জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশের জামালপুর জেলার মেলান্দহের ভাবকি বাজারে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ।[১] এটি বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
প্রাক্তন নাম | শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ |
---|---|
ধরন | সরকারি টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ |
স্থাপিত | ২০২২ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | বিশ্বজিৎ দাস |
শিক্ষার্থী | ৩৬০ (২৩ সেশন থেকে) |
ঠিকানা | শহরের কেন্দ্রস্থল থেকে ৫ কি.মি. পশ্চিমে, ২৭.৩৭ একর (১১.০৮ হেক্টর) , জামালপুর , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | ভাবকি বাজার, মেলান্দহ উপজেলা, জামালপুর |
ভাষা | ইংরেজি |
সংক্ষিপ্ত নাম | JMTEC (জেমটেক) |
ওয়েবসাইট | shtec-jamalpur |
ইতিহাস
সম্পাদনাজামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ২৭.৩৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, যেখানে বুটেক্স ১১.৬৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। শুরুতে JMTEC ১৭ একর জমির উপর প্রতিষ্ঠিত হলেও জনাব মির্জা আজম ৭ একর এবং এলাকার দানবীর লিখন মন্ডলের ওয়ারিশগণ ৭'৫০ একর জমি দান করেছেন। কলেজের বাজেট বরাদ্দ ২৮৩ কোটি টাকা।[২] কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রস্তাব রাখা হলেও নানাবিধ কারণে বুটেক্স অধিভুক্ত করা হয়।
ক্যাম্পাস নির্মাণাধীন অবস্থায় কলেজটির প্রথম প্রাতিষ্ঠানিক কার্যক্রম ২৭ নভেম্বর, ২০২২ সালে শুরু হয়। ২০২২ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ "অরিত্র-০১" এর অরিয়েন্টেশন সম্পন্ন হয় এবং ২৮ নভেম্বর, ২০২২ থেকে ক্লাসে পাঠদান শুরু হয়। দ্বিতীয় ব্যাচ "অনিন্দ্য-০২" এর অরিয়েন্টেশন ৭ ডিসেম্বর,২০২৩ তারিখে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং ১০ ডিসেম্বর রবিবার হতে অনলাইনে ক্লাস শুরু হয়। ক্যাম্পাস নির্মাণ শেষে ১৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ (২৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজটির শুভ উদ্ভোধন ঘোষণা করেন।জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে বস্ত্র অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।
অবস্থান
সম্পাদনাবাংলাদেশের জামালপুর জেলার মেলান্দহের ভাবকি বাজারে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ। নকশীকাঁথা, হস্তশিল্পের স্বর্গরাজ্য, নদীবিধৌত অঞ্চল, যমুনা ও পুরাতন ব্রক্ষপুত্রের মিলনস্থল জামালপুর জেলার কেন্দ্র থেকে মাত্র ৫ কি.মি. পশ্চিমে অবস্থিত।
অনুষদ ও বিভাগ
সম্পাদনাজামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়।
বিভাগের নাম | শিক্ষার্থী সংখ্যা |
---|---|
১.ওয়েট প্রোসেস ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
২.অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
৩.ফেব্রিক ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
৪.ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
শিক্ষার্থীদের মূল্যায়ন
সম্পাদনাপ্রতি পর্ব এবং বর্ষোন্নয়ন পরীক্ষাতে ৪০ শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা পরবর্তী পর্বে বা বর্ষে উত্তীর্ণ হতে পারে। সকল পর্বে শ্রেণিকুইজ এবং বোর্ড নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়।
নাম্বার শ্রেণী | গ্রেড লেটার | সিজিপিএ গ্রেড পয়েন্ট |
---|---|---|
৮০-১০০ | A+ | ৪.০০ |
৭৫-৭৯ | A | ৩.৭৫ |
৭০-৭৪ | A- | ৩.৫০ |
৬৫-৬৯ | B+ | ৩.২৫ |
৬০-৬৪ | B | ৩.০০ |
৫৫-৫৯ | B- | ২.৭৫ |
৫০-৫৪ | C+ | ২.৫০ |
৪৫-৪৯ | C | ২.২৫ |
৪০-৪৪ | D | ২.০০ |
০০-৩৯ | F | ০.০০ |
অবকাঠামো
সম্পাদনা- ২টি লিফট সহ ৬ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক বিল্ডিং (১টি)
- মাল্টিপারপাস হল (মিলনায়তন)
- ৬ তলা বিশিষ্ট ছাত্র হল (২টি)
- ৬ তলা বিশিষ্ট ছাত্রী হল (১টি)
- ওয়ার্কশপ ও লাইব্রেরী ভবন
- উইভিং শেড
- ডাইং শেড
- স্পিনিং শেড
- কেন্দ্রীয় মসজিদ
- শহিদ মিনার
- ক্যাফেটেরিয়া
- মুক্তমঞ্চ
- ভিউয়ার্স গ্যালারি
- অধ্যক্ষের বাসভবন (প্রিন্সিপাল কোয়ার্টার)
- অফিসার্স কোয়ার্টার
- অফিসার্স ডরমিটরি
- স্টাফ'স কোয়ার্টার
- সাব-স্টেশন
- ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট
- সেন্ট্রাল ফিল্ড
আবাসিক ব্যবস্থা
সম্পাদনা- ছাত্র হল - ২টি (৩০০ আসন)
- ছাত্রী হল - ১টি (২৫০ আসন)
ছাত্র সংগঠন
সম্পাদনা- কালচারাল এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাব এসএইচটেক
- রক্তদান ও সমাজকল্যাণ ক্লাব (নিবর্তন)
- এসএইচটেক স্পোর্টস ক্লাব
- এসএইচটেক ক্যারিয়ার ক্লাব
- এসএইচটেক ডিবেটিং ক্লাব
- এসএইচটেক ফটোগ্রাফী সোসাইটি
- ইনোভেশন এন্ড রিসার্চ ক্লাব
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শেখ পরিবারের নাম ১১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ"। প্রথম আলো। ১০ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বরাদ্দ বাড়ল ২৮৩ কোটি। ১৩ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।