
ব্রিগেডিয়ার (অবঃ) প্রফেসর ডা. আব্দুল মালিক চিকিৎসাবিদ্যা

২০০৫ সালে ১ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।[১০]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
মোঃ মুজিবুল হক জনসেবা
  ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) জনসেবা প্রতিষ্ঠান

২০০৬ সালে ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।[১১]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
  বাংলাদেশ বেতার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠান
  র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) জনসেবা প্রতিষ্ঠান

২০০৭ সালে ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।[১২]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
  বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
এবং
জনসেবা
প্রতিষ্ঠান
  ব্র্যাক সমাজসেবা প্রতিষ্ঠান

২০০৮ সালে ৩ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ২ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[১৩]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
  বাংলাদেশ রাইফেলস্ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠান
  শহীদ ডক্টর মুহাম্মদ শামসুজ্জোহা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
  ড. গোবিন্দ চন্দ্র দেব স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
  অধ্যাপক রেহমান সোবহান গবেষণা ও প্রশিক্ষণ

২০০৯ সালে ৪ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[১৪]

প্রতিকৃতি প্রাপক ক্ষেত্র মন্তব্য
  আবদুল গাফফার চৌধুরী সাহিত্য
  আবদুল মতিন সংস্কৃতি
  আবুল মকসুদ হারুন অর রশীদ বিজ্ঞান ও প্রযুক্তি
  আইভি রহমান সমাজসেবা মরণোত্তর বিজয়ী

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সানজিদা খান (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলামজাতীয়_পুরস্কারঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। 
  2. "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  3. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০০"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  4. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০১"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  5. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০২"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  6. "List of Independence Awardees"মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। ২০১৩-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "মুক্তিযুদ্ধে জিয়ার অবস্থান কেউ নিতে পারবে না: বিএনপি"বিবিসি বাংলা। ৭ সেপ্টেম্বর ২০১৬। ১৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৪ 
  8. "জিয়ার স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার"দৈনিক প্রথম আলো। ২৭ আগস্ট ২০১৬। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  9. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০৪"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  10. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০৫"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  11. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০৬"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  12. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০৭"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  13. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০৮"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 
  14. "পুরস্কার প্রাপ্তির সাল: ২০০৯"cabinet.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা