এই ব্যবহারকারী বর্তমানে বাস্তব জীবনের প্রয়োজনে ছুটিতে রয়েছেন তাই উইকিপিডিয়ায় তার ওপর প্রদানকৃত দায়িত্ব পালনে সমর্থ নাও থাকতে পারেন।

লক্ষ্য করুন! এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। এখানে আলোচনাকৃত কোনো বিষয়ে নতুন করে আলোচনা শুরু করাসহ সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার মূল আলাপ পাতায় আসুন। আর আপনি চাইলে আমার আলাপ পাতার হওয়া আলোচনাগুলো ঘুরে দেখতে পারেন। নিচে আমার আলাপ পাতার সংগ্রশালাগুলোর একটি তালিকা দেওয়া হলো। ধন্যবাদ।


মূল আলাপ পাতাসংকলন: ১০১১১২

আজ

শুক্রবার
২৬
এপ্রিল

২০২৪

অনুবাদ

অনুবাদ প্রকল্পে সাহায্য করতে চাই কি করে করতে পারি?অরুপ দত্ত (আলাপ) ১৪:২৯, ৬ মার্চ ২০১০ (UTC)

সম্পাদনা বাতিল

সম্পাদনা বাতিল করার আগে একোটু জানাবেন কেন করলেন। তাহলে বুঝে নিতে সুবিধা হয়। এমনিতেই আমার হাতে বেশি সময় থাকেনা।অরুপ দত্ত (আলাপ) ০৫:১৪, ১১ মার্চ ২০১০ (UTC)

সরীসৃপ বা পাখিরাও প্রাণী তাই এই বিষয়শ্রেণী যোগ করেছিলাম।অরুপ দত্ত (আলাপ) ০৫:৩০, ১১ মার্চ ২০১০ (UTC)

আমার দ্বারা কৃত 'অমিতাভ বচ্চন' নিবন্ধটির অনুবাদটি বাতিল করা হয়েছে দেখলাম, দয়া করে একটু বিস্তারিত জানালে বাধিত ও উপকৃত হব, যার দ্বারা ভবিষ্যতের অনুবাদগুলির উন্নতিসাধন সম্ফবপর হয় |Datta.ashis (আলাপ) ০৭:৫০, ১৫ মার্চ ২০১০ (UTC)

তানভির, অনুবাদ প্রসঙ্গে আপনার যথোপোযুক্ত উপদেশের জন্য অশেষ ধন্যবাদ. আলোচ্য নিবন্ধটি প্রয়োজনীয় পরিমার্জনার পর পূনরায় সংযোযিত করে আপনার সঙ্গে যোগাযোগ করবো| পারলে একটু তাড়াতাড়ি উত্তর দিলে বাধিত হব | নমষ্কারান্তে Datta.ashis (আলাপ) ০৯:২৩, ১৬ মার্চ ২০১০ (UTC)

আপনাকেও জানাই অকুন্ঠ ধন্যবাদ 122.163.1.2 (আলাপ) ০৯:৩২, ১৬ মার্চ ২০১০ (UTC)

এক প্রস্তাব

আমরা তো সমবয়সী তাহলে কি আপনি বলা বন্ধ করতে পারি? আর ব্যাপারটা এতদিন জানা ছিলনা তাই দেরি হয়ে গেল।অরুপ দত্ত (আলাপ) ০৫:৪৬, ১১ মার্চ ২০১০ (UTC)

আপনি চাইলে তুমি করে বলতে পারেন। আপনি চাইলে আমিও আপনি বলা বন্ধ করতে পারি। :) — তানভির আলাপ অবদান ০৫:৫০, ১১ মার্চ ২০১০ (UTC)

দুজনে একেবারে তুইয়ে নামলে কেমন হয়? যাই হোক, কোন Orkut Profile আছে? অরুপ দত্ত (আলাপ) ০৫:৫৪, ১১ মার্চ ২০১০ (UTC)

তুই-এ নামাটা আমি পছন্দ করি না। আর আমার কোনো অরকুট প্রোফাইল নেই। :( — তানভির আলাপ অবদান ০৬:০০, ১১ মার্চ ২০১০ (UTC)

রাগ কোরোনা। তোমার Gmail Accountএ আমি বার্তা পাঠাবো কারণ এখানে ব্যক্তিগত কথাবার্তা শোভা পায়না।অরুপ দত্ত (আলাপ) ০৬:০৬, ১১ মার্চ ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত প্লেবয় বানি, জাকিনথোস মেরিন পার্ক, এবং ভদকা নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১৩ মার্চ, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ১৬:০২, ১৪ মার্চ ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনীত মহেশখালী দ্বীপ নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১৩ মার্চ, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।
তানভির আলাপ অবদান ১৬:০২, ১৪ মার্চ ২০১০ (UTC)

স্বাধীন মতপ্রকাশের অধিকার

দেখুন আমি উইকিপিডিয়াতে কোন রাজনীতি করতে আসিনি। উইকিপিডিয়া কোন রাষ্ট্র নয় অথবা এমন কোন প্রতিষ্ঠান নয় যেখানে রাজনীতি করা যায় বা করাটা যুক্তিসঙ্গত। উইকিপিডিয়া হল কেবল একটি মাধ্যম, যার মধ্যে দিয়ে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রচার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের মধ্যে চ্যাটিং অথবা আলোচনার মাধ্যমে মতবিনিময় করেন আর বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। তাই এখানে আমরা শুধু যাঁরা ভারতীয় রয়েছেন তাদের সচেতন করব, ব্যস। আমরা তো মানুষকে বোঝাতে চাই যে আমরা মানুষকে সাথে নিয়েই চলতে চাই। এতে উইকিপিডিয়া ফোরামের কোন ক্ষতি হবে না। নীলাব্জ দত্ত (আলাপ) ০৯:২৭, ১৭ মার্চ ২০১০ (UTC)

রেফারেন্স

তানভির সাহেব, একটু অপেক্ষা করুন রেফারেন্স শীগ্‌গিরই দিয়ে দিচ্ছি। তার আগেই দয়া করে নিবন্ধ থেকে কিছু সরিয়ে ফেলবেন না। নীলাব্জ দত্ত (আলাপ) ০৯:৫৬, ১৭ মার্চ ২০১০ (UTC)

আজাকি পদক

আজাকি পদক
তানভিরের আজাকি প্রকল্পে বিশেষ অবদানের ছোটো স্বীকৃতি স্বরূপ এই পদকটি দেওয়া হল।--অর্ণব দত্ত (আলাপ) ১১:২৩, ১৭ মার্চ ২০১০ (UTC)


অনেক অনেক ধন্যবাদ অর্ণবদা। — তানভির আলাপ অবদান ১৬:৪০, ১৭ মার্চ ২০১০ (UTC)

পুরভোট

পৌরসভার ভোট। যতদূর জানি, বাংলাদেশেও হয়ে থাকে। আগামী মে-জুন মাসে পশ্চিমবঙ্গের ৮২টি পুরসভা (মিউনিসিপ্যালিটি) ও পৌরসংস্থায় (মিউনিসিপ্যাল কর্পোরেশন, তোমাদের সিটি কর্পোরেশনের সমতুল্য) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কলকাতা পৌরসংস্থাও আছে। এই নির্বাচনের পর এই সব পুরসভায় পুরপ্রধান ও পৌরসংস্থায় মেয়র (আমাদের পরিভাষায় মহানাগরিক) নির্বাচিত হবেন। পুরসভা ও পৌরসংস্থা হল ভারতের নগরাঞ্চলের স্থানীয় স্বায়ত্ত্বশাসন কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গে এই পৌরপ্রতিষ্ঠানগুলি প্রভূত ক্ষমতাশালী (যদিও ভারতের সর্বত্র নয়) এবং গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবা প্রদানকারী। তাই এই সকল সংস্থায় নির্বাচন নিয়ে মানুষের মধ্যে বিশেষ আগ্রহ থাকে। সংক্ষেপে এই নির্বাচনকে বলে পুরভোট। অবশ্য পশ্চিমবঙ্গে সব পুরসভায় একই সময়ে ভোট হয় না, নির্দিষ্ট পৌরসরকারের কার্যকালের মেয়াদ অনুসারে হয়। যেমন, এই বছর কলকাতা পৌরসংস্থায় ভোট হলেও, হাওড়া পৌরসংস্থায় বছর তিনেক আগেই ভোট হয়ে গেছে। --অর্ণব দত্ত (আলাপ) ০৭:৩২, ১৮ মার্চ ২০১০ (UTC)

হ্যাঁ, ঠিকই ধরেছো। পুরসভা বা পৌরসংস্থাগুলি অনেকগুলি ওয়ার্ডে বিভক্ত থাকে। প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে ওয়ার্ড কাউন্সিলর (বাংলায় লিঙ্গভেদে পুরপিতা বা পুরমাতা; শব্দদুটো বেশ মজার) নির্বাচিত হন। এরই সমতুল্য বোধহয় তোমাদের ওয়ার্ড কমিশনার। আমাদের যে কমিশনারের পদ থাকে সেটি আমলাতান্ত্রিক পদ, তিনি সিভিল সার্ভেন্টদের মধ্য থেকে মনোনীত হন। যাই হোক, কাউন্সিলররা একজন মেয়র বা (পুরসভার ক্ষেত্রে) চেয়ারম্যানকে নির্বাচিত করেন। স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠ দল থেকে মেয়র হন। মেয়রের একটি মন্ত্রিসভা থাকে। এটিকে বলা হয় মেয়র-পরিষদ। কলকাতার মেয়রের পদটি বেশ সম্মানজনক পদ। কারণ দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র, বিধান রায়, ফজলুল হক প্রমুখ বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদেরা এককালে এই পদ অলংকৃত করতেন। ফজলুল হক সাহেব পরে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কলকাতায় আজও তাঁর নাম পরম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। আর একটা মজার কথা বলি শোনো। পশ্চিমবঙ্গে মেয়রের পদটি যেমন গুরুত্বপূর্ণ, ভারতের অন্য কিছু রাজ্যে কিন্তু ততটাই গুরুত্বহীন। মুম্বই শহরের মেয়র কিন্তু একটা নামসর্বস্ব পদ। সেখানে পুর কমিশনার (যিনি একজন সরকারি আমলা মাত্র) শহরের পৌরপ্রশাসনের সর্বেসর্বা। পশ্চিমবঙ্গেও আগে এই নিয়মই ছিল। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক পদ্ধতিতে পৌর ও গ্রামীণ স্বায়ত্ত্বশাসন ব্যবস্থা চালু হয়। তবে এই সব সংস্থায় দুর্নীতি এখনও একটা বড়ো সমস্যা। কংগ্রেসি আমলে তো কর্পোরেশনের নামই হয়ে গিয়েছিল চোরপোরেশন!!!--অর্ণব দত্ত (আলাপ) ০৮:০৬, ১৮ মার্চ ২০১০ (UTC)
প্রশাসনিক পদের বাংলা পরিভাষা অনেক সময় শুনতে ভাল লাগে, অনেক সময় আবার সেও এক বিষম ব্যাপার হয়। যেমন ডিস্ট্রিক্ট কালেকটকে বাংলায় বলা হয় জেলা সমাহর্তা। এই বিষম শব্দটিকে এড়াতে আমরা কথ্য বাংলায় বলি জেলা কালেকটর। সবক্ষেত্রেই যে শুধু বাংলা শব্দটি ব্যবহৃত হয় তা নয়। মেয়র/মহানাগরিক, পুরপ্রধান/চেয়ারম্যান, কর্পোরেশন/পৌরসংস্থা ইত্যাদি শব্দ কথ্য ও লেখ্য উভয় বাংলাতেই সমান প্রচলিত। খবরের কাগজগুলি বাংলা শব্দটিকেই ছাপে। সরকারি দপ্তরের সাইনবোর্ডেও বাংলা শব্দটি জ্বলজ্বল করে। তাই খুব সহজেই এই সব একদা অপ্রচলিত শব্দ লোকমুখে প্রচলিত হয়ে যায়। অনেক সময় আমরা সমস্যা এড়াতেও ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। যেমন ধরো, কোনো ওয়ার্ডের কাউন্সিলর পুরুষ না মহিলা সঠিক জানি না, কিন্তু তাঁর কথা উল্লেখ করতে হবে; সেক্ষেত্রে সোজাসুজি কাউন্সিলর বলে দিই। বাংলায় He/She সমস্যা নেই। তাই সুবিধা হয়।
এবার আসি কলকাতাই বাংলার প্রসঙ্গে। আসলে আমরা যেটাকে কলকাতার বাংলা বলি সেটাও সিলেটি, চাটগাঁইয়া বা ঢাকাই ভাষার মতো একটা স্থানীয় ভাষা। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের ভাষা। যশোর-কুষ্টিয়া-খুলনার অঞ্চলের ভাষার সঙ্গে এর সাদৃশ্য আছে সম্ভবত ভৌগোলিক নৈকট্যের কারণে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমা (উত্তর চব্বিশ পরগনা) এককালে যশোরের মহকুমা ছিল আর বাংলাদেশের কুষ্টিয়া জেলা ব্রিটিশ আমলে অনেক দিন নদিয়া জেলার অন্তর্গত ছিল। আমরা ঘরে যে ভাষায় কথা বলি, আর যে ভাষায় লিখি – তার মধ্যে ফারাক খুব একটা নেই। তবে কলকাতার ভাষাতেও কিছু অশুদ্ধ উচ্চারণ রয়েছে। তার মধ্যে বিখ্যাত হল ল-কে ন করা (নেবু, নঙ্কা, নুচি)। মান্য চলিত বাংলায় এটি হাস্যকর রকমের অশুদ্ধ। আজকাল কলকাতার শিক্ষিত লোকেরা খুব সচেতনভাবে এই ধরনের অশুদ্ধি এড়িয়ে কথা বলেন। তবে অতীতে বলতেন না। স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বও তাঁর বাংলা গ্রন্থাবলি আর চিঠিপত্রেও অবলীলায় নেবু লিখে গেছেন। অথচ আমার মা, যিনি আদতে স্বামীজির পাড়ার মেয়ে, আমাকে ছোটোবেলা থেকে এই সব অশুদ্ধি পরিহার করতে শেখান। চাটগাঁইয়া ভাষার কিছু উদাহরণ শোনার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে। স্বাধীনতার সময় যাঁরা চট্টগ্রাম থেকে কলকাতায় চলে এসেছিলেন, কলকাতায় তাঁদের একটি সংগঠন আছে। বছর দুয়েক আগে যখন মুহাম্মদ ইউনূস সাহেব কলকাতায় আসেন, তখন সেই সংগঠনের তরফ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি আগাগোড়া চাটগাঁইয়া বাংলায় সঞ্চালিত হয়েছিল (ইউনূস সাহেবেও চাটগাঁইয়া ভাষাতেই বক্তৃতা দেন)। আমরা টিভিতে দেখেছি এবং একবর্ণও বুঝিনি। তবে খুব ভাল লেগেছিল। মজার কথা হল বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভাষা যেমন দুর্বোধ্য, তেমনি পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাষাও তেমনি অতীব দুর্বোধ্য। আমার জেলা বাঁকুড়ার কয়েকটি ভাষার নমুনা দিলেই বুঝবে – ইচলি=চিংড়ি মাছ, ওলা=মিছরি, কাঁড়া=মহিষ, চ্যানগা=মুরগিছানা, ছঁড়= অনাথ শিশু, ও আমার বন্ধু=উটি আমার স্যাঙ্গাত বটে (শেষ বাক্যটির উচ্চারণ অতীব ভজকট, কথাটা লেখার আকারে যদিও বা বোঝা যায়, কারোর মুখে শুনে অর্থোদ্ধার করতে গেলে পাগল হয়ে যাবে; আর ‘বটে’ বাঁকুড়ার ভাষায় সার্বজনীন মুদ্রাদোষ, এই শব্দটি ব্যবহার না করলে বাক্য সম্পূর্ণ হয় না!)। দেশের ভাষা আমারও খুব ভাল লাগে। শুনেছি ছেলেবেলায় দুষ্টুমি করলে আমার সমর্থনে ঠাকুর্দা আমার দ্বারা অত্যাচারিতদের সঙ্গে দেশের ভাষায় ঝগড়া করতে শুরু করে দিতেন। সে এমন বিষম বস্তু হত যে সকলেই পালাত! :-D --অর্ণব দত্ত (আলাপ) ০৯:১৮, ১৮ মার্চ ২০১০ (UTC)
ঘটনাটা সত্যি। আমি অবশ্য দেশের ভাষা খুব একটা ভাল বলতে পারি না। মাঝে মাঝে বাড়ি গেলে কয়েকটি শব্দ শিখে আসি। --অর্ণব দত্ত (আলাপ) ১২:২৯, ১৮ মার্চ ২০১০ (UTC)

র‌্যাব

র‌্যাব সম্পর্কে আলোচনা করুন। তারপর সরিয়ে নিন। আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করুন সমস্যা কোথায়? র থেকে ব় করা হচ্ছে। যাচাই করুন ব় শুদ্ধ বাংলা র কিনা।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:১৪, ১৮ মার্চ ২০১০ (UTC)

আপনি ভুল অক্ষরে নিবন্ধ সরিয়ে নিচ্ছেন। এমনটা হলে নিবন্ধটি সার্চ ইঞ্জিন খুজে পাওয়া যাবে না। যাচাই করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:২২, ১৮ মার্চ ২০১০ (UTC)
আমারও তাই মনে হচ্ছে। ফন্টে দুই রকমের "র" আছে। আগের নিবন্ধে যেটা ছিলো সেটা দিয়েই সার্চ ইঞ্জিনে বেশি রেজাল্ট আসছে। তবে ভুলটা দিয়েও কম নয়। যাই হোক আমি আগের অবস্থানে সরিয়ে দিচ্ছি। — তানভির আলাপ অবদান ১১:২৭, ১৮ মার্চ ২০১০ (UTC)

অনুবাদ

Tanvir, thank you very much for your comments regarding Bengali translation of the article 'Leadership'(নেতৃত্ব). With regard to your comments 'Auto-translation' I wish to put that it is not an auto-translation, but I myself have done the job. Yes wrongfully I made a mistake of putting the caption in incorrect way, which I will remember in future. Now can you please guide me the process of translation acceptable to Wikipedia so that I can improve myself and continue with my contribution towards translation. Actually, I am translating the articles on sentence to sentence basis, but now I feel that it may not be the right thing. Please let me know. Datta.ashis (আলাপ) ১০:৫৬, ১৯ মার্চ ২০১০ (UTC)

টেমপ্লেট সমস্যা

তানভির কিছু টেমপ্লেটে যে সমস্যাগুলি ছিল বা আছে, সেইগুলিতে সমস্যাটা প্রায় থাকবে যতক্ষন না এই বাগটার (বাগ 19412http://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=19412) কোনো সমাধান হয়। এটা শুধু আমাদের সমস্যা নয়,প্রায় সকল উইকিতেই সমস্যাটা আছে। মিডিয়াউইকি সফটওয়ার #time parser function এ বাংলার মাসকে রিড করতে পারছে না। তাই আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

আর একটা বিশেষ অনুরোধ, অবশ্য সবাই প্রায় এখানে নিজ নিজ কাজে ব্যস্ত, তবুও আগের মতো যদি নীতিমালার পাতাগুলির উপর আর একবার অবদান রাখতে পারো খুব ভালো হয়। একদম মৌলিক নীতিমালার পাতাগুলির অবস্থাখুব খারাপ। যেমন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি · যাচাইযোগ্যতা · কোন মৌলিক গবেষণা নয় · ইত্যাদি...। আমি নিজেও এইগুলির উপর কাজ করার চেষ্টা করছি। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:৪৩, ২০ মার্চ ২০১০ (UTC)

আসলে কোডিং নিয়ে কাজ করলে একটু বেশি সময় লাগে। কোথায় সমস্যা তা খুজে বার করতে হয়। সমস্যার সাধারন কোনো সমাধান না থাকলে বাগজিলায় জানাতে হয়, ইত্যাদি। তাই একটু সময় লেগে গেল। যাই হোক আমার ডাকে সাড়া দেবার জন্য অনেক ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১১, ২০ মার্চ ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত উইলিয়াম বাটলার ইয়েটস, জ্যাক স্প্যারো, ভেসপুলা ফ্লাভিসেপস, এবং মধুচন্দ্রিমা নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ২০ মার্চ, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ১৫:৫০, ২০ মার্চ ২০১০ (UTC)

Please writing article Nowy Dwór Królewski. http://en.wikipedia.org/wiki/Nowy_Dwór_Królewski Answer on Polish Wikipedia Ananas96 (আলাপ) ১২:৫৬, ২২ মার্চ ২০১০ (UTC)

নীতিমালা

ব্যবহারকারী নামস্থান বিষয়ক নীতিমালা লিংক চাই।Paranmajhi (আলাপ) ০৫:৩৯, ২৫ মার্চ ২০১০ (UTC)

ধন্যবাদParanmajhi (আলাপ) ০৫:৫২, ২৫ মার্চ ২০১০ (UTC)

পাতা সুরক্ষা

প্রধান পাতার টেম্পলেট এবং পাতার অংশ বলেই একে সুরক্ষা করা হয়েছে। ঐ পাতায় কোনো পরিবর্তনের জন্য যদি কোন পরামর্শ থাকে তাহলে ঐ পাতার আলোচনা পাতায়, পরিবর্তনটি উল্লেখ করে পরামর্শ প্রদান করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:২৮, ২৫ মার্চ ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত ইসমাইল ইবনে শরীফ, কার্টুওয়ে, মানুষের লৈঙ্গিক পার্থক্য, এবং দাসত্ব নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ২৭ মার্চ, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ১৭:৪৮, ২৬ মার্চ ২০১০ (UTC)

স্বাক্ষর পরিবর্তন

Oasis এর পাতায় আমার স্বাক্ষর পরিবর্তন করে আপনার স্বাক্ষর যোগ করার বিশেষ কোন কারণ আছে কি? :) --বেলায়েত (আলাপ | অবদান) ১০:৫৫, ৩১ মার্চ ২০১০ (UTC)

দেখলাম; না তা তো নয়। আসলে আগের মতো আমিও {{subst:welcome}}~~~~ লিখে ওনাকে ওয়েলকাম জানিয়েছিলাম। কিন্তু আমার পেইজ লোড হতে দেরি হলো। এই ফাঁকে আপনারটাও সম্পূর্ণ হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে হয়তো এমনটা হয়েছে। কারণ পরবর্তীতে আমারটা যদি পেস্ট করে তবে বাদবাকি সব একই থাকবে, শুধু আমার স্বাক্ষরটাই পরিবর্তিত হবে। আমি জেনেশুনে কিছু করিনি। তবুও অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সম্পাদনাটি রিভার্ট করে নিচ্ছি। — তানভির আলাপ অবদান ১১:০৩, ৩১ মার্চ ২০১০ (UTC)

পাতা সাজান

আপনি একটু সুন্দর করে সাজিয়ে দিন না প্লিজ। হাজার হলেও আপনাদের তো অনেক অভিজ্ঞতা আছে। Trinanjon (আলাপ) ১১:১৫, ২ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত কোকা-কোলা, সর্পদংশন, এবং আলাস্কা ক্রয় নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ৩ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ০২:২৩, ৩ এপ্রিল ২০১০ (UTC)

জার্মানী

জার্মানী নিবন্ধে ভুমিকা অংশে ইতিহাস না রাখার পক্ষে। — 115.187.52.240 (আলাপঅবদান) ১১:০৩, ৮ এপ্রিল ২০০৭ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ঐ ভূমিকা জার্মানির সম্পূর্ণ ইতিহাস নয়, বরং ইতিহাসের ছোট অংশেরই সারসংক্ষেপ মাত্র, যা জার্মানি রাষ্ট্রের একটি অংশ হিসেবে ঐ ভূমিকায় স্থান পেয়েছে। এই ভাবে ভৌগলিক, অর্থনৈতিক প্রভৃতি অংশেরও একটি ছোট টাচ ভূমিকায় আছে, এবং এটি যথোপযুক্ত বলেই আমি মনে করি। — তানভির আলাপ অবদান ১০:৩৮, ৮ এপ্রিল ২০১০ (UTC)

সক পাপেট

ভাইরে, আমাদের এই সক পাপেট্রির কাজকর্ম থামাতে থামাতেই সময় বেড়িয়ে যাচ্ছে। ব্লক করা ছাড়া কোনো উপায় নেই। মাঝে মাঝে আমিও মাথা ঠিক রাখতে পারিনা। তবে আমাদের কেই ধৈর্য রাখতে হবে। একজন সক পাপেট্রি বেশিদিন কাজ করে না। --জয়ন্ত (আলাপ | অবদান) ১০:৪৯, ৮ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত অ্যান ই. ডানউডি, এয়ার ফোর্স ওয়ান, এবং অ্যানা ফ্র্যাংক নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১০ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ১১:০৬, ১০ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত আর্জেন্টাভিসএবং পিপল ফর দি ইথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১০ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ১১:০৬, ১০ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনীত নগ্নতা নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১০ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।
তানভির আলাপ অবদান ১১:০৬, ১০ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত জিযেলি বিন্ডচিন, ডাকোটা ফ্যানিং, এবং ভিক্টোরিয়া’স সিক্রেট নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১৭ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ০৩:০৪, ১৭ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনীত কনডমএবং নৃসিংহ নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১৭ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।
তানভির আলাপ অবদান ০৩:০৪, ১৭ এপ্রিল ২০১০ (UTC)

পায়জামার স্থানান্তর

ট্রাউজার্স-কে পায়জামায় স্থানান্তর বিষয়ে একটি মন্তব্য রেখেছি উক্ত নিবন্ধের আলাপ পাতায়। একটু দেখো। --অর্ণব দত্ত (আলাপ) ০৪:০৭, ২১ এপ্রিল ২০১০ (UTC)

knee

english knee শব্দটির বাংলা হাঁটু বলেই তো জানি।Chirbidrohi (আলাপ) ০৭:৩৪, ২২ এপ্রিল ২০১০ (UTC)

হাঁটু-ই লেখা আছে। আপনার সম্পাদনায় হাঁটুর ঁ-এর প্লেসমেন্টে সমস্যা ছিলো বলে বাতিল করেছিলাম। তারপর পরই আবার ঠিক করে দিয়েছি। ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ০৭:৪৮, ২২ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত ওয়ালথার, টি-শার্ট, এবং দ্রিতা (ম্যাগাজিন) নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ২৫ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ০৭:৪৮, ২৫ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত মাউন্ট রাশমোরএবং পেনেলোপে ক্রুজ নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ২৫ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ০৭:৪৮, ২৫ এপ্রিল ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনীত লিওনার্ট অয়লার নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ২৫ এপ্রিল, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।
তানভির আলাপ অবদান ০৭:৪৮, ২৫ এপ্রিল ২০১০ (UTC)

ইউনিকোড সাপোর্ট

আমি তো উইন্ডোজ ভিস্তা ব্যবহার করি আর ফন্ট তো সোলেমানলিপি। তাহলে???Trinanjon (আলাপ) ০৮:০৮, ২৫ এপ্রিল ২০১০ (UTC)

My Question: 1. What is the function of Sodium in human blood? 2. What happens if it falls below or goes up the required level? 3. How it may change in case of an old bedridden patient(90+ yrs)? 4. What type of care or preventive action should be taken for such patients?--Mahata dd (আলাপ) ০৫:৪৭, ১ মে ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ডএবং হা-ইয়োম নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১ মে, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ০১:৪৭, ২ মে ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত পন্ডিচেরী হাঙ্গর, মোটবডেলা মন্টেজুমা, এবং বেঞ্জামিন রবিন্স কার্টিস নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১ মে, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ০১:৪৭, ২ মে ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনীত কার্ল ফ্রিড‌রিশ গাউস নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১ মে, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।
তানভির আলাপ অবদান ০১:৪৭, ২ মে ২০১০ (UTC)

পুরাণ কথন

পুরাণের ভুক্তির ক্ষেত্রে গ্রিক আর রোমান পুরাণ খুব বেশি আলোচিত। আর রোমান পুরাণের প্রচুর ভুক্তি ইতোমধ্যেই উইকিপিডিয়ায় যুক্ত হয়েছে। সমস্যা হলো প্রাচীন গ্রিস (Greece)-এ প্রচলিত পুরাণকে গ্রিক (Greek) বলা হচ্ছে, তেমনি প্রাচীন রোম(Rome)-এ প্রচলিত পুরাণকে রোমান (Roman) বলা হচ্ছে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন দুটো পুরাণের নামই ইংরেজি-জাত। বাংলা নয়। অথচ বাংলায় এগুলো হতে পারে গ্রিসীয় আর রোমীয়। 'গ্রিসীয়' কিছুটা কঠিন আর খাঁটিত্বের দিক দিয়ে নিখাঁদ নয়; তাই সেটাকে বাদ দিলাম। একইভাবে 'রোমীয়'ও বাদ দিলাম। কিন্তু অধুনা রোমক বানানটা আমি বেশ কিছু বইতে লক্ষ্য করছি 'রোমান' বা 'রোমীয়'র বদলে। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানেও তা সিদ্ধ। বরং সেখানে রোমান নামে কোনো ভুক্তিই নেই; আছে 'রোম্যান' নামে। এমতাবস্থায় 'গ্রিক পুরাণ'-কে যেমন আছে তেমন রেখে, খাঁটি বাংলায় 'রোমান পুরাণ'-কে বদলে রোমক পুরাণ করার ব্যাপারটা ভাবা যায় কিনা। প্রয়োজনে দ্ব্যার্থবোধকতার সমস্যায় আমরা রোমান পুরাণগুলোকে রোমক পুরাণে redirect করে দেবো...।Mayeenul Islam (আলাপ) ১৩:১৫, ৩১ মে ২০১০ (UTC)

বিশেষ কিছু ক্ষেত্র ব্যতীত, উইকিপিডিয়ায় আমরা প্রচলিত বানান রীতি অনুসরণের দিকেই জোর দিয়ে থাকি। এক্ষেত্রে গ্রিক পুরাণরোমান পুরাণ ইত্যাদির ব্যবহারই যে যুক্তিযুক্ত, আশা করি সে ব্যাপারে আপনি একমত হবেন। রোমক বানানটি বাংলা একাডেমির অভিধানে থাকলেও নিবন্ধ শিরোনাম হিসেবে আমি রোমান শব্দটিকেই বেছে নেবো, কারণ বেশিরভাগ মানুষ এই শব্দটিকে ব্যবহার করেন ও তাঁদের জন্য বোধগম্য। শুধু তাই নয়, বিভিন্ন গণমাধ্যমেও রোমক-এর বদলে রোমান শব্দটির ব্যবহারই বেশি। তাই রোমান লেখাটাই আমার কাছে গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত।
দ্ব্যর্থবোধকতার কারণে নিবন্ধে আমরা রোমক কথাটির উল্লেখ করতে পারি, এবং সেটিকে রোমান নিবন্ধ শিরোনামে পুনর্নির্দেশও করতে পারি।
আমি রোম্যান নামে কোনো ভুক্তি পাইনি অনুসন্ধান করে। আপনি একটু অনুগ্রহ করে লিংক দিতে পারবেন?
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। রোমান ও রোমক বিষয়ক সিদ্ধান্তে আসতে আপনি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় আলোচনা শুরু করতে পারেন। ঐকমত্য প্রতিষ্ঠিত হলে পরিবর্তন করাটা অসম্ভব নয়। — তানভির আলাপ অবদান ১৫:১৪, ৩১ মে ২০১০ (UTC)
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান জানুয়ারি ২০০২ সংস্করণ পৃষ্ঠা নম্বর ১০৪২-এ রোমক, রোম্যান নামের ভুক্তিতে বলা হয়েছে: ১. রোমসম্পর্কিত। ২. রোমের অধিবাসী; রোমনগরবাসী; রোম্যান। {ই. <Roman}। অন্য ভুক্তিতে আছে রোমীয়: ১. রোমদেশীয়। পদ পরিবর্তন রোমের অধিবাসী। {রোম+ঈয়(ছ)}।
সেখানে রোমান নামে কোনো ভুক্তি নেই।Mayeenul Islam (আলাপ) ১৬:৩৪, ৩১ মে ২০১০ (UTC)
তা ঠিক আছে। বাংলা একাডেমী রোম্যান লিখেছে মূল ইংরেজি উচ্চারণকে প্রাধান্য দিয়ে। আরা তাঁরা শুদ্ধ বাংলাকে প্রাধান্য দিয়েই রোমক লিখেছে। কিন্তু রোমান পুরাণ-ই যে বেশি প্রচলিত এ বিষয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। অবশ্য এ আমার মত। আপনি সংশ্লিষ্ট পাতার আলাপ পাতায় এ বিষয়ে আলোচনা শুরু করলে সবাই যদি রোমক পুরাণ ব্যবহারে একমত প্রকাশ করেন, তবে সেটা মানতে আমার দ্বিমত নেই। — তানভির আলাপ অবদান ১৬:৪৭, ৩১ মে ২০১০ (UTC)

:)

অনেক ধন্যবাদ সুপ্তি (আলাপ) ১৭:৪৫, ৩১ মে ২০১০ (UTC)

ছবি

ছবির বর্ণনাতে ইংরেজী উইকিপিডিয়ার কথা বলা হয়েছে। অনুগ্রহ করে ইংরেজী উইকিপিডিয়ায় একই নামের ফাইল অনুসন্ধান করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৩, ১ জুন ২০১০ (UTC)

ব্রাজিল জাতীয় ফুটবল দল

নিবন্ধটা তো বেশ ভালোই হয়েছে, আর কী যোগ করতে হবে? নাকি লাল লিঙ্ক দূর করার কাজে নেমে পড়বো? কীভাবে এর মানোন্নয়ন করব? -- তানভির (আলাপ|অবদান) ১৭:৫৯, ২ জুন ২০১০ (UTC)

:))

এস.এস.সি. এবং এইচ.এস.সি. আমি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলেও পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি চলে আসি ব্যবসায় প্রশাসন পড়ার জন্যে। বিজ্ঞানের প্রতি অপরিসীম আগ্রহ, বিজ্ঞান পড়ার যোগ্যতা ও সুযোগ দুটি-ই থাকলেও ব্যক্তিগত কারণে আমাকে চলে আসতে হয় বি.বি.এ. পড়ার জন্যে। বিজ্ঞানের প্রতি আগ্রহের জন্যেই হয়তো বিজ্ঞান বিষয়ক নিবন্ধগুলো আমায় বেশি টানে।

এই কথাগুলো হুবহু না মিললেও অনেকটাই মিলে যায় তানভির ভাই আমার সাথে। বিজ্ঞান নিয়ে পড়ার তীব্র আগ্রহ থাকলেও রসায়নকে অযথা ভয় পেয়ে বিজ্ঞান পড়লাম না, আর এখন বিজ্ঞান ছাড়া কিছু বুঝিও না। অথচ এদেশের বিজ্ঞান আমাকে নিবে না। কোনোভাবেই আমি আর বিজ্ঞানে যেতে পারবো না। ব্যবসায়ীরা নাকি ভালো বিজ্ঞান বোঝে না। ...যাহোক, বিজ্ঞান বিষয়ক নিবন্ধে অবদান রাখার আশা রাখি ইনশাল্লাহ। তখন আপনাকেসহ সব বিজ্ঞানমনষ্কদেরকে সাথে চাই। কোনো কারণ ছাড়াই এই আলাপ জুড়ে দিলাম। ক্ষমা চাই। এই প্লাটফর্ম হয়তো এই আলাপের স্থান না।Mayeenul Islam (আলাপ) ০৬:৫৪, ১৩ জুন ২০১০ (UTC)

তানভিরের ব্যক্তিগত আলাপের পাতা হলেও আমি একটু নাক গলাই। বিজ্ঞান পড়লেই যে সেখানে কাজ করার সার্বভৌম অধিকার জন্মায়, আর অন্য বিভাগে পড়লে বিজ্ঞানে কাজ করতে মানা তা কিন্তু একদমই না। যেমন মেডিকেল কলেজে পড়েও কিন্তু মেহেদী হাসান খান অভ্রের মতোন একটা চমৎকার সফটওয়্যার বানিয়েছেন। আপনাদের দুজনের বিজ্ঞানের প্রতি ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাক আর উইকিপিডিয়ার বিজ্ঞান বিষয়ক নিবন্ধগুলো এগিয়ে যাক। --ফয়সল (আলাপ | অবদান) ১১:২১, ১৩ জুন ২০১০ (UTC)
প্রথমেই ধন্যবাদ ফয়সল ও মঈনুল ভাইকে। বিজ্ঞানের প্রতি আগ্রহ থেকে এখন এই বিজনেস পড়তে গিয়ে অনেক হতাশায় ভুগি। এই জার্নাল করাতে রষ তো নেই, কষও পাইনা। পুরাই ডিসটিলড ওয়াটার। কিন্তু আমার আগ্রহ আবার সকল দিকেই। আমার নিবন্ধ তৈরির লিস্ট দেখলেই তা অবশ্য বোঝা যায়। নিজেই নিজের প্রশংসা করে ফেললুম কী না বুঝতে পারছি না। — তানভিরআলাপঅবদান ↓ ১২:০৯, ১৩ জুন ২০১০ (UTC)

আমিও রস পাইনা। সব দিকে হাত দিতে যাই। শেষ পর্যন্ত আবার নিজেকে প্রশ্ন করি: শেষ পর্যন্ত ঠিকানা কোনটা? ব্যস আবার রসকষহীন কাজটাতে মন দিই। কিন্তু মন পড়ে থাকে বিজ্ঞানে। কোথায় বৃহস্পতিতে একটা উল্কা পড়েছে, কোথায় বাংলাদেশের পুলিশ অফিসার পিথাগোরাসের ত্রিমাত্রিক সূত্র আবিষ্কার করেছেন...অথচ বিজ্ঞান পড়া সেই অষ্টম শ্রেণী পর্যন্ত। তবু আমি চেষ্টা করি বিজ্ঞান শিখতে। আশা করি হাসান ভাই মাঝে মাঝে আমাকে বিজ্ঞান শেখাবেন। আমি ভালো শিক্ষকের সত্যনিষ্ঠ ভক্ত।মঈনুল ইসলাম (আলাপ) ১৬:৪৯, ১৩ জুন ২০১০ (UTC)

হাসান ভাই - আমারে কইলেন্নাকি? আমার কাছে বিজ্ঞান শিখতে আসলে আপনার ভবিষ্যত ঝরঝরে হয়ে যাবে। আমার দৌড় মসজিদ (চোথা) পর্যন্তই। তয় কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। রাধাগোবিন্দ চন্দ্র বলতে গেলে খালি চোখে ৩৭২১৫টি তারা পর্যবেক্ষণ করেছিলেন। লেগে থাকলে কি না হয়? শুভকামনা জানবেন।--ফয়সল (আলাপ | অবদান) ০৬:৪৫, ১৪ জুন ২০১০ (UTC)

Request for help

Hello! I am a Vietnamese wikipedian. Please help me correct হো চি মিন সিটিআন্তর্জাতিক বিমানবন্দর. Thank you very much for your help.123.28.252.229 (আলাপ) ১৬:৫৪, ১৫ জুন ২০১০ (UTC)‎

অভিনন্দন

১ বছর হয়ে গেছে তোমার! অভিনন্দন ভাইয়া। লিখে যাও। অনেক ভালো লাগছে জেনে। — Shupty (আলাপঅবদান) ০০:৩৪, ১৭ জুন ২০১০ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

শুভেচ্ছা বস। কেক কই? --ফয়সল (আলাপ | অবদান) ২০:৩৮, ১৬ জুন ২০১০ (UTC)
দুজনকেই অনেক ধন্যবাদ। কেক বাম পাশে; সাথে কোকও আছে। :pতানভিরআলাপঅবদান ↓ ০৫:৫২, ১৭ জুন ২০১০ (UTC)
কেক আর কোক ডিজিটালি ব্যাপক তৃপ্তির সাথে খেলাম। তবে খাবার দাবার প্রসঙ্গে আমার ডিজিটাল জিনিসপত্র মোটেও পছন্দ না। --ফয়সল (আলাপ | অবদান) ১৪:১৬, ১৭ জুন ২০১০ (UTC)
তবে চলে আসুন একদিন আমার ভার্সিটির এখানে। বাস্তবে কেকের চেয়ে কাচ্চি-ই হয়তো বেশি ভালো লাগবে, সাথে কোক। আসুন তবে কাচ্চি-কোক খাইয়ে দেই। অনেক দিন দেখা হয় না, দেখাটাও হয়ে যাবে। :) — তানভিরআলাপঅবদান ↓ ১৪:৩১, ১৭ জুন ২০১০ (UTC)
খাইসে, তাইলে তো জলদি জলদি যাইতে হয়! আপনাকে একটি মেল করলাম। দাওয়াতের জন্যে থ্যাঙ্কু। --ফয়সল (আলাপ | অবদান) ১৫:৫৬, ১৭ জুন ২০১০ (UTC)

Congratulation!
Keep the spirit and make the way...
We are looking for a light house.মঈনুল ইসলাম (আলাপ) ১৬:২০, ১৭ জুন ২০১০ (UTC)

সম্পাদনা বাতিল ও সতর্কবার্তা প্রসঙ্গ

আমার অনুদিত বা সম্পাদিত, “পলাশীর যুদ্ধ” ও “সমরেশ বসু” দুটি প্রবন্ধই বাতিল করা হয়েছে এবং - অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক - এই মন্তব্য করা হয়েছে.

এখানে বলা হয়েছে যে, সম্পাদনাগুলি ‘অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক’, কিন্তু কোন ক্ষেত্রেই কোন ব্যাখ্যা দেওয়া হয়নি. কোন প্রকার ব্যাখ্যা ছাড়াই এই ধরনের মন্তব্য আশা করা যায় না. পূর্বেও কয়েকটি সম্পাদনা, যেমন, ‘প্রেরণা’, ‘অমিতাভ বচ্চন’ ইত্যাদিও একই ভাবে বাতিল করা হয়েছিল.

আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন বাঙালী. উইকিপিডিয়াতে প্রাপ্ত প্রবন্ধগুলির বাংলা অনুবাদ করে বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী বাঙালীদের মধ্যে নিজের মাতৃভাষা ব্যবহারের প্রতি উত্সাহ বৃদ্ধি ও তার সম্প্রসারণের চেষ্টা করছি. এটা আমার পেশা নয়, নেশা. আমার মতো একই মনোভাবাপন্ন আরোও কিছু মানুষ, যাঁরা বিদ্বান এবং নিজ নিজ কর্মক্ষেত্রে যথেষ্ট সফল, আমার সঙ্গে এই প্রচেষ্টায় হাত মিলিয়েছেন.

কোন ব্যাখ্যা ছাড়াই অনুবাদগুলি বাতিল হওয়ার ফলে সেগুলির অগ্রহণযোগ্যতার সুনির্দিষ্ট কারণগুলি অজানাই থেকে যাচ্ছে. সেগুলির দোষ-ত্রুটি নির্ধারনের জন্য আমরা কলকাতার কয়েকজন বিশেষ প্রসিদ্ধ ও পুরষ্কারপ্রাপ্ত লেখক-সাহিত্যিক ও ভারতের কয়েকটি বহুল প্রচারিত সংবাদ-মাধ্যমের সঙ্গে যোগাযোগ করি. তাঁরা অনুবাদগুলির শুদ্ধতা, ব্যাকরণগত ও গুনগত মান মূল্যায়ণ করে শুধু যে আমাদের প্রচেষ্টার অকুন্ঠ সাধুবাদ জানিয়েছেন তাই নয়, স্বহস্তে-স্বাক্ষরিত প্রসংশাপত্র প্রদান করেও আমাদের প্রচুর উত্সাহিত করেছেন. প্রসংশাপত্রগুলি প্রয়োজনে প্রকাশের জন্য প্রস্তুত রয়েছে.

এই অবস্থায় আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ যে আমাদের অনুদিত/সম্পাদিত প্রবন্ধগুলি ঠিক কি কারণে “অগ্রহণযোগ্য” ও “ধ্বংসাত্মক” তা জানালে বাধিত হব. আপনার কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যাগুলি পেলে উইকিপিডায়াতে ঠিক কি ধরনের বাংলা গ্রহণযোগ্য তা বুঝতে সুবিধা হবে. সুনির্দিষ্ট ও সঠিক ব্যাখ্যা ছাড়া কোন সম্পাদনা বাতিল হওয়ার ফলে, উইকিপিডায়া তে সম্পাদনার মান মূল্যায়েনের ক্ষেত্রে কিছু মানুষের ক্ষমতা বা অধিকারের অযৌক্তিক ও অনৈতিক অপব্যবহার সম্পর্কে প্রশ্ন উঠতেই পারে.Anulekha (আলাপ) ০৯:২০, ১৭ জুন ২০১০ (UTC)

মাতৃভাষা বাংলার ব্যবহার প্রতি উৎসাহ বৃদ্ধি ও সম্প্রসারণে আপনার চেষ্টাকে সাধুবাদ জানাই। আপনার সম্পাদনাগুলো বারবার বাতিল করা, এবং অবশেষে আমার কর্তৃক আপনাকে সতর্কবার্তা নোটিশ দেয়ার কারণ সম্পর্কে বলেছি। নোটিশে ‘ধ্বংসাত্মক’ ও ‘অগ্রহণযোগ্য’ শব্দ দুটি ব্যবহার করেছি, কারণ আপনার সম্পাদনা এই দুটিকেই নির্দেশ করছে বলে আমার মনে হয়েছে।
এখন পর্যন্ত আপনার Anulekha অ্যাকাউন্ট থেকে আপনি মোট পাঁচটি নিবন্ধে এরকম অনুবাদ যোগ করলেও, আই.পি. থেকে ও অন্যান্য অ্যাকাউন্ট থেকে আরও যোগ করেছেন বলে আমার ধারণা (কিন্তু আমার কাছে কোনো শক্ত প্রমাণ নেই)। আপনি প্রেরণা নিবন্ধের কথার উল্লেখ করেছেন, কিন্তু এটি আপনার অনুলেখা অ্যাকাউন্ট থেকে সম্পাদিত হয়নি। এটি হয়েছে গৌতম ঘোষ নামের অ্যাকাউন্ট থেকে। যদি এটিও আপনিই করে থাকেন, তবে আপনার জানানোর জন্য বলছি, যুক্তিসঙ্গত কারণ ব্যাতীত একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করা উইকিপিডিয়া:সক পাপেট্রি অনুসারে সম্পূর্ণ নিষিদ্ধ, ও মূল অ্যাকাউন্ট সহ সবকটিকেই এজন্য ব্লক করা যেতে পারে।
এবার আসি আপনার সম্পাদিত অনুবাদ প্রসঙ্গে। আপনার অনুবাদগুলো গ্রহণযোগ্য নয়, কারণ: প্রথমত, মেশিন অনুবাদ বাংলা উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য নয়; দ্বিতীয়ত, আপনার অনুবাদের ভাষা আড়ষ্ট; তৃতীয়ত, আপনার অনুবাদের পরে নিবন্ধে অনেক কাজ বাকি থেকে যায়, যেমন: টেমপ্লেট তৈরি, নম্বরগুলো ইংরেজি বাংলা করা। আপনার সম্পাদিত স্লামডগ মিলিওনিয়ার নিবন্ধটি-ই একটি জলন্ত উদাহরণ।
পরিশেষে, আপনাকে এর আগেও আপনাকে সতর্ক করা হয়েছে, সরাসরি-ই আপনাকে সর্বশেষ সতর্কবার্তা দেওয়া হয়নি। তাছাড়া আপনি একবার এ ধরনের অনুবাদ যোগ করছেন, তাও মানতাম যদি আপনি পরবর্তীতে সেগুলো ঠিকঠাক করতেন, কিন্তু আপনি একটা নিবন্ধও দ্বিতীয়বার স্পর্শ করেন নি। এছাড়া পলাশীর যুদ্ধ নিবন্ধে আপনি যে অনুবাদ যোগ করেছেন, সেখানেও একই রকমের ভুল করেছেন। যেমন: আপনি ইংরেজি ফুলস্টপকে বাংলা ‘।’-তে কনভার্ট করেননি। এছাড়াও ঐ অনুবাদগুলো আরো সংস্কার প্রয়োজন ছিলো। আপনার পূর্বের ইতিহাস থেকে এটাই ধরে নেওয়া স্বাভাবিক যে, আপনি এই নিবন্ধে আর কোনো সম্পাদনা করবেন না। আর দুঃখজনক হলেও সত্যি যে, এতো বড় নিবন্ধ ঠিকঠাক করার জন্য প্রয়োজনীয় লোকবল আমাদের নেই। শুদ্ধ বাংলা রাখার স্বার্থেই আমাদের তাই সম্পাদনাগুলো বাতিল বা অপসারণ করতে হয়। আশা করি আপনি ব্যাপারটা বুঝবেন। ধন্যবাদ। — তানভিরআলাপঅবদান ↓ ১১:৪৯, ১৭ জুন ২০১০ (UTC)
আরও বলতে গেলে, অমিতাভ বচ্চন নিবন্ধের অনুবাদটি যোগ হয়েছে দত্ত আশিষ নামের অ্যাকাউন্ট থেকে। — তানভিরআলাপঅবদান ↓ ০২:৫৪, ১৮ জুন ২০১০ (UTC)
আপনাকে কে কী সার্টিফিকেট দিয়েছেন, তাতে কিছু যায় আসে না। এরকম আড়ষ্ট ও যান্ত্রিক অপাঠ্য বাংলা এখানে রাখা হবে না। ভাষাগুলো পাঠযোগ্য করুন, আর সেই সাথে নিবন্ধের মধ্যকার অজস্র সমস্যা দূর করার জন্য সময় দিন। নইলে এরকম যান্ত্রিক অনুদিত ভূক্তি আবারও অপসারণ করা হতে থাকবে। আপনার মূল সমস্যা হলো দায়িত্ব এড়ানো ... একটা ভুক্তি আধা-খেচড়া অনুবাদ করেই আপনি ছেড়ে দেন, ওটা মেরামত করার জন্য আর সময় দেন না। এভাবে করা নিম্নমানের অনুবাদ এখানে যোগ করা চলবে না। --রাগিব (আলাপ | অবদান) ০৩:০৩, ১৮ জুন ২০১০ (UTC)

আপনাদের আলোচনায় আমি আসলে তৃতীয় পক্ষ। তবে আমি স্লামডগ মিলিওনিয়ার নিবন্ধটি দেখার পর এবং তানভির ভাইয়ের উত্তরের পর আমার মনে একটি প্রশ্ন জেগেছে: [১] স্লামডগ মিলিওনিয়ার নিবন্ধে ২০০৯ খ্রিষ্টাব্দকে 2009 লেখা হয়েছে। আবার তানভির ভাই বলছেন "আপনার অনুবাদের পরে নিবন্ধে অনেক কাজ বাকি থেকে যায়, যেমন: টেমপ্লেট তৈরি, নম্বরগুলো ইংরেজি করা।" আমি বিভিন্ন নিবন্ধে সালগুলো বাংলাতে দিই এবং তা-ই যৌক্তিক মনে করি। কিন্তু এখানে নম্বরগুলো ইংরেজি করা কেন দরকার, বুঝিনি।

অনুলেখা, স্লামডগ মিলিওনিয়ার নিবন্ধে আসলেই অনেক কাজ বাকি রয়ে গেছে। যুক্তরাজ্য লেখার বদলে আপনি ইউনাইটেড কিংডম বলে চালিয়ে দিয়েছেন। বানানে রয়েছে অনেক ঘাটতি: যেমন "জোগাড়"কে আপনি "জোগার" লিখছেন, "এসিড" হয়ে যাচ্ছে "আসিড" ইত্যাদি। যাহোক, আপনার প্রচেষ্টা নিঃসন্দেহে ভালো। তবে তানভির ভাই যেভাবে ব্যাপারটাকে দেখছেন, সেটা আসলে উইকিপিডিয়ার দৃষ্টি। এবং এটা সত্যিই যে, বাংলা উইকিপিডিয়ায় লোকবল খুব, খুব কম। তাই "আমার নিজের" দায়িত্ব সবচেয়ে বেশি। আপনার কাছ থেকে ভালো ভালো সম্পূর্ণ নিবন্ধ পেয়ে উইকিপিডিয়া ধন্য হোক, এই কামনা রাখি। ধন্যবাদ।মঈনুল ইসলাম (আলাপ) ১৩:৫১, ১৭ জুন ২০১০ (UTC)

মঈনুল ভাই, দুঃখিত, কারণ ভুল হয়ে গেছে। বলতে চেয়েছিলাম "বাংলা"; ঠিক করে দিয়েছি। আসলে অনুলেখা ভাইও লিখলে বাংলাতেই লিখতেন, কিন্তু মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে মেশিন অনেক কিছু বাংলা করে না, যেমন সংখ্যা, ফুল স্টপ ইত্যাদি। আবার অনেক কিছুর ভুল বাংলা করে যেমনটি আপনি উল্লেখ করেছেন। — তানভিরআলাপঅবদান ↓ ১৪:২৮, ১৭ জুন ২০১০ (UTC)

সহায়তা চাই

তানভির ভাই, এই আলাপে আপনার একটু সহায়তা চাই।মঈনুল ইসলাম (আলাপ) ০৬:২০, ২১ জুন ২০১০ (UTC)

ধন্যবাদ

উইকিতে নতুন, তাই শিখতে একটু সময় লাগবে। আশা করি সবার সহযোগিতায় ভুলগুলো শুধরাতে পারবো। ধন্যবাদ! Kaushikahmed (আলাপ) ১০:৩৬, ২৪ জুন ২০১০ (UTC)Kaushikahmed

ব্যবহারকারী পৃষ্ঠা সম্পাদনা

ভাইয়া, অনেকেই দেখি ব্যবহারকারী পৃষ্ঠাকে সুন্দর করে সাজিয়েছেন। বাংলায় ইউজার বক্স ব্যবহার করব কেমনে? আমি কোন কোন নিবন্ধ শুরু করেছি বা সম্পাদনা করেছি, তা কি স্বয়ংক্রিয়ভাবে গ্রাফিক্স সহযোগে আমার ব্যবহারকারী পৃষ্ঠায় প্রদর্শন করা যায়?(উদাহরণ- http://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Tanweer_Morshed) ইংরেজি উইকির ব্যবহারকারী পৃষ্ঠা সম্পর্কিত নিবন্ধটি পড়েছি, কিন্তু খুব একটা লাভ হয়নি।পৃথ্বী (আলাপ) ১৩:৫৮, ২৫ জুন ২০১০ (UTC)

আসলে আমি প্রথমে আমার নামটাকে বঙ্গানুবাদ ব্যাপারে সাহায্য চাওয়ার চিন্তা করছিলাম, পরে দেখলাম নামটা ঠিকই বাংলা করা আছে। শিরোনামটা সম্পাদনা করে দিলাম।পৃথ্বী (আলাপ) ১৬:৪০, ২৫ জুন ২০১০ (UTC)

'অগ্রহণযোগ্য ও ধ্বংশাত্মক' অনুবাদ

প্রিষ় তানভির, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার বক্তব্য অনুযায়ী, উইকিপিডিয়াতে একই ব্যক্তির (একই আইপি থেকে) একাধিক অ্যাকাউন্ট ব্যবহার নিষিদ্ধ। এ প্রসঙ্গে জানাই, এই নিয়মটা আমার জানা ছিল না, ভবিষ্যতে এই বিষয়টি নিশ্চই খেয়াল রাখবো। আসলে আমি, অ্যাকাউন্টের ‘পাসওয়ার্ড’ গরমিলের জন্য অ্যাকাউন্ট খুলতে বাধ্য হয়েছিলাম।

আমার সম্পাদিত অনুবাদগুলির ব্যাপারে জানাই, আপনি যদি একটু গভিরভাবে অনুবাদগুলি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলি কোনভাবেই মেশিন ট্রান্সলেশন নয় । এগুলি যথার্থই আমার নিজের দ্বারাই যথেষ্ট পরিশ্রমসাধ্যভাবেই করা। হ্যাঁ, ভাষার আড়ষ্ঠতা হয়তো থাকতে পারে, কারণ মূল ইংরাজী প্রবন্ধটির বাক্যগুলির কাঠামোগত কোন পরিবর্তণ না ঘটিয়ে হুবহু অনুবাদের চেষ্টার জন্য হয়তো এই অনিচ্ছাকৃত আড়ষ্ঠতা। ভবিষ্যতে এই ব্যাপারটার দিকে মনযোগ থাকবে। অনুবাদের পরে বাকি থাকা কাজ, যেমন, ইংরাজী সংখ্যাগুলির বাংলায় পরিবর্তণের বিষয়ে বলি, ভারতের রিজিওন্যাল ল্যাঙ্গুয়েজেস ডাইরেক্টরেটের আঞ্চলিক ভাষা ব্যবহারের বিধান অনুসারে, সংখ্যাগুলিকে আঞ্চলিক ভাষার পরিবর্তে ইংরাজীতেই রাখতে হয়। এই কারণেই আমার সম্পাদিত অনুবাদগুলিতেও সংখ্যাগুলিকে বাংলায় পরিবর্তিত করা হয়নি। বাক্যের শেষে ‘দাঁড়ি’ –এর জায়গায় (.)-ফুলস্টপের ব্যবহারটি নেহাতই অভ্যাসগত এবং অনিচ্ছাকৃত ভুল।

আপনি বলেছেন, অনুবাদগুলিকে পরে আর প্রয়োজনিয়ভাবে ত্রূটিমুক্ত করা হয় না। আসলে, আমার অনুবাদগুলি ঠিক কি কারণে ‘অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক” হচ্ছিল তা আমি সঠিকভাবে ধরতে পারছিলাম না যার ফলেই সেগুলির পুণঃসংস্কারও সম্ভবপর হচ্ছিল না। যাইহোক আপনার মন্তব্যগুলি থেকে এখন এই ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হল। আশা রাখবো, ভবিষ্যতে উইকিপিডিয়াতে আমার অনুবাদগুলিকে যথাসাধ্য ত্রুটিমুক্ত রেখে, “অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক” এই মন্তব্য এড়াতে পারবো।

ধন্যবাদ। Anulekha (আলাপ) ১৪:৪১, ২ জুলাই ২০১০ (UTC)

ভারতের রিজিওন্যাল ল্যাঙ্গুয়েজেস ডাইরেক্টরেটের আঞ্চলিক ভাষা ব্যবহারের বিধান উইকিপিডিয়া অনুসরণ করে না। উইকিপিডিয়ায় সংখ্যাসহ নিবন্ধ শিরোনাম সবকিছু বাংলা অক্ষরে লেখাই নিয়ম। আশা করছি এবারে আপনার অনুবাদ ত্রুটিমুক্ত হবে। সর্বোপরি আপনার আগের করা অনুবাদগুলো ঠিক করাতেই আপনি সর্বপ্রথম সচেষ্ট হবেন।
তাছাড়া আপনার বানান ভুলের পরিমাণ এখানেও প্রচুর। এই আলাপেই আপনি "ধ্বংসাত্মক", "পরিবর্তন", "গভীর", "প্রয়োজনীয়ভাবে", "পুনঃসংস্কার" প্রভৃতি বানান ভুল করেছেন। ধরে নিচ্ছি এগুলো সবই অনিচ্ছাকৃত। কিন্তু আশা করছি এ ধরনের ভুলগুলো শুদ্ধ করে একটি নিবন্ধ লেখার পরেই আপনি পরবর্তী নিবন্ধটি শুরু করবেন। উইকিপিডিয়ায় আপনার উপস্থিতি শুভ হোক। — তানভিরআলাপ • ১০:২৫, ৪ জুলাই ২০১০ (UTC)

ত্রুটিমুক্ত সম্পাদনা

তানবির, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার আগেকার সম্পাদনাগুলি সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করব এবং ভবিষ্যতেও একই ভাবে আপনাদের সহযোগীতা কামনা করব।Anulekha (আলাপ) ০৬:৪৪, ৫ জুলাই ২০১০ (UTC)

এবারে আপনি আমার নামের বানানটাও ভুল করলেন। আমার নামের বানানের ব্যাপারে আমি আবার একটু সেনসিটিভ। আশা করবো আপনি সম্পাদনা সংরক্ষণের পূর্বে "প্রাকদর্শন" সুবিধাটি ব্যবহারের চর্চাও করবেন। :) — তানভিরআলাপ • ১০:৪৩, ৫ জুলাই ২০১০ (UTC)

উইকিতানভির

তানভির ভাই, আপনার উইকিপিডিয়ার সাথে আমার গাঁটছড়া:যেভাবে শুরু অংশে দুটো বানানে ভুল পেলাম: মাহাত্য হবে না, হবে মাহাত্ম এবং সমৃদ্ধতা হবে না, হবে সমৃদ্ধি। যাহোক, সেটা বলার জন্য আসিনি। আপনি নিজের জন্ম তারিখের বাংলা সাল কিভাবে পেলেন, সেটা জানতে চাইছি?মঈনুল ইসলাম (আলাপ) ১৭:২১, ৭ জুলাই ২০১০ (UTC)

বানান দুটো ঠিক করে দিয়ে অশেষ উপকার করলেন মঈনুল ভাই। আমি নিজেও বাংলা বানানের ব্যাপারে খুতখুতে। কোনো নিশ্চিত ভুল পেলে তাই সানন্দে ঠিক করে ফেলবেন। :) আর বাংলা সাল পেয়েছি দুইভাবে। (১) বাংলা ক্যালেন্ডারের একটা সফটওয়্যার পেয়েছিলাম কোথায় যেনো, (২) আমার জন্ম সালের একটি ক্যালেন্ডার বাসার কোথায় যেনো পেয়েছিলাম মনে হয়.... (ভুলে গেছি) :( — তানভিরআলাপ • ১৭:২৭, ৭ জুলাই ২০১০ (UTC)

যদি ঐসময়কার বাংলা ক্যালেন্ডার পেয়ে যান, তাহলে কথা নাই। কিন্তু যদি আপনি সফটওয়্যার দিয়ে কাজটা করে থাকেন, তাহলে সেই সফটওয়্যারটা হলো অক্ষর বাংলা লেখার সফটওয়্যার। তার সাথে একটা ক্যালেন্ডার ছিলো। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি যেই সাল পেয়েছেন, তা সত্যি হলেও তারিখটা ভুল হচ্ছে। কারণটা অবশ্য বেশ ঐতিহাসিক। জানতে হলে এখানে দেখুন। এই সফটওয়্যার থেকে হয়ে থাকলে কিংবা বাংলা বর্তমান ক্যালেন্ডার থেকে গণনা করে হয়ে থাকলে আপনার প্রকৃত জন্ম তারিখটা হবে ৯ ফাল্গুন। ...আর, বানানের ব্যাপারে আমিও একটু খুঁতখুঁতে, উচ্চারণের বেলায়ও। ধন্যবাদ।মঈনুল ইসলাম (আলাপ) ২১:১৬, ৭ জুলাই ২০১০ (UTC)

তানভির, আপনার নামের বানানটাই ভুল করার জন্য আমি সত্যিই যারপর নাই দুঃখিত। নামের ব্যাপারে সেন্সিটিভ থাকাটাই স্বাভাবিক। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। Anulekha (আলাপ) ০৫:৪৮, ৮ জুলাই ২০১০ (UTC)

"Wikitanvir/archive4"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।