রুয়ান্ডা জাতীয় ফুটবল দল
রুয়ান্ডা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Rwanda national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে রুয়ান্ডার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম রুয়ান্ডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রুয়ান্ডা ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৬ সালের ২৯শে জুন তারিখে, রুয়ান্ডা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গ্যাবনের লিব্রেভিলে অনুষ্ঠিত উক্ত ম্যাচে রুয়ান্ডা বুরুন্ডির কাছে ৬–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
ডাকনাম | ইভুবি | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | রুয়ান্ডা ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | ভিনসেন্ট মাশামি | ||
অধিনায়ক | জ্যাক তুয়িসেঙ্গে | ||
সর্বাধিক ম্যাচ | হারুমা নিয়নজিমা (১০৩) | ||
শীর্ষ গোলদাতা | অলিভিয়ে কারেকেজি (২৪) | ||
মাঠ | আমাহোরো স্টেডিয়াম | ||
ফিফা কোড | RWA | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৩৩ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ৬৪ (মার্চ ২০১৫) | ||
সর্বনিম্ন | ১৭৮ (জুলাই ১৯৯৯) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৩৬ ৫ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ৯৫ (অক্টোবর ২০০৮) | ||
সর্বনিম্ন | ১৫০ (জুলাই ১৯৯৬) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
বুরুন্ডি ৬–২ রুয়ান্ডা (লিব্রেভিল, গ্যাবন; ২৯ জুন ১৯৭৬) | |||
বৃহত্তম জয় | |||
রুয়ান্ডা ৯–০ জিবুতি (দারুস সালাম, তানজানিয়া; ১৩ ডিসেম্বর ২০০৭) | |||
বৃহত্তম পরাজয় | |||
ক্যামেরুন ৫–০ রুয়ান্ডা (লিব্রেভিল, গ্যাবন; ৭ জুলাই ১৯৭৬) জাইর ৬–১ রুয়ান্ডা (গ্যাবন; ১২ জুলাই ১৯৭৬) তিউনিসিয়া ৫–০ রুয়ান্ডা (তিউনিস, তিউনিসিয়া; ১০ এপ্রিল ১৯৮৩) উগান্ডা ৫–০ রুয়ান্ডা (কাম্পালা, উগান্ডা; ১ আগস্ট ১৯৯৮) | |||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ১ (২০০৪-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০৪) |
৩০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আমাহোরো স্টেডিয়ামে ইভুবি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় রুয়ান্ডার রাজধানী কিগালিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভিনসেন্ট মাশামি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আক্রমণভাগের খেলোয়াড় জ্যাক তুয়িসেঙ্গে।
রুয়ান্ডা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে রুয়ান্ডা এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।
হারুমা নিয়নজিমা, এরিক এনদায়িশিমিয়ে, দেসিরে এমবোনাবুকিয়া, জ্যাক তুয়িসেঙ্গে এবং অলিভিয়ে কারেকেজির মতো খেলোয়াড়গণ রুয়ান্ডার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
সম্পাদনাফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের মার্চ মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে রুয়ান্ডা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬৪তম) অর্জন করে এবং ১৯৯৯ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৭৮তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে রুয়ান্ডার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯৫তম (যা তারা ২০০৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৩১ | মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র | ১১২১.৩৪ | |
১৩২ | সলোমন দ্বীপপুঞ্জ | ১১১৩.৫৭ | |
১৩৩ | রুয়ান্ডা | ১১০৭.০৪ | |
১৩৪ | নিকারাগুয়া | ১১০৪.২৬ | |
১৩৫ | ফ্যারো দ্বীপপুঞ্জ | ১১০২.১ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৩৫ | ১২ | সিয়েরা লিওন | ১৩১১ |
১৩৬ | ৫ | রুয়ান্ডা | ১৩০৮ |
১৩৬ | ২৪ | সলোমন দ্বীপপুঞ্জ | ১৩০৮ |
১৩৮ | ৫ | মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র | ১৩০৬ |
প্রতিযোগিতামূলক তথ্য
সম্পাদনাফিফা বিশ্বকাপ
সম্পাদনাফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৯৪ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৯৮ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ১ | ৫ | ||||||||
২০০২ | ২ | ০ | ১ | ১ | ২ | ৪ | |||||||||
২০০৬ | ১২ | ২ | ৩ | ৭ | ১০ | ১৭ | |||||||||
২০১০ | ১০ | ৩ | ২ | ৫ | ৮ | ১১ | |||||||||
২০১৪ | ৮ | ১ | ৩ | ৪ | ৭ | ১৩ | |||||||||
২০১৮ | ২ | ০ | ০ | ২ | ১ | ৪ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ৩৬ | ৬ | ৯ | ২১ | ২৯ | ৫৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ রুয়ান্ডা জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ রুয়ান্ডা জাতীয় ফুটবল দল (ইংরেজি)