শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশের জামালপুর জেলার মেলান্দহের ভাবকি বাজারে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ। এটি বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ(Sheikh Hasina Textile Engineering College)
Logo of Sheikh Hasina Textile Engineering College
ধরনসরকারি প্রকৌশল কলেজ
স্থাপিত২০২২; ১২ মাস আগে (2022)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষইঞ্জি. মো. রাজু আহমেদ
শিক্ষার্থী240 (২২ সেশন থেকে)
ঠিকানা
শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র ৫ কি.মি. পশ্চিমে, ২৭.৩৭ একর (১১.০৮ হেক্টর)
শিক্ষাঙ্গনভাবকি বাজার, মেলান্দহ উপজেলা, জামালপুর
ভাষাইংরেজি
সংক্ষিপ্ত নামএসএইচটেক (SHTEC)
ওয়েবসাইটwww.dot.gov.bd

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশের সর্ববৃহৎ মনোমুগ্ধকর নানাবিধ অবকাঠামোয় ভরপুর শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ভাবকি বাজার, মেলান্দহ, জামালপুর। কলেজের নামকরণ করা হয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামানুসারে।

SHTEC ২৭.৩৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের সংবৃহৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যেখানে বুটেক্স ১১.৬৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। শুরুতে SHTEC ১৭ একর জমির উপর প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটির আজম ভাই ৭ একর এবং এলাকার দানবীর লিখন মন্ডলের ওয়ারিশগণ ৭'৫০ একর জমি দান করেছেন। কলেজের বাজেট বরাদ্দ ২৮৩ কোটি টাকা। [১]

বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম এর স্বপ্নের প্রকল্প এটি। তিনি জামালপুর জেলার কৃতি সন্তান, যিনি জাতীয় সংসদ নির্বাচনে টানা ৬বার (১৯৯১,১৯৯৬,২০০১,২০০৮,২০১৪,২০১৮) সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।

কলেজটির প্রথম প্রাতিষ্ঠানিক কার্যক্রম ২৭ নভেম্বর, ২০২২ সালে শুরু হয়। ২০২২ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ "অরিত্র-০১" এর অরিয়েন্টেশন সম্পন্ন হয় এবং ২৮ নভেম্বর, ২০২২ থেকে ক্লাসে পাঠদান শুরু হয়।

১৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ  (২৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজটির শুভ উদ্ভোধন ঘোষণা করেন।

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে বস্ত্র অধিদপ্তরবস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।

অবস্থান সম্পাদনা

বাংলাদেশের জামালপুর জেলার মেলান্দহের ভাবকি বাজারে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ। নকশীকাঁথা, হস্তশিল্পের স্বর্গরাজ্য, নদীবিধৌত অঞ্চল, যমুনা ও পুরাতন ব্রক্ষপুত্রের মিলনস্থল জামালপুর জেলার কেন্দ্র থেকে মাত্র ৫ কি.মি. পশ্চিমে অবস্থিত।

অনুষদ ও বিভাগ সম্পাদনা

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়।

বিভাগের র নাম শিক্ষার্থী সংখ্যা
১.ওয়েট প্রোসেস ইঞ্জিনিয়ারিং ৩০ জন
২. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৩০ জন
৩.ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৩০ জন
৪. ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৩০ জন

শ্রেণিশিক্ষা কার্যক্রম সম্পাদনা

শ্রেণি কার্যক্রমে অংশ নেয়া বাধ্যতামূলক। কোন ছাত্র ছাত্রী ক্লাসে উপস্থিত না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। শ্রেণীকক্ষে নিয়মিত ফলপ্রসূ পাঠদান, পড়া আদায় এবং নিয়মিত শ্রেণীকুইজ পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের উপযুক্ত করে গড়ে তুলতে পারাই এই কলেজের মূল লক্ষ্য। ছাত্র ছাত্রী শিক্ষাবোর্ডের বিধি মোতাবেক শ্রেণী কার্যক্রমে শতকরা ৮০ ভাগের বেশি উপস্থিত না হলে তাকে ডিসকলেজিয়েট ঘোষণা করা হয় এবং পরীক্ষাতে অংশগ্রহণ করতে দেয়া হয় না। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ক্লাস নেওয়া হয়।

শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে ওয়াইফাই সংযোগের সাহায্য উচ্চ গতির ইন্টারনেট বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাচ্ছে। আদর্শ পাঠদানে ব্যবহার করা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম।

শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পাদনা

প্রতি পর্ব এবং বর্ষোন্নয়ন পরীক্ষাতে ৪০ শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা পরবর্তী পর্বে বা বর্ষে উত্তীর্ণ হতে পারে। সকল পর্বে শ্রেণিকুইজ এবং বোর্ড নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়।

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর এর গ্রেডিং পদ্ধতি
নাম্বার শ্রেণী গ্রেড লেটার সিজিপিএ গ্রেড পয়েন্ট
৮০-১০০ A+ ৪.০০
৭৫-৭৯ A ৩.৭৫
৭০-৭৪ A- ৩.৫০
৬৫-৬৯ B+ ৩.২৫
৬০-৬৪ B ৩.০০
৫৫-৫৯ B- ২.৭৫
৫০-৫৪ C+ ২.৫০
৪৫-৪৯ C ২.২৫
৪০-৪৪ D ২.০০
০০-৩৯ F ০.০০


অবকাঠামো সম্পাদনা

  • ২টি লিফট সহ ৬ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক বিল্ডিং (১টি)
  • মাল্টিপারপাস হল (মিলনায়তন)
  • ৬ তলা বিশিষ্ট ছাত্র হল (২টি)
  • ৬ তলা বিশিষ্ট ছাত্রী হল (১টি)
  • ওয়ার্কশপ ও লাইব্রেরী ভবণ
  • উইভিং শেড (Weaving Shed)
  • ডাইং শেড (Dyeing Shed)
  • স্পিনিং শেড (Spinning Shed)
  • কেন্দ্রীয় মসজিদ
  • শহিদ মিনার
  • ক্যাফেটেরিয়া
  • মুক্তমঞ্চ
  • ভিউয়ার্স গ্যালারি
  • অধ্যক্ষের বাসভবন (প্রিন্সিপাল কোয়ার্টার)
  • অফিসার্স কোয়ার্টার
  • অফিসার্স ডরমিটরি
  • স্টাফ'স কোয়ার্টার
  • সাব-স্টেশন
  • ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট


ল্যাব সুবিধা ও ল্যাব মেশিনারিজ সম্পাদনা

উইভিং শেড/বুনন ছাউনী (Weaving Shed) সম্পাদনা

ডাইং শেড (Dyeing Shed) সম্পাদনা

স্পিনিং শেড (Spinning Shed) সম্পাদনা

আবাসিক ব্যবস্থা: সম্পাদনা

  • ছাত্র হল - ২টি (৩০০ আসন)
  • ছাত্রী হল -১ টি (২৫০ আসন)

বিশেষ সুবিধা সম্পাদনা

  • হলে ২ টি লিফ্ট রয়েছে।
  • রুম প্রতি ২টি করে আসন রয়েছে।
  • প্রতিরুমে ২ টি করে পাখা, ৪ টি করে লাইট দেওয়া রয়েছে।
  • প্রতি রুমে সাথে বারান্দা রয়েছে।
  • প্রতি রুমে জনপ্রতি ম্যাট্রিস-সহ ১টি বেড, টেবিল-চেয়ার, ১ টি আলমারি ও ১টি ওয়ারড্রোব দেওয়া রয়েছে।
  • হলের প্রতি ফ্লোরে ১৫ টি রুম, ৬ টি বাথরুম , ৪ টি ওয়াশরুম ও ৪ টি বেসিন রয়েছে।
  • খাবার গ্রহণের জন্য বিশাল ডাইনিং রুম রয়েছে।
  • কমন রুমে টিভির ব্যবস্থা আছে।
  • BTCL এর লাইন (WiFi সুবিধা) রয়েছে।
  • এছাড়া ক্যাম্পাসের সাথেই বড় একটি বাজার (ভাবকি বাজার) আছে, যেকোনো প্রয়োজনে হাতের নাগালেই সবকিছু পাওয়া যায়।
  • মুক্তমঞ্চ, গ্যালারি, ক্যাফেটেরিয়া রয়েছে।
  • ক্যাম্পাসে একটি কেন্দ্রীয় মসজিদ, দুইটি খেলার মাঠ এবং একটি পুকুর রয়েছে।

ছাত্র সংঠন সম্পাদনা

  1. কালচারাল এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাব এসএইচটেক
  2. রক্তদান ও সমাজকল্যাণ ক্লাব (নিবর্তন)
  3. এসএইচটেক স্পোর্টস ক্লাব
  4. এসএইচটেক ক্যারিয়ার ক্লাব
  5. এসএইচটেক ডিবেটিং ক্লাব
  6. এসএইচটেক ফটোগ্রাফী সোসাইটি
  7. ইনোভেশন এন্ড রিসার্চ ক্লাব

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা