ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ। এটি বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে এর যাত্রা শুরু করে।[১]
ধরন | সরকারি প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ২০১৮ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় |
বৃত্তিদান | বস্ত্র ও পাট মন্ত্রণালয় |
অধ্যক্ষ | মোঃ আব্দুর রাকিব |
শিক্ষার্থী | ২২০ জন |
ঠিকানা | টুকুরিয়া, পীরগঞ্জ , , |
ভাষা | ইংরেজি |
অবস্থান
সম্পাদনারংপুর জেলার পীরগঞ্জ উপজেলা থেকে ১৯ কি.মি. পশ্চিমে এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে ১৮ কি.মি. পূর্বদিকে খরস্রোতা করোতায়া নদীর কোল ঘেষে গড়ে উঠেছে ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নামে ২০১৮ সালে এই কলেজটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে ১ম ব্যাচের ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে কলেজটি।
ক্যাম্পাস
সম্পাদনাএকাডেমীক ভবনঃ ৬ তলা বিশিষ্ট একটি একাডেমীক ভবন যার প্রতি তলায় রয়েছে প্রায় ৮ টি করে শ্রেণীকক্ষ।
ল্যাবসুবিধাঃ ডমটেক ল্যাবে বিভিন্ন যন্ত্র আছে যা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত করা হয়। কম্পিউটার ল্যাবে প্রায় ৬০টির মত কম্পিউটার আছে।
ল্যাবসমূহ
- কম্পিউটার ল্যাব
- কটন স্পিনিং ল্যাব
- উইভিং ল্যাব
- টেস্টিং ল্যাব
- প্রকৌশল ল্যাব
- মেকানিক্যাল ল্যাব
- ওয়েট প্রসেসিং ল্যাব
- নিটিং ল্যাব
- এ্যাপারেল ল্যাব
- পদার্থবিজ্ঞান ল্যাব
- রসায়ন ল্যাব
- গার্মেন্টস ল্যাব
কলেজের গ্রন্থাগার: ডমটেক লাইব্রেরীতে রয়েছে বিশাল সংখ্যক বইয়ের সমাহার।
আবাসিক হলঃ ডমটেক ক্যাম্পাসের সকল ছাত্র ছাত্রীর জন্য রয়েছে আবাসিক হলের ব্যবস্থা।
এছাড়াও সব মিলিয়ে কলেজটিতে আছে:
- একাডেমিক ভবন
- মিলনায়তন
- গ্রন্থাগার ভবন
- অধ্যক্ষের বাস ভবন
- অফিসার্স ডরমিটরি
- শিক্ষকদের কোয়ার্টার
- স্টাফ কোয়ার্টার
- পাওয়ার প্ল্যান্ট
- স্পিনিং শেড
- ডাইং শেড
- উইভিং শেড
- ছাত্রদের হল
- ছাত্রীদের হল[২]
অনুষদ ও বিভাগসমূহ
সম্পাদনাপ্রতি বছর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে মোট ৪টি বিভাগে ১২০ আসনে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হয়।
বিভাগের নাম | শিক্ষার্থী সংখ্যা |
---|---|
১.ওয়েট প্রোসেস ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
২.অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
৩.ফেব্রিক ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
৪.ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১।